কাজ না দেওয়ার অভিযোগ তুলে এসার অয়েলের প্রকল্পের সামনে বিক্ষোভ দেখালেন জমিদাতারা। শুক্রবার কাঁকসার গোপালপুর পঞ্চায়েতের কেশবপুর গ্রামের ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় এখন এসারের কোল বেড মিথেন (সিবিএম ) গ্যাস তোলার প্রকল্পের কুয়ো খোঁড়ার কাজ চলছে। এ দিন সেখানে প্রকল্পের গেটে তালা লাগিয়ে ও সামনের রাস্তায় বেড়া দিয়ে বিক্ষোভ শুরু করেন এক দল গ্রামবাসী। তাঁদের দাবি, প্রকল্পের জন্য তাঁরা জমি দিয়েছেন। কিন্তু এখন প্রকল্পের নানা কাজের জন্য অন্য গ্রাম থেকে লোক আনা হচ্ছে, তাঁদের কাজ দেওয়া হচ্ছে না। সামনের রাস্তায় বেড়া দিয়ে দেওয়ার ফলে এ দিন প্রকল্পের কয়েকটি গাড়ি আটকে পড়ে। তবে বিক্ষোভের জেরে কাজে বিঘ্ন ঘটেনি বলে এসার সূত্রে জানা গিয়েছে।
বিক্ষোভে যোগ দেওয়া গ্রামবাসীরা নিজেদের তৃণমূল কর্মী-সমর্থক বলে দাবি করেছেন। এলাকার তৃণমূল নেতা তন্ময় ঘোষের বক্তব্য, “গ্রামের কোনও জমিদাতা এখানে কাজ পাচ্ছেন না। অন্য গ্রামের লোক এসে কাজ করছে। আমরা কাজ বন্ধ না করে শুধু বাইরে বেড়া দিয়ে ও গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছি।” খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে।
ভূগর্ভস্থ সিবিএম তোলার জন্য অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর -ফরিদপুর ও কাঁকসা ব্লকের বিভিন্ন জায়গায় শ’দুয়েক কুয়ো খুঁড়েছে এসার। গত কয়েক মাসে নানা দাবিতে বারবার গ্রামবাসীরা আন্দোলনে নামায় ব্যাহত হয়েছে প্রকল্পের কাজ। কখনও জমির দাম না মেলার অভিযোগ, কোনও সময়ে এলাকায় রাস্তা, আলো বা পানীয় জলের ব্যবস্থার দাবি, আবার কখনও স্থানীয় লোকজনের নিয়োগ চেয়ে কাজে বাধা দেওয়া হয়েছে।
এ দিন কেশবপুরের ঘটনা প্রসঙ্গে এসার সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের তরফে সব পক্ষকে নিয়ে যে কমিটি গড়া হয়েছে, সেখানে বাসিন্দাদের দাবিদাওয়া নিয়ে আলোচনা হবে। তার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল নেতা তন্ময়বাবুর বক্তব্য, “১৮ ডিসেম্বর বৈঠক হবে জানানোর পরে সন্ধ্যায় বেড়া সরিয়ে দেওয়া হয়েছে।” |