দু’দিন আগেই ডেম্পো ম্যাচে তাঁকে মাঝপথে তুলে নেওয়ার জন্য কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। গালাগালি করেছিলেন প্রকাশ্যেই। ড্রেসিংরুমে এসে জলের বোতলে লাথি মেরেছিলেন।
আর সেই ম্যাচের পর প্রথম দিন মাঠে নেমে চোটের কারণ দেখিয়ে অনুশীলনই করলেন না টোলগে ওজবে। সামান্য দৌড়োদৌড়ির পর ফিজিওর সঙ্গে কথা বলে মাঠের পাশে এসে সেই যে বসে পড়লেন, উঠলেন অনুশীলন শেষে। কোচের সঙ্গে অস্ট্রেলীয় স্ট্রাইকারের বাক্যালাপই হল না এ দিন। বাড়ি যাওয়ার সময় বলে গেলেন, “অনুশীলন শুরু করার সঙ্গে সঙ্গে কাফ মাসলে ব্যথা লাগছিল। সে জন্যই মাঠে থাকতে পারলাম না। আর কিছু বলব না। বললেই সমস্যায় পড়ব।”
কোচের সঙ্গে টোলগের দ্বন্দ্ব অবশ্য রাতে নতুন মোড় নিল। সকালে অনুশীলনে কোনও কথা বলেননি কোচ আজিজ। এমনকী নিজের দলের স্ট্রাইকারের চোট দেখেও এক বারও তাঁর কাছে গিয়ে কোনও প্রশ্ন করেননি। রাতে টিমের ব্যর্থতার কারণ জানিয়ে কর্তাদের কাছে অভিযোগ জমা দেন সাদা-কালো কোচ। আজিজ রিপোর্ট নিয়ে কিছু বলেননি। তবে ক্লাব সূত্রের খবর, টোলগের বিরুদ্ধে রিপোর্টে নানা অভিযোগ করেছেন তিনি। তার মধ্যে শৃঙ্খলাভঙ্গ এবং অনুশীলনে সিরিয়াস না থাকার কথাও লেখা হয়েছে। আজিজ বললেন, “আগের দিনের ঘটনার পরে আমার খুবই খারাপ লাগছে। যদি কোনও ফুটবলার কোচকে সম্মান না করতে পারে তবে তারা কর্তাদেরও সম্মান করবে না।” অনুশীলনে এ দিন অবশ্য অনুপস্থিত ছিলেন পেন ওরজিও। সাদা-কালো কোচ বললেন, “কোনও চোট নেই পেনের। কোথাও যাওয়ার ছিল। এই কারণেই আসতে পারেনি আজ।” |
দলের বিতর্কিত স্ট্রাইকার টোলগের সঙ্গে বেঠক করবেন কি না, সেই প্রসঙ্গ এড়িয়ে যান কোচ। বলেন, “কোনও দল পারফেক্ট হয় না। কোচকে ধৈর্য হারালে চলে না। আমি সব সময় চাই ফুটবলারদের সঙ্গে কথা বলতে।” সামনেই কলকাতা লিগের দুটি ম্যাচ। রবিবার কোচের সঙ্গে আলোচনা করলেও এ দিন যুবভারতীতে কোনও কর্তাকেই দেখা যায়নি।
কিন্তু কলকাতা লিগ ম্যাচের আগে টোলগে-আজিজ দ্বন্দ্ব প্রভাব ফেলবে টিমে। সদ্য আই এম জি আরের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলার মেহরাজুদ্দিন যোগ দিয়েছেন মহমেডানে। বললেন, “এ রকম ঝামেলা সব দলেই হয়। কিন্তু দলের উপরে কোনও প্রভাব পড়বে বলে মনে হয় না। দলের সবাই এককাট্টা বলে সমস্যা মিটে যাবে।” আর ব্রাজিলিয়ান জোসিমারের মন্তব্য, “দলে ভাল ফুটবলারের অভাব নেই। কিন্তু সবাই মিলে একাত্মবোধ আরও বেশি করে গড়ে তুলতে হবে।” অধিনায়ক লুসিয়ানো আবার বললেন, “আজ অনুশীলন দেখে তো মনে হল সবই ঠিক আছে। এখন লক্ষ্য কলকাতা লিগের দুটো ম্যাচে জয় পাওয়া।”
কর্তারা প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন টোলগেকে আর রাখা হবে না। আজই তাঁকে শো-কজের চিঠি ধরানো হতে পারে। কোচের উপরও ঝুলছে খাঁড়া। এই অবস্থায় মহমেডান ঘুরে দাঁড়াতে পারে কী না সেটাই দেখার। আজ অবশ্য ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসতে পারেন ক্লাব কর্তারা।
|