ডিভিসি-কে চাঙ্গা করতে গেলে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও কেন্দ্রীয় সরকার, প্রত্যেকের সহযোগিতা জরুরি বলে মনে করেন সংস্থার নতুন চেয়ারম্যান অরূপ রায়চৌধুরী। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার কর্মকাণ্ড এই দুই রাজ্য জুড়ে বলেই ডিভিসি-র ভাল-মন্দ নিয়ে তাদের এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেছেন।
সোমবার কলকাতায় সংস্থার পর্ষদের বৈঠকের পরে অরূপবাবু জানান, ডি ভি সি-র প্রতি দুই রাজ্যেরই কিছু অভিযোগ রয়েছে। কিন্তু সংস্থারও এমন কিছু সমস্যা রয়েছে, যার শিকড় গভীরে। তাই ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও কেন্দ্রীয় সরকারের আলোচনায় বসা জরুরি বলেই তিনি মনে করেন। তিনি বলেন, “সংস্থার আয়ের থেকে ব্যয় বেশি। এ অবস্থায় কাজ চালানোই সমস্যার।” অনেকটা অভিভাবকহীন হয়েই ডিভিসি চলছে, এ অভিযোগ বহু দিনের। পর্ষদে যে-সমস্ত পদাধিকারীর থাকার কথা, তাঁদের অধিকাংশই নেই। চেয়ারম্যান পদেও খুব বেশি দিন কেউ দায়িত্ব পালন করতে পারেন না। এর সঙ্গে আর্থিক টানাটানি তো রয়েছেই। যেমন ঝাড়খণ্ড বিদ্যুৎ পর্ষদের কাছেই ডিভিসি-র বকেয়া বিদ্যুৎ বিল বাবদ পাওনা প্রায় ৭,০০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে টাকা মেটাতে পর্ষদের উপরে চাপ দিয়েও সুরাহা হয়নি। এ দিকে সেচের জলের অভাব বা বর্ষায় জলাধারগুলি থেকে জল ছাড়ার পর বন্যা পরিস্থিতি তৈরি হলে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সরকার ডিভিসি-র দিকেই অভিযোগের আঙুল তোলে। আবার সংস্থার হাতে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত থাকলেও তার ক্রেতা বাজারে নেই। এ ধরনের নানা সমস্যায় ডিভিসি জর্জরিত বলেই কর্তৃপক্ষের বক্তব্য।
|
শিল্পে শৃঙ্খলা ফেরাতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিল্পে ইউনিয়নের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার আই এন টি টি ইউ সির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি শোভনদেববাবু বলেন, “ইউনিয়ন করা যেমন আমাদের অধিকার, তেমনই উৎপাদন অব্যাহত রাখাও কর্তব্য।” এ দিন আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেন তাঁরা। এনজেএমসি-র খড়দহ জুট মিল খোলা নিয়ে শোভনদেববাবু বলেন, “সাত দিনে মিল না-খুললে আন্দোলনে নামব।” |