|
|
|
|
শীলার হয়ে রাজনীতির মাঠে রাষ্ট্রপতির মেয়ে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাজনীতিতে নেমেই পড়লেন রাষ্ট্রপতির দুহিতা!
তা হলে প্রার্থী হচ্ছেন কোথায়? তাঁর বক্তৃতা শেষ হতেই এমন প্রশ্নের জবাবে প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা হেসে বললেন, “রাজনীতিটা শুধু নির্বাচনে লড়া নাকি! তার থেকেও বৃহত্তর বলে আমি মনে করি।” যদিও ভবিষ্যতে নির্বাচনে লড়ার সম্ভাবনা খারিজও করে দেননি তিনি।
তবে এটুকু বেশ স্পষ্ট যে, প্রণব-পুত্র অভিজিতের পর এখন শর্মিষ্ঠাও রাজনীতিতে ক্রমশ সক্রিয় হচ্ছেন। এতটাই যে, দিল্লির বিধানসভা ভোটের আগে কংগ্রেসের হয়ে এ যাত্রা বেশ কিছু জনসভা করেছেন তিনি। দু’টি জনসভায় মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের সঙ্গে প্রচারেও সামিল ছিলেন শর্মিষ্ঠা।
প্রণব-কন্যার রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে অবশ্য অনেক দিন ধরেই জল্পনা চলছিল। তাই শর্মিষ্ঠা প্রচারে বেরোতেই তাঁকে কেন্দ্র করে আগ্রহ তৈরি হয়েছে রাজনীতির অলিন্দে। রাষ্ট্রপতি-কন্যার অবশ্য বক্তব্য, এতে অবাক হওয়ার কিছু নেই। “রাজনৈতিক পরিবারে আমার জন্ম। আমি রাজনীতি থেকে মুখ ফিরিয়ে থাকি কী করে? বরং আমি তো বৃহত্তর কংগ্রেস পরিবারেরই সদস্য। তা ছাড়া শীলা দীক্ষিত দিল্লিকে যে ভাবে উন্নয়নের পথে নিয়ে গিয়েছেন, তার পর তাঁর জন্য প্রচার করা আমার কর্তব্যের মধ্যে পড়ে।”
কাল দিল্লির পাণ্ডব নগর, গণেশ নগরের মতো এলাকায় চারটি জনসভা করেন শর্মিষ্ঠা। ওই সব এলাকায় হিন্দিভাষীদের পাশাপাশি বাঙালিও রয়েছেন। শর্মিষ্ঠা যেহেতু বাংলা-হিন্দি দু’টি ভাষাতেই স্বচ্ছন্দ, তাই তাঁকে সেখানে প্রচারের জন্য অনুরোধ করা হয়। এ ব্যাপারে প্রশ্ন করা হলে দিল্লির দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, “দিল্লির প্রবাসীদের মধ্যে বিহার, পশ্চিমবঙ্গ, কেরলের মানুষের সংখ্যা সব থেকে বেশি। তাই কৌশলে ওই সব রাজ্যের কংগ্রেস নেতাদের প্রচারে ডাকা হয়েছিল।” পশ্চিমবঙ্গ কংগ্রেসের তরফে পরিষদীয় দলনেতা মহম্মদ শোহরাব, মানস ভুইঞাঁ, অভিজিৎ মুখোপাধ্যায়ও সভা করেছেন।
কিন্তু কী ভাবে জনতার সামনে পরিচয় দেওয়া হল তাঁর? রাষ্ট্রপতি হওয়ার পর প্রণববাবু এখন রাজনীতির ঊর্ধ্বে। তাই বলা হল, “এখন যিনি বক্তৃতা দেবেন, তিনি কংগ্রেসের বহু পুরনো এক নেতার ‘সুপুত্রী’।” নৃত্যশিল্পী শর্মিষ্ঠার মঞ্চে জড়তা থাকার কথাও ছিল না। সে প্রশ্ন উঠতে অবশ্য হেসে বলেছেন, “নাচের অনুষ্ঠানের মঞ্চে আমি স্বচ্ছন্দ ঠিকই, কিন্তু গণতন্ত্রের এই উৎসব-মঞ্চ তার থেকে কঠিন বইকী!’’
|
পুরনো খবর: দিল্লি দখলে বিজেপির ভরসা মোদী, কংগ্রেসের বাজি শীলা |
|
|
|
|
|