টুকরো খবর |
ব্যবসায়ী তৈরির পথে বাধা সেই লাল ফিতে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
শুক্রবার ইনফোকমে ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দিচ্ছেন নন্দন নিলেকানি। —নিজস্ব চিত্র |
ব্যবসা শুরুর জন্য সরকার ‘মুখে’ উৎসাহ দেয় ঠিকই। কিন্তু কার্যক্ষেত্রে সেই কাজে দেওয়াল হয়ে দাঁড়ায় প্রশাসন। পায়ে পায়ে বাধ সাধে লাল ফিতের ফাঁস। একের পর এক সরকারি অনুমোদন পেতে যে ভাবে অপেক্ষা করতে হয়, তাতেই অনেক সময় মাটি হয়ে যায় ব্যবসা শুরুর ইচ্ছা। শুক্রবার ইনফোকমের মঞ্চ থেকে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে এই সমস্যার কথাই তুলে ধরলেন অঞ্জন চট্টোপাধ্যায় ও হর্ষ নেওটিয়া। আলোচনার বিষয় ছিল ‘ভারতে উদ্যোগপতি তৈরির সহায়ক পরিবেশ’। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের যুগ্ম সচিব সি কে মিশ্র। তাঁকে পাশে বসিয়েই স্পেশালিটি রেস্টোর্যান্টস-এর কর্ণধার অঞ্জনবাবু বলেন, “রেস্তোরাঁ খুলতে লাগে ৩১টি লাইসেন্স। সঙ্গে ১৫টি সরকারি অনুমতি। যা জোগাড় করতে সময় বয়ে যায়।” অম্বুজা-নেওটিয়া গোষ্ঠীর কর্তা হর্ষ নেওটিয়া-ও জানান, সায় পাওয়ার সমস্যায় সময় নষ্ট হয়। কঠিন হয় পুঁজি জোগাড়। তবে শিল্পপতিদের মতে, সমস্যা কাটাতে লক্ষ্যে স্থির থাকাই মূল মন্ত্র। আইক্সোরা মিডিয়ার সিইও লক্ষ্মী প্রাতুরি বলেন, ব্যর্থতা এলেও এগিয়ে যাওয়ার মানসিকতা থাকা জরুরি। সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার উপর জোর দেন ক্যাপজেমিনি-র সিইও অরুণা জয়ন্তী।
|
অবিক্রিত স্পেকট্রামের দর কমানোর সুপারিশ মন্ত্রিগোষ্ঠীর |
নিজস্ব প্রতিবেদন |
চারটি সার্কেলে অবিক্রিত ১৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের স্পেকট্রামের ন্যূনতম দর ৩০% কমানোর সুপারিশ করল সংশ্লিষ্ট বিষয়ের ভারপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠী। গত মাসে টুজি স্পেকট্রাম নিলামে এমনিতেই ভাল সাড়া মেলেনি। তার উপর দিল্লি, মুম্বই, কর্নাটক ও রাজস্থান এই চার সার্কেলে স্পেকট্রামের দর এতটাই বেশি ছিল যে, কোনও সংস্থাই তা কেনার জন্য দর হাঁকেনি। সেই কারণেই এ বার দর কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। মন্ত্রিগোষ্ঠীর দাবি, এর ফলে সরকারের ঘরে ঢুকতে পারে ৬,২০০ কোটি টাকা। এই সিদ্ধান্তে অবশ্য পুরোপুরি খুশি নয় টেলিকম শিল্প। সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র ডিজি রাজন এস ম্যাথুজ বলেন, “দর কমানো হয়েছে সেটা ভালো। কিন্তু তা যথেষ্ট নয়। ন্যূনতম দর আরও কমানো উচিত।” তবে স্পেকট্রামের এ ভাবে দু’রকম ন্যূনতম দর স্থির হওয়ায় টেলিকম শিল্পে সমস্যা হবে বলেও মনে করেন তিনি। তিনি বলেন, “যে সব সংস্থা আগে চড়া দরে স্পেকট্রাম কিনেছে তারা প্রশ্ন তুলতে পারে।”
|
‘বন্ড-গাড়ি’ ইতালিতে |
সংবাদসংস্থা • রোম |
