টুকরো খবর |
ট্রেনের ফাঁকে আটকে থেকে আতঙ্কে মৃত্যু
সংবাদ সংস্থা • কানপুর |
ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যে এক চিলতে ফাঁক। তার মধ্যে পড়ে ঘণ্টাখানেক আটকে থাকায়, আতঙ্কে মারা গেলেন এক মহিলা। কানপুর সেন্ট্রাল স্টেশনের ম্যানেজার আর এন ত্রিবেদী জানিয়েছেন, ট্রেন থামার আগেই নামার চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ওই ফাঁকে পড়ে যান বছর চল্লিশের পুনম। যাত্রীদের অবশ্য দাবি, নামার সময় প্ল্যাটফর্মে হুড়োহুড়ির কারণেই পড়ে যান ওই মহিলা। ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মে কাতর ভাবে সাহায্য চাইতে থাকেন পুনমের মা ও ভাই। বেশ কিছু ক্ষণ টালবাহানার পরে শুরু হয় প্ল্যাটফর্মের ধারের অংশ ভাঙার কাজ। টিভি ক্যামেরায় ধরা পড়ে, বেরিয়ে আসতে না পেরে কী অসহায় ভাবে নড়াচড়া করছেন পুনম। ঘণ্টাখানেকের চেষ্টায় বার করা সম্ভব হয় তাঁকে। পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। যাত্রীদের ক্ষোভ, গ্যাস কাটার দিয়ে ট্রেনের সিঁড়ির অংশ কেটে দিলে পুনমকে অনেক দ্রুত উদ্ধার করা যেত। বাঁচানো যেত তাঁকে। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, পুনমকে জীবিত অবস্থাতেই হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে গুরুতর কোনও আঘাতের চিহ্নও ছিল না। পড়ে গিয়ে এক চিলতে ফাঁকে দীর্ঘ সময় আটকে থাকার আতঙ্কেই মৃত্যু হয়েছে তাঁর।
|
বাংলাদেশ সীমান্তে বাড়ছে রক্ষী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাংলাদেশের সঙ্গে এ-পার বাংলার সীমান্তের নজরদারিতে খামতি থেকে যাচ্ছে বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। সেই ঘাটতি মেটাতে তারা এ রাজ্যে আরও তিনটি ব্যাটেলিয়ন নিয়োগ করছে। এখন পশ্চিমবঙ্গে ৩৮ ব্যাটেলিয়ন বিএসএফ রয়েছে। বিএসএফের এডিজি (দক্ষিণবঙ্গ) বংশীধর শর্মা সোমবার বলেন, “বিভিন্ন নির্বাচনের সময় অথবা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় এ রাজ্যে নিযুক্ত বিএসএফ জওয়ানদের ভিন্ রাজ্যে পাঠানো হয়। তার ফলে বাংলাদেশ সীমান্তে পাহারা বা নজরদারিতে খামতি থেকে যায়। সেই জন্যই এ রাজ্যে আরও তিনটি ব্যাটেলিয়ন নিয়োগ করা হবে।” তিনি জানান, একটি ব্যাটেলিয়ন নতুন করে গড়ে তোলা হচ্ছে। রাজস্থান ও ত্রিপুরা থেকে দু’টি ব্যাটেলিয়ন আনা হচ্ছে। তিনটি ব্যাটেলিয়নের একটিকে নিযুক্ত করা হবে কোচবিহারে। অন্য দু’টি দক্ষিণবঙ্গে। বিএসএফ সূত্রের খবর, ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্রে মাওবাদীদের জঙ্গি মোকাবিলায় বিভিন্ন প্রান্ত থেকে বিএসএফ জওয়ানদের মজুত রাখা হচ্ছে।
|
নদীতে ডুবে মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
বনভোজনে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হল দুই যুবকের। কাছাড় জেলার বালাছড়ায় ঘটনাটি ঘটে। আজ দু’জনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, তাঁদের নাম রাজদীপ বণিক, মনোজিৎ নাথ। রাজদীপ ডাকবিভাগের কর্মী ছিলেন। মনোজিৎ সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। রাজদীপের বাড়ি বঙ্গাইগাঁও জেলায়। মনোজিতের শোণিতপুরে। পুলিশ জানিয়েছে, ছ’জন বন্ধু জাটিঙ্গা নদীর তীরে বনভোজনে গিয়েছিলেন। অন্যদের অলক্ষ্যে মনোজিৎ নদীতে নামেন। সাঁতার না-জানায় তলিয়ে যান। তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন রাজদীপ। ডুবে যান তিনিও। খোঁজাখুজি করেও লাভ হয়নি। আজ তাঁদের দেহ ভেসে ওঠে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
|
জামশেদপুরে খুন দম্পতি
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জামশেদপুরে এক বৃদ্ধ দম্পতির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পটমদার ওপ্পো গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, তাঁদের নাম ভরত সিংহ (৭০) এবং চম্পাদেবী(৬০)। প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক কোনও বিবাদে দু’জনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। আজ রাত পর্যন্ত অবশ্য কেউ গ্রেফতার হয়নি। তদন্তকারীরা জানান, নিহত ওই দম্পতির ছেলে তামিলনাড়ুতে চাকরি করেন। দু’দিন ধরে মা-বাবার সঙ্গে তিনি টেলিফোনে যোগাযোগ করতে পারছিলেন না। আজ সকালে গ্রামের বাড়িতে ফিরে তিনি মা-বাবার রক্তাক্ত দেহ দেখতে পান। পুলিশের অনুমান, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছে।
|
শ্লীলতাহানির অভিযোগে ধৃত
সংবাদ সংস্থা • গুয়াহাটি |
মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিসপুরের ৬ মাইল এলাকায়। পুলিশ জানিয়েছে, বিএ প্রথম বর্ষের ছাত্রী, ১৯ বছরের ওই তরুণীর অভিযোগ, তাঁর বাবা তাঁকে কয়েকমাস ধরে যৌন হেনস্থা করছেন। এমনকী তাঁকে মাঝেমধ্যে মারধরও করা হত। আদালতে পেশ করা হলে ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
|
জঙ্গি গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
সেনা ও পুলিশের যৌথ অভিযানে ধরা পরেছে এক আলোচনা বিরোধী এনডিএফবি জঙ্গি। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। রবিবার গভীর রাতে কোকরাঝাড় জেলার কচুগাঁও থানার জলেশ্বরি জঙ্গল লাগোয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গির নাম সুকান্ত মুসাহারি। তার বাড়ি কোকরাঝাড় জেলার লতামারি গ্রামে। তার হেফাজত থেকে একটি ৯ এমএম পিস্তল, ১টি চাইনিজ গ্রেনেড এবং ২০ রাউন্ড গুলি ও নথি উদ্ধার হয়েছে।
|
আইটি কর্মীকে ধর্ষণে অধরা অভিযুক্তেরা |
গভীর রাতে রিসর্টে জোর করে ঢুকে এক তথ্যপ্রযুক্তি কর্মীকে ধর্ষণের অভিযোগে হইচই পড়ে গিয়েছে কেরলে। অভিজাত রিসর্টের কড়া নিরাপত্তার মধ্যেই এই ঘটনায় রাজ্যে মেয়েদের নিরাপত্তার দুরবস্থা স্পষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। কেরলের মহিলা কমিশন আলাদা করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে কেরল পুলিশ এবং মহিলা কমিশন দু’তরফই স্বীকার করে নিয়েছে, ওই রিসর্টে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ঢিলেঢালা ছিল। যথেষ্ট ক্লোজড সার্কিট ক্যামেরাও ছিল না। গত বৃহস্পতিবার অফিসের কাজে কেরলের তিরুঅনন্তপুরম থেকে ৩০ কিলোমিটার দূরে পোঝিউরের একটি রিসর্টে উঠেছিলেন বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি কর্মী। সে দিনই গভীর রাতে রিসর্টের ঘরে জোর করে ঢুকে বছর চল্লিশের ওই মহিলাকে দু’জন অজ্ঞাতপরিচয় যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগ, অন্ধকার থাকায় ওই দুই যুবককে দেখতে পাননি মহিলা। পুলিশ তদন্ত শুরু করেছে। রিসর্টের দু’জন কর্মচারীকে জেরা করা হচ্ছে। তিরুঅনন্তপুরম পুলিশের ধারণা, এই ঘটনায় অভিযুক্ত যুবকেরা রিসর্টেই ছিলেন। কারণ, একটা হ্রদের মধ্যে তৈরি হয়েছে রিসর্টটি। রাত আটটার পরে বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই রিসর্টের। খুব প্রয়োজনে রিসর্টের নিজস্ব গাড়ি ব্যবহার করা হয় বাইরে যাওয়ার জন্য। তাই রিসর্টের কোনও কর্মচারী বা ওই মহিলার সঙ্গে এসেছেন এমন কেউই এই ঘটনার সঙ্গে জড়িত।
|
অস্ত্রোপচার গুজব |
অস্ত্রোপচারের পরও মাথাব্যথা সারছে না হৃত্বিকের। তিনি যাতে সম্পূর্ণ বিশ্রামে থাকতে পারেন তার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে কয়েকটি ছবির শু্যটিং-ও। সোমবার রাকেশ রোশন জানিয়েছেন, আমেরিকায় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন হৃতিক। সেখানে গিয়ে ডাক্তার দেখাবেন। কিছু দিন ধরে শোনা যাচ্ছিল আমেরিকায় হৃত্বিকের মস্তিষ্কে ফের অস্ত্রোপচার হতে চলেছে। কিন্তু রাকেশ সে কথা পুরোপুরি অস্বীকার করেছেন।
|
নজির গড়তে |
অপরাধীদের কড়া শাস্তি দিয়ে নজির গড়তে চেয়েছিলেন তাঁরা। তার জন্য এক প্রৌঢ়কে খুনের অভিযোগে ধৃত চার যুবককে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল এক দল পুলিশকর্মী। এমনকী মৃত প্রৌঢ়ের স্ত্রী ও মেয়েকে অনুরোধ করেন এসে ধৃতদের থাপ্পড় মারার জন্য। ঘটনাটি মোবাইলের ক্যামেরায় তোলে এক প্রত্যক্ষদর্শী। পুলিশ যে ভাবে আইন নিজের হাতে তুলে নিয়েছে তার তীব্র নিন্দা করেছেন রাজ্য পুলিশের ডিজি।
|
চাঁদের ও-পারে মঙ্গলযান |
পৃথিবীর কক্ষপথ ছেড়েছিল শনিবার রাতেই। এ বার চাঁদের কক্ষপথও পেরিয়ে গেল মঙ্গলযান। ইসরো সোমবার জানিয়েছে, সোমবার বিকেল পাঁচটা নাগাদ চাঁদের কক্ষপথ পেরিয়েছে যানটি। রাত পর্যন্ত পৃথিবী থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ কিলোমিটার দূরে পৌঁছেছে সে। এর পর থেকে সে দিনে দশ লক্ষ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে। ২০১৪-র ২৪ সেপ্টেম্বর তার মঙ্গলের কক্ষপথে পৌঁছনোর কথা বলে জানিয়েছে ইসরো।
পুরনো খবর: পৃথিবীর মায়া কাটাতেই টেক্কা চিন-জাপানকে |
জেলে ফেসবুক |
খুনের মামলায় অভিযুক্ত হয়ে জেলে। কিন্তু ফেসবুক বিচরণ থমকাচ্ছে না মোটেই। দিব্যি দিচ্ছে আপডেট। শেয়ার করছে বন্ধুদের দেওয়া ছবি। নিজের ছবিও আপলোড করছে। কোঝিকোড় জেলা জেলের দুই বