ব্রাজিল, আমরা আসছি
মারণ গ্রুপ একটা নয় তিনটে

৬ ডিসেম্বর
‘ডি’ ফর গ্রুপ অফ ডেথ! ‘ই’ ফর গ্রুপ অফ ইজি!
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস আর ড্র-এর পর শুক্রবার রাত থেকে ফুটবলদুনিয়ার এটাই কোরাস।
২০১৪ বিশ্বকাপের জন্য ফিফার বাছাই নির্ণয় আর ড্র-এ নতুন নিয়মের পাত্র-র সৌজন্যে বিশেষজ্ঞরা একটা-দু’টো নয়, তিনটে ‘গ্রুপ অফ ডেথ’-এর আশঙ্কা করছিলেন। শেষমেশ অবশ্য খাতায়-কলমে একটার বেশি ‘গ্রুপ অব ডেথ’ তৈরি হয়নি। ব্রাজিল কোচ স্কোলারি থেকে ইংল্যান্ড ম্যানেজার রয় হজসন সবারই মত, গত বিশ্বকাপে চতুর্থ স্থানাধিকারী উরুগুয়ে, ২০০৬-এর চ্যাম্পিয়ন ইতালি আর বরাবরের মিডিয়া হাইপ-প্রিয় ইংল্যান্ডকে (চতুর্থ দল কোস্টা রিকা) নিয়ে গঠিত গ্রুপ ডি-ই এ বারের বিশ্বকাপে ‘গ্রুপ অফ ডেথ’।
ব্রাজিলের সোনালি রাত

ট্রফি নিয়ে গত বারের বিশ্বজয়ী কোচ দেল বস্কি।
তবে অনেক ফুটবলপণ্ডিত বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের গ্রুপকেও খুব সহজ মনে করছেন না। দেল বস্কির টিমের সঙ্গে গ্রুপ বি-তে পড়েছে গতবারের রানার্স নেদারল্যান্ডসও। সঙ্গে লাতিন আমেরিকার অঘটন ঘটানোর ওস্তাদ চিলি এবং অস্ট্রেলিয়া। কেউ কেউ আবার গ্রুপ জি-তে অঘটন ঘটার আশঙ্কা করছেন। যেখানে একইসঙ্গে পড়েছে জার্মানি, পর্তুগাল। সঙ্গে আফ্রিকার সেরা দল ঘানা এবং বিপজ্জনক মার্কিন যুক্তরাষ্ট্র। সে জন্য বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, সেই তো তিনটেই ‘গ্রুপ অব ডেথ’! আর ‘রেনবো গ্রুপ’ বলা হচ্ছে গ্রুপ সি-কে। যেখানে চার মহাদেশের চার দল রয়েছে। গ্রিস, জাপান, আইভরি কোস্ট এবং কলম্বিয়া।
আগামী বছরের ১২ জুন থেকে ১৩ জুলাই অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সংগঠক ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। ১২ জুন সাও পাওলোয় ভারতীয় সময় রাত দেড়টায়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা গত বিশ্বকাপেও প্রথম ম্যাচ খেলেছিল ক্রোটদের সঙ্গে। ২০১০ বিশ্বকাপের ফাইনালের রিপ্লে এ বার টুর্নামেন্টের দ্বিতীয় দিনই। ১৩ জুন সালভাদরে স্পেন বনাম নেদারল্যান্ডস।

বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠানে ব্লাটারের সঙ্গে ব্রাজিলীয় অভিনেত্রী ফার্নান্দা লিমা।
১৪ তারিখ গ্রুপ অব ডেথ-এর দু’টো লড়াইয়ে মুখোমুখি উরুগুয়ে- কোস্টা রিকা এবং ইংল্যান্ড-ইতালি। মেসির আর্জেন্তিনা আর এ বছরের ব্যালন ডি’অর-এর প্রধান দাবিদার রিবেরির ফ্রান্স নামবে ১৫ জুন। নিজেদের গ্রুপে যথাক্রমে বসনিয়া-হার্জেগোভিনা এবং হন্ডুরাস। আর ১৬ তারিখ গ্রুপ জি-র প্রথম ম্যাচেই মুখোমুখি দুই বিশ্ব ফুটবলের সুপারপাওয়ার জার্মানি-পর্তুগাল। আর সব কিছু ঠিকঠাক চললে নক আউট শুরু হলেই ঘরের মাঠে ব্রাজিল শেষ ষোলোয় মুখোমুখি হতে পারে স্পেন বা নেদারল্যান্ডসের।
ড্র আর গ্রুপের ক্রীড়াসূচি হওয়ামাত্র হাইপ্রোফাইল কোচেদের প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এ বছর কনফেডারেশনস্ চ্যাম্পিয়ন ব্রাজিল কোচ স্কোলারি বলছেন, “ভালই গ্রুপ পেয়েছি। আমার মতে গ্রুপ অব ডেথ ইংল্যান্ড-ইতালি-উরুগুয়েরটা। আমরা শুরু করছি একটা ইউরোপীয় দলের বিরুদ্ধে। যা আমি চেয়েছিলাম।”

তারকাখচিত সন্ধেয় ছিলেন কিংবদন্তি পেলে-ও।
ইংল্যান্ড কোচ রয় হজসনের মন্তব্য, “আমরা কার্যত দুটো বাছাই দলের সঙ্গে পড়েছি। কেননা ইতালি দুর্ভাগ্যক্রমে বাছাই হয়নি। এমনকী আবহাওয়ার দিক থেকেও আমাদের জন্য গ্রুপটা ভীষণ কঠিন। আমাজনের মানাউস শহরের প্রচণ্ড আর্দ্রতায় খেলাটা মোটেই সহজ হবে না।” যা শুনে আবার মানাউসের মেয়ের এ দিনই ফেসবুকে লিখেছেন, “এত সমস্যা হলে চাইব ইংল্যান্ড যেন বিশ্বকাপে না আসে!” হজসনের সেরা অস্ত্র ওয়েন রুনি বরং ইতিবাচক। বলেছেন, “আমাদের সেরা হতে হলে তো সেরাদের হারিয়েই হতে হবে।” ইংল্যান্ড গ্রুপ অব ডেথ-এ পড়ার পর অনুষ্ঠানে হাজির এফ এ চেয়ারম্যান গ্রেগ ডাইককে দেখা যায় গলায় হাত দিয়ে ইঙ্গিত করছেন, ইংল্যান্ডের গলা কাটা গেল।
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কোচ দেল বস্কির মন্তব্য, “নেদারল্যান্ডস একটু বদলেছে। বিশেষ করে মাঝমাঠে। তবুও ওদের রবেন-ফান পার্সি- ফান ডার ভার্ট আর স্নেইডারের মতো ভাল প্লেয়ার এখনও আছে। প্রথম ম্যাচটাই ওদের সঙ্গে খেলা মানে ভাল একটা দলের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার লড়াই।” দেল বস্কিকে আবার খোঁচা মেরে গ্রুপের অন্যতম দল চিলির কোচ জর্জ সামপাওলি বলছেন, “আমরা স্পেনকে চাইনি, যেমন দেল বস্কি চিলিকে চাননি।”
নক্ষত্র-সমাবেশ
বিশ্বকাপ ড্রয়ে এলেন জিদান, জোয়াকিম লো।
জার্মান কোচ জোয়াকিম লো পুরনো সতীর্থ ক্লিন্সমানের যুক্তরাষ্ট্রের সঙ্গে এক গ্রুপে পড়ে বলেছেন, “তা হলে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে চলেছে! খুবই ভাল লাগছে ইউএসএ-কে এক গ্রুপে পেয়ে। য়ুরগেন আর আমার সম্পর্ক খুব ভাল। যদিও ম্যাচের আগে সেই মনোভাবটা অবশ্যই পাল্টাবে।”
এই গ্রুপের অন্যতম ফেভারিট রোনাল্ডোর পতুর্গাল দলের কোচ পাওলো বেন্তো বলেন, “খুব টাইট গ্রুপ। জার্মানিই ফেভারিট। কারণ, ওদের ইতিহাস আর ক্ষমতা আছে। তবে আমরা শুধু গ্রুপ নিয়ে চিন্তা করছি না। আমাদের লক্ষ্য নক আউট।” আর বিশ্বের হায়েস্ট পেইড কোচ রাশিয়ার ফাবিও কাপেলো বলেছেন, “আমাদের গ্রুপটা অতটা শক্ত নয়। লোকেরা বেলজিয়ামকে ফেভারিট বলছেন। কিন্তু আমরা গ্রুপ শীর্ষে শেষ করা লক্ষ্য নিয়ে মাঠে নামব।”
নক্ষত্র-সমাবেশ
বিশ্বকাপ ড্রয়ের পথে ক্লিন্সম্যান, দেল বস্কি।
এ দিন অনুষ্ঠানের শুরুতেই ব্রাজিল প্রেসিডেন্ট দিলমা রুসেফ এবং ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের নেতৃত্বে প্রয়াত নেলসন ম্যান্ডেলার স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। তার পরেই চমক হিসাবে মঞ্চে আবির্ভূত হন ছিয়াশি বছরের এক প্রাক্তন ফুটবলার। ইনি ঘিগিয়া। ব্রাজিলে এর আগের বিশ্বকাপ ১৯৫০-এর ফাইনালে যাঁর গোলে উরুগুয়ে এক লক্ষ সত্তর হাজার দর্শকের মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়েছিল! তেষট্টি বছর আগের খলনায়ক। নাকি ‘অপয়া’ দিয়েই এ বার ‘পয়া’ সময় আনতে চাইছে ব্রাজিল?