কিংবদন্তি ব্রিটিশ গাড়ি সংস্থা অ্যাস্টন মার্টিনের অংশীদারি কেনার দৌড় থেকে ছিটকে গেল মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা। তার বদলে জেমস বন্ডের সিনেমার অন্যতম ‘চরিত্র’ এই গাড়ি সংস্থার ৩৭.৫% শেয়ার কিনল ইতালির ইনভেস্তইন্দাস্ত্রিয়াল।
|
সহারা নিয়ে সেবি |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সহারা গোষ্ঠী, তার প্রোমোটার, ডিরেক্টরদের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পেতে ব্যাঙ্কগুলির কাছে আবেদন জানাল সেবি। এ জন্য রিজার্ভ ব্যাঙ্ক ও আর্থিক বিষয় তদন্তকারী সংস্থার সাহায্যও চেয়েছে তারা।
|
সরছে জিএমআর |
সংবাদসংস্থা • মালে |
জিএমআর-এর থেকে মালে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিচ্ছে মলদ্বীপ সরকার। রাজি ভারতীয় সংস্থাটি। তিন সপ্তাহ ধরে হাতবদল প্রক্রিয়া চলবে। এ সময়ে হাত মিলিয়ে কাজ করবে দু’পক্ষ।
|
সিইএসসি-র লগ্নি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজস্থানের জয়সলমীরে ৫০ মেগাওয়াটের বায়ু-বিদ্যুৎ প্রকল্প গড়তে ২০০-২৫০ কোটি টাকা লগ্নি করবে সিইএসসি। জানিয়েছেন ভাইস চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা। তাঁর দাবি, দেশজুড়ে ভাল ব্যবসা করছে স্পেনসার্সও।
|
শিল্পে চেক প্রস্তাব |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যৌথ ব্যবসার প্রস্তাব নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিল্পসচিব সি এম বাচোয়াতের সঙ্গে দেখা করলেন চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মিলোসাভ টেসেক এবং ফার্স্ট সেক্রেটারি জে ডি জেনিয়েক। খননের যন্ত্র, বিদ্যুৎ তৈরি ও বণ্টন-সহ নানা ক্ষেত্রে আগ্রহী চেকরা। সংস্থা আগ্রহ দেখালে চেক ব্যাঙ্ক ৯৫% ঋণও দেবে।
|
ভবানীপুর এসবিআই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আজ শনিবার স্টেট ব্যাঙ্কের ভবানীপুর শাখার সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে। ব্যাঙ্কের দাবি, এ দিন ওই শাখার গ্রাহকেরা সব কাজ কালীঘাট শাখায় করতে পারবেন।
|
হাতের মুঠোয় |
|
ছবি: এ পি |
ভারতের বাজারে এল অ্যাপলের ‘আই প্যাড মিনি’। ৭ ইঞ্চি স্ক্রিনের এই ছোট আই প্যাড পাওয়া যাবে ১৬, ৩২ এবং ৬৪ জিবি-র মডেলে। দাম শুরু ২১,৯০০ টাকা থেকে।
|
সুলেখা-র চুক্তি |
পরিশ্রুত পানীয় জল সরবরাহ, দূষিত জল ও মাটি শোধনের প্রযুক্তি হস্তান্তর নিয়ে সুইডিশ সংস্থা অ্যাকোয়া কিউ এবি-র সঙ্গে চুক্তি করল সুলেখা। সহযোগিতা করেছে ইউরোপিয়ান বিজনেস অ্যান্ড টেকনোলজি সেন্টার।
|
স্বাগত শিল্পমহলের |
রাজ্যসভায় রিটেলে বিদেশি লগ্নির বিষয়টি পাশ হওয়ায় খুশি শিল্পমহল। বণিকসভাগুলির দাবি, এতে ভারতে লগ্নির ক্ষেত্রে আস্থা বাড়বে।
|
ব্যাঙ্কের নতুন শাখা |
মায়ানমারের ইয়াঙ্গনে প্রতিনিধিত্ব-মূলক শাখা খুলল ইউনাইটেড ব্যাঙ্ক। এটি দু’দেশের লেনদেনে সহায়ক হবে।
|
সংক্ষেপে |
এস সুব্রহ্মণ্যন নাসিকে হ্যালের মিগ কমপ্লেক্স-এ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। |
|