|
|
|
|
দুপুরে সামলেও বিকেলে ভোগাল যানজট
নিজস্ব সংবাদদাতা |
দুপুর-রাতে যানজট সামাল দিতে নাজেহাল পুলিশ! সৌজন্য একই দিনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সফর এবং শাসক-বিরোধী দলের সমাবেশ। আর এই ত্র্যহস্পর্শেই নাকাল সাধারণ মানুষ। পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুরে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও বিকেলে বামফ্রন্টের সমাবেশের মিছিলে যানজট অনেক বেশি হয়েছে। ট্রাফিক বিভাগ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও খুব একটা সফল হয়নি।
দুপুর ১টার পর থেকে ধর্মতলা চত্বর ছিল মোটামুটি স্বাভাবিক। তৃণমূল যুবা-র মিছিলেও সে ভাবে যানজট হয়নি। কিন্তু সূর্য পশ্চিমে ঢলতেই বদলাল ছবিটা। বিকেল পাঁচটার পরে বাম সমাবেশমুখী মিছিলে থমকে গেল যানবাহন। পুলিশ সূত্রের খবর, এপিসি রোড, মৌলালি, জওহরলাল নেহরু রোড, লেনিন সরণি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, পার্ক স্ট্রিট, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোডও থমকে যায়। অনেকেই বাস-ট্যাক্সি ছেড়ে মেট্রোর পথ ধরেন।
বিকেলে ধর্মতলায় আটকে ছিলেন যাদবপুরের মৈনাক দাস। টানা মিছিল দেখে রীতিমতো বিরক্ত। বাসে চেপে দমদম যাচ্ছিলেন আনন্দ সাউ ও তাঁর ভাইপো প্রকাশ। যানজট দেখে মেট্রো ধরতে দৌড়লেন। সন্ধ্যা ৬টার এসপ্ল্যানেড স্টেশনে লম্বা লাইন। |
|
ধর্মতলায় গাড়ির লাইন। শুক্রবার। ছবি: সুদীপ্ত ভৌমিক। |
পুলিশ জানায়, দুপুর পৌনে একটা নাগাদ হেলিকপ্টারে রেসকোর্সে পৌঁছন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেখান থেকে গাড়িতে বিধানসভার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে। আড়াইটে নাগাদ সেখান থেকে বেরোন তিনি। রাষ্ট্রপতির নিরাপত্তায় তাঁর যাতায়াতের সময়ে কাউন্সিল হাউস স্ট্রিট বন্ধ করা হয়। ধর্মতলা এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে গাড়িগুলি বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে মধ্য কলকাতার একটা বড় অংশে যান চলাচলে সাময়িক বাধা পড়ে। দুপুরেই মেয়ো রোডে তৃণমূল যুবা-র সভার কারণে ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। গাড়িগুলি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। তবে রাস্তাঘাট সে ভাবে বন্ধ হয়নি বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, দুপুরে তৃণমূল যুবা-র সমাবেশে লোক ছিল ৫০ হাজারেরও বেশি, বিকেলে বাম সমাবেশে ৮-১০ হাজারের মধ্যে। তা হলে বিকেলে কেন থমকে গেল রাজপথ?
পুলিশের দাবি, বাম সমর্থকদের এক-একটা মিছিলে দুই থেকে আড়াই হাজার লোক ছিলেন। বিকেলে অফিস-ফেরত ভিড়ের সময়ে রাস্তা জুড়ে মিছিলের জেরে যানচলাচল বন্ধ করে দিতে হয়। তবে মিছিলগুলি ভাগে ভাগে এসেছে। এক-একটি পার হয়ে গেলেই পরিস্থিতি সামলাতে চেষ্টা করেছে পুলিশ। কিন্তু বিকেল সওয়া পাঁচটা নাগাদ এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু রোড এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে একসঙ্গে মিছিল আসায় ধর্মতলা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। তার পর থেকেই শহরের বাকি অংশেও যানজট ছড়ায়।
|
পুরনো খবর: দুই সমাবেশে কলকাতায় আজ যানজটের শঙ্কা |
|
|
|
|
|