ভূগোল অনার্সের পার্ট ওয়ানের পরীক্ষায় গড় নম্বর দেওয়ার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখালেন কলেজ পড়ুয়ারা। শুক্রবার সকালে ঝালদা অচ্ছ্রুরাম স্মৃতি কলেজ, বলরামপুর কলেজ, লালপুর মহাত্মা গাঁধি কলেজ, পুরুলিয়া নিস্তারিণী কলেজ ও জগন্নাথ কিশোর কলেজের কয়েকশো ছাত্রছাত্রী পুরুলিয়ায় সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের অফিসে জড়ো হন। |
কম নম্বর দেওয়ার অভিযোগ।—নিজস্ব চিত্র। |
তাঁদের অভিযোগ, ভূগোলের উত্তরপত্র ঠিক মতো যাচাই না করে গড় নম্বর দেওয়া হয়েছে। গত ৩ ডিসেম্বর ওই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পড়ুয়াদের অভিযোগ, প্রায় সবাই ৩৫ থেকে ৪০ এর মধ্যে নম্বর পেয়েছেন। তাঁদের প্রশ্ন, কেউ কেউ এই নম্বর পেতে পারেন। কিন্তু প্রায় সব পরীক্ষার্থী কী ভাবে একই নম্বর পাবেন? তাঁরা তদন্তের দাবি করেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের কাছে তাঁদের অসন্তোষ জানিয়ে স্মারকলিপি দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভূগোলের নম্বর নিয়ে ছাত্রছাত্রীদের কিছু অভিযোগ রয়েছে। এ দিন পরীক্ষা নিয়ামক ছিলেন না। আমরা পরীক্ষার্থীদের অভিযোগ গ্রহণ করেছি। পরীক্ষা নিয়ামক আসার পরে তাঁকে এই অভিযোগ পত্র দেব। অভিযোগ খতিয়ে দেখা হবে।
|
লিখে মোটা আয়ের আশ্বাস দিয়ে টাকা তোলার অভিযোগে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করল পুলিশ। ধৃত পীযূষকান্তি মণ্ডলের বাড়ি বিষ্ণুপুর শহরের রাসতলা এলাকায়। শহরের কলেজ রোডে একটি অফিস খুলে বেকারদের ছাপা লেখা থেকে হাতে লেখার কাজ দিয়ে মোটা রোজগারের আশ্বাস দিতেন তিনি। নাম নথীভূক্ত করার জন্য টাকা নিতেন। টাকা দিয়ে নাম লিখিয়ে কাজ করার পরেও পারিশ্রমিক না দেওয়ায় বৃহস্পতিবার ওই অফিসে বিক্ষোভ দেখান বেকার যুবক-যুবতিরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে তদন্ত করে অভিযোগের সপক্ষে সত্যতা মেলায় তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সংস্থার নথির খোঁজ করছে। |
শাশ্বত ভারত ভ্রাম্যমান রথ শুক্রবার বড়জোড়ায় এল। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে রামকৃষ্ণ মঠের (যোগোদ্যান) পরিচালনায় ওই রথ পরিভ্রমণে বেরিয়েছে। বড়জোড়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সঙ্ঘের উদ্যোগে রথটি শুক্রবার বড়জোড়া ব্লক প্রদক্ষিণ করে। পরে রথটিকে নিয়ে যাওয়া হয় রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে। এই উপলক্ষে এ দিন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী নিরন্তরানন্দ।
|
প্রাথমিক নিম্ন বুনিয়াদি ও শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে রঘুনাথপুর ২ আঞ্চলিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতা হল শুক্রবার চেলিয়ামা ফুটবল ময়দানে। |