ব্লাটারের আশ্বাস
গত সপ্তাহে সাও পাওলোয় দুর্ঘটনায় পড়া ২০১৪ বিশ্বকাপ ফুটবলের স্টেডিয়াম আগামী এপ্রিলের মধ্যেই তৈরি হয়ে যাবে। আশ্বাস ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের। এই স্টেডিয়ামেই আগামী বছরের জুনে ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচ হওয়ার কথা। ব্লাটার বলেছেন, “আমাদের কাছে যা খবর, তাতে এপ্রিলের মাঝামাঝি স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। তাই এখন কোনও ‘প্ল্যান বি’ নেই। আমরা আস্থা রাখছি। আর বিশ্বকাপ সংক্রান্ত কোনও দুর্ঘটনা ঘটবে না।”

পুরনো খবর:


কোন বাছাই কাদের সঙ্গে
• গ্রুপ এ
ব্রাজিল, ক্রোয়েশিয়া, মেক্সিকো, ক্যামেরুন
• গ্রুপ বি
স্পেন, নেদারল্যান্ডস, চিলি, অস্ট্রেলিয়া
• গ্রুপ সি
কলম্বিয়া, গ্রিস, আইভরি কোস্ট, জাপান
• গ্রুপ ডি
উরুগুয়ে, কোস্টা রিকা, ইংল্যান্ড, ইতালি
• গ্রুপ ই
সুইৎজারল্যান্ড, ইকুয়েডর, ফ্রান্স, হন্ডুরাস
• গ্রুপ এফ
আর্জেন্তিনা, বসনিয়া-হার্জেগোভিনা, ইরান, নাইজিরিয়া
• গ্রুপ জি
জার্মানি, পর্তুগাল, ঘানা, যুক্তরাষ্ট্র
• গ্রুপ এইচ
বেলজিয়াম, আলজিরিয়া, রাশিয়া,দক্ষিণ কোরিয়া


(১২ জুন, সাও পাওলো, ভারতীয় সময় রাত দেড়টা)
ব্রাজিলের পরের দুই ম্যাচ
মেক্সিকো (১৭ জুন), ক্যামেরুন (২৩ জুন)


বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের পরের দুই ম্যাচ
চিলি (১৮ জুন), অস্ট্রেলিয়া (২৩ জুন)


ইংল্যান্ড-ইতালি (১৪ জুন)

আর্জেন্তিনা-বসনিয়া (১৫ জুন)

ইংল্যান্ড-উরুগুয়ে (১৯ জুন)

গ্রুপ পর্ব শেষ ২৬ জুন

ছবি এপি ও এএফপি।

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.