নিজের পুরনো ক্লাব ডেম্পোকেই ফর্মে ফেরার মঞ্চ বানাতে চাইছেন র্যান্টি মার্টিন্স। যুবভারতীতে অনুশীলনের পর তিন বারের আই লিগের সর্বোচ্চ গোলদাতা বলে দিলেন, “ডেম্পোর বিরুদ্ধে আমি গোল চাই-ই। টিমকে জেতাতে চাই।”
বাগান ম্যাচে চার গোলে হারের ধাক্কা মনে রাখছেন না। তাঁর পাখির চোখ এখন নিজের ফর্ম এবং ক্লাবের দিকে। “মোহনবাগান ম্যাচে হার এখন অতীত। প্রতিটা ম্যাচই আমাদের কাছে নতুন।”
ইউনাইটেড কোচ এলকো সাতোরি অবশ্য র্যান্টি-এরিকদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। এ দিন তিনি বলে দিলেন, “বিদেশিদের মধ্যে মোটিভেশনের চূড়ান্ত অভাব রয়েছে।” অনুশীলনের আগে দেখা গেল, র্যান্টির সঙ্গে বহুক্ষণ আলাদা করে কথা বলছেন এলকো। র্যান্টির গোল না পাওয়া বেশ চিন্তায় রেখেছে ইউনাইটেড কোচকেও। বলছিলেন, “র্যান্টি স্ট্রাইকার নয় যে, গোল তৈরি করে নেবে। তবে বক্সের মধ্যে ও ভয়ঙ্কর। ও মাঝ-মাঠ থেকে বলের সাপ্লাই পাচ্ছে না বলেই সমস্যা হচ্ছে।” র্যান্টির জন্য অবশ্য সুখবর, লালকমল ভৌমিক আজ শুরু থেকেই নামছেন।
ইউনাইটেডের বড় সমস্যা এখন কিপার এবং স্ট্রাইকার। সংগ্রাম মুখোপাধ্যায় এখনও ফিট নন। ঈশান দেবনাথ মোহনবাগান ম্যাচে চোটের কারণে ছিটকে গেছেন। তৃতীয় কিপার অভিজিৎ দাসের আই লিগে খেলার অভিজ্ঞতা নেই। অন্য দিকে স্ট্রাইকার গোল পাচ্ছেন না। এলকো তাই বলছিলেন, “ম্যাচের রং বদলে দিতে পারে একজন স্ট্রাইকার, গোল করে। আর কিপার, খুব ভাল একটা গোল বাঁচিয়ে। যেটা পুরো দলের কাছেও মোটিভেশনের কাজ করে। আমাদের এই জায়গা দু’টিতেই সমস্যা রয়েছে।”
র্যান্টিদের বিরুদ্ধে নামার আগে অবশ্য স্বস্তিতে নেই ডেম্পো। বেটো, রোমিও ফার্নান্ডেজের মতো গুরুত্বপূর্ণ ফুটবলার সহ সাত-আট জনের চোট। বিদেশি বলতে একমাত্র সাইমন কোলোসিমো। যিনিও পুরো ফিট নন। শেষ ম্যাচে স্পোর্টিংয়ের বিরুদ্ধে হেরেছে ডেম্পো। এ দিকে মায়ের অসুস্থতার জন্য এক মাসের ছুটি নিয়ে দেশে ফিরে গেছেন আর্থার পাপাস। হঠাৎ করেই পাপাস দেশে ফিরে যাওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছে।
সমস্যায় জেরবার মহমেডানও। কলকাতা লিগের ম্যাচে আর্মি একাদশের বিরুদ্ধে হারের পর আব্দুল আজিজের উপর এক রকম অদৃশ্য খাঁড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে। বুধবার আই লিগের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খারাপ ফল হলেই তাঁর কপাল পুড়তে পারে। এ দিন অনুশীলনের পর মহমেডান মাঠ-সচিব কামারুদ্দিন বললেন, “কোচ স্বাধীনতা চেয়েছিল, দিয়েছি। এখন রেজাল্ট চাই। পরের ম্যাচে হারলে কোচ সরানোর জন্য যা করার করব। না সরলে আমি, ফুটবল সচিব ইকবাল, সহ সচিব রাজু পদত্যাগ করব।” কোচ আজিজ অবশ্য নাম না করে তোপ দেগেছেন বিদেশি স্ট্রাইকারের বিরুদ্ধে। ঘুরিয়ে বদল চাইছেন টোলগে-জোসিমারদের। বললেন, “বিদেশি স্ট্রাইকার গোল না পেলেই সব দল তাদের ছেড়ে দিচ্ছে। আমাদের এখানেও বিদেশি স্ট্রাইকার গোল পাচ্ছে না। কর্তারা সেটা জানেন। কিন্তু ক্লাব কী করবে, সেটা ওদের বিষয়।” |
মঙ্গলবারে আই লিগ ফুটবল
ইউনাইটেড স্পোর্টস : ডেম্পো (যুবভারতী ৫-০০)
চার্চিল : শিলং (মাপুসা)
|