|
|
|
|
নিশিকান্ত-হত্যায় চার্জগঠন ৪ জানুয়ারি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রামের সোনাচূড়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান নিশিকান্ত মণ্ডল হত্যাকাণ্ডে অভিযুক্ত মাওবাদী নেতা তেলুগু দীপক, মধুসূদন মণ্ডল-সহ ৯ জনের বিরুদ্ধে আগামী ৪ জানুয়ারি চার্জ গঠনের দিন ধার্য করল পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। সোমবার পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (সেকেন্ড কোর্ট) শুভাশিস ঘোষের এজলাসে মামলাটি উঠেছিল। সেই মতো জেল হেফাজতে থাকা মাওবাদী নেতা তেলুগু দীপক, মধুসূদন-সহ জামিনে থাকা মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী দেবলীনা চক্রবর্তী ও ৫ জন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভাশিস ঘোষ নির্দেশ দেন, মামলার বিচারপর্বের শুনানির জন্য ৪ জানুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। |
মধুসূদন ও দীপক।—নিজস্ব চিত্র। |
উল্লেখ্য, নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলনে নেতৃত্ব দেওয়া নিশিকান্ত মণ্ডল তৃণমূল পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে খুন হন। তৃণমূল নেতৃত্ব সেই সময় সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল। যদিও পুলিশ তদন্তে নেমে মাওবাদী নেতা তেলুগু দীপক, মধুসূদন মণ্ডল-সহ মোট ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, ষড়যন্ত্র করা ও তথ্য প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলায় অভিযুক্ত ৯ জনের মধ্যে অন্যতম তেলুগু দীপক, মধুসূদন এখন জেল হেফাজতে রয়েছেন। দেবলীনা চক্রবর্তী-সহ ৫ অভিযুক্ত জামিন পেয়েছেন। দু’জন এখনও পলাতক। |
পুরনো খবর: নিশিকান্ত-হত্যা মামলার শুনানি জেলা আদালতেই |
|
|
|
|
|