|
|
|
|
গুদামে মিলল যুবতীর দেহ
নিজস্ব সংবাদদাতা |
স্ট্র্যান্ড রোডের ধারে ফুটপাথের পাশের একটি পরিত্যক্ত গুদামে মিলল এক যুবতীর রক্তাক্ত দেহ।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ পোর্ট ট্রাস্টের ওই পরিত্যক্ত গুদাম থেকে যুবতীর দেহটি উদ্ধার করা হয়। তাঁর মাথার এবং মুখের ডান দিকটি ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল। এ দিন সকালে রবীন্দ্র সরোবরের বরোজ রোডের একটি কালভার্টের নীচ থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবতীর নাম উলফত জাহান (৩০)। বাড়ি মার্কাস স্কোয়ারে। এ দিন রাতে ওই যুবতীর স্বামী উত্তর বন্দর থানায় গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, উলফত জাহানের পরনে ছিল কমলা রঙের সালোয়ার ও কালো রঙের কার্ডিগান। তাঁর বুকের উপরে রাখা ছিল একটি রক্তমাখা ইট। মাথার পাশেও পড়ে ছিল রয়েছে বেশ কয়েকটি ইট। ঘটনাস্থল থেকে দু’জোড়া জুতোও উদ্ধার করেছেন তদন্তকারীরা। যুবতীর গলা থেকে একটি সোনার হার ও কানের একটি দুলও উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বুকের উপরে রাখা ইটটি দিয়েই তাঁর মুখের ডান দিক এবং মাথাটি থেঁতলে দেওয়া হয়েছে। ওই যুবতীকে বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে ওই পরিত্যক্ত গুদামের ভিতরেই খুন করা হয়েছে। তার সঙ্গে এক সঙ্গীও ছিল বলে পুলিশ জানতে পেরেছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (বন্দর) ভি সোলোমন নেশাকুমার বলেন, “ওই যুবতীকে ইট দিয়েই থেঁতলে খুন করা হয়েছে। তবে ধর্ষণের কোনও ইঙ্গিত প্রাথমিক ভাবে মেলেনি।” |
|
|
|
|
|