হাইকোর্টের নির্দেশে নারী নির্যাতন বা মহিলাদের উপর সংগঠিত অপরাধের মামলা জেলা আদালতে স্থানান্তরিত হওয়ার প্রতিবাদে খাতড়ার পরে বিষ্ণুপুর আদালতে কর্মবিরতি করলেন আইনজীবীরা। শুক্রবার থেকে দু’দিনের কর্মবিরতি শুরু করেছে বিষ্ণুপুর বার এসোসিয়েশন। ফলে বিষ্ণুপুর মহকুমার প্রত্যন্ত এলাকা থেকে আদালতে আসা বিচারপ্রার্থীরা হতাশ হয়ে ফিরে যান। |
বিষ্ণুপুর আদালতে।—নিজস্ব চিত্র। |
ইন্দাস থানার মহেশপুর গ্রাম থেকে আসা পরিবালা দে ও পাত্রসায়র থানার পারুলিয়া গ্রামের বাসিন্দা নিমাই বাগদির ক্ষোভ, “আদালতে কাজ হবে না আগে জানলে আসতাম না। তা হলে এমন হয়রান হতাম না।” পানশিউলি গ্রামের লক্ষ্মী লোহার, আগুনকুমারি গ্রামের সৌভিক করও একই অভিযোগ করেন। তাঁরা জানান, “প্রচারপত্র বিলি করলে জানতে পারতাম। তাহলে এ ভাবে ফিরতে হত না।” বিষ্ণুপুর বার এসোসিয়েশনের সভাপতি রবিদুলাল ঘোষ বলেন, “এই সিদ্ধান্ত আমরা বৃহস্পতিবার নিয়েছি। সে দিনই আদালত ও প্রশাসনকে জানাই। এ দিন সকাল থেকে মাইকে প্রচারও করা হয়।” সংগঠনের সহ-সম্পাদক মহাদেব দে বলেন, “এই নির্দেশের ফলে শুধু আমরাই নই, সমস্যায় পড়বেন বিচারপ্রার্থীরাও। মহিলা অপরাধের মামলায় এ বার তাঁদেরও বাঁকুড়া সদরে যেতে হবে। জনস্বার্থেই এই আন্দোলন।” |