টুকরো খবর |
দৃষ্টিহীনদের পড়াতে কর্মশালায় শিক্ষকরা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
দৃষ্টিহীন ও ক্ষীণদৃষ্টি সম্পন্ন পড়ুয়াদের পাঠদানের জন্য শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কর্মশালা শুরু হল তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে। পূর্ব মেদিনীপুর জেলা সর্বশিক্ষা মিশন আয়োজিত এই কর্মশালা সোমবার উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন। কর্মশালায় উপস্থিত ছিলেন সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক পুষ্পেন্দু সরকার। তমলুক ও হলদিয়া মহকুমার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে এই কর্মশালা চলবে পাঁচ দিন ধরে। মামুদ হোসেন জানান, জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ৯ হাজার ৭৬৩ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী রয়েছে। এদের মধ্যে ২১২১ জন দৃষ্টিহীন, ক্ষীণদৃষ্টি সম্পন্ন ছাত্র-ছাত্রী রয়েছে। এই সব ছাত্র-ছাত্রীদের বিশেষ পদ্ধতিতে পড়ানোর জন্য শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ওই ছাত্র-ছাত্রীদের বড় হরফের বই দেওয়া হবে। কাঁথি ও এগরা মহকুমার শিক্ষক-শিক্ষিকাদেরও এই প্রশিক্ষণ দেওয়া হবে।
|
সেতু সারানোর দাবি সবংয়ে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সেতু সংস্কারের দাবিতে জেলা পরিষদ কর্তৃপক্ষের দ্বারস্থ হল সবংয়ের দেভোগ- উচিতপুর নাগরিক কমিটি। কমিটির পক্ষ থেকে সোমবার দাবিপত্রও দেওয়া হয়। ২০০৭ সালের বন্যার সময়ে তেমাথানি- মকরামপুর রাস্তায় কপালেশ্বরী নদীর উপর থাকা সেতুটি ভেঙে যায়। এরফলে, স্থানীয় মানুষ সমস্যায় পড়েন। সেতুর দু’পাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘুরপথে লক্ষ্মণপুর সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয়। কমিটির বক্তব্য, দীর্ঘদিন পর ভেঙে যাওয়া সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে এখন কাজ বন্ধ। এই পরিস্থিতিতে আগামী বর্ষার আগে যাতে সেতুটির নির্মাণের কাজ শেষ হয়, জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে সেই দাবিই জানিয়েছে দেভোগ- উচিতপুর নাগরিক কমিটি। সোমবার কমিটির সম্পাদক শশধর জানার নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরির দ্বারস্থ হয়। তাঁকে দাবিপত্র দেওয়া হয়। দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ।
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
শীতলা মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিমার গয়না চুরি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার সাগরবাড় এলাকার তাহালা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাহালা গ্রামে দীর্ঘ দিনের পুরনো একটি শীতলা মন্দির রয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ওই মন্দিরের দরজা খোলা অবস্থায় পড়ে। ভিতরে থাকা শীতলা প্রতিমার মাথায় রুপোর চূড়া নেই। এরপরেই কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত শুরু করা হয়েছে।
|
জঙ্গলমহলে ফুটবল খেলা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
দু’দিন ধরে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম থানা ভিত্তিক জঙ্গলমহল ফুটবল টুর্নামেন্ট ২০১৩ (পুরুষ বিভাগ) হল ঝাড়গ্রাম শহরের কেকেআই মাঠে। রবিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝাড়গ্রামের এসডিপিও বিবেক বর্মা। ঝাড়গ্রাম থানা এলাকার ৪৬টি ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নেয়। সোমবার বিকেলে ফাইনাল খেলায় টাই-ব্রেকারে ৫-৪ গোলে ‘ডিয়ার পার্ক দল’কে হারিয়ে জয়ী হয় ‘বামদা এভেন গাঁওতা’। আজ, মঙ্গলবার ঝাড়গ্রাম থানা এলাকার মহিলা বিভাগের জঙ্গলমহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কেকেআই মাঠে।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • এগরা |
অঙ্গনওয়াড়িতে নিযুক্ত কর্মীদের স্থায়ীকরণ, কর্মীদের অনুদান বাড়ানো, নির্মাণকর্মীদের মতো তাঁদেরও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা-সহ দশ দফা দাবি নিয়ে ভগবানপুর-১ ব্লকের কাজলাগড়ে ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কাছে স্মারকলিপি দিল সিটু অনুমোদিত রাজ্য আইসিডিএস সমিতির সদস্য অঙ্গনওয়াড়ি কর্মীরা। এ দিনই কাজলাগড়ে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিটুর জেলাসম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত মহাপাত্র।
|
শিল্পপ্রবেশ |
|
ছবি: আরিফ ইকবাল খান। |
পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ার অন্যতম রেলস্টেশন। দুর্গাচক আর হলদিয়ার মাঝে এই স্টেশনে ট্রেন থামে। লোকজনও ওঠানামা করেন। কিন্তু স্টেশন চত্বরে টিকিট কাটার কোনও বন্দোবস্ত নেই। পাশের স্টেশন থেকে টিকিট কেটে রাখতে হয়। নেই জল, আলোর মতো ন্যূনতম পরিকাঠামোটুকুও। এমনকী স্টেশনের দরজা-জানলাও খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। বহু বার রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও হাল ফেরেনি স্টেশনের। এক নজরে দেখলে মনে হয় ভূতুড়ে বাড়ি।
|
উদ্ধার |
|
—নিজস্ব চিত্র। |
পশ্চিম মেদিনীপুরের মোগলমারি প্রত্নস্থল থেকে পাওয়া গেল একটি মুণ্ডহীন বুদ্ধ মূর্তি। উচ্চতা ৬.২ সেন্টিমিটার। চওড়া ৪.৬ সেন্টিমিটার। প্রস্থ .৯ সেন্টিমিটার। রাজ্য পুরাতত্ত্ব দফতরের উপ অধিকর্তা অমল রায় বলেন, “ধ্যানরত বুদ্ধের এই মূর্তিটির নীচে ষষ্ঠ-সপ্তম শতকের ব্রাহ্মী লিপিতে একটি লেখ রয়েছে। সেটি পাঠোদ্ধারের চেষ্টা চলছে।” এই প্রত্নস্থল বৌদ্ধবিহার ছিল বলেই পুরাতত্ত্ববিদদের ধারণা। গত ২৪ নভেম্বর থেকে রাজ্য পুরাতত্ত্ব দফতর এখানে খননকার্য শুরু করেছে। |
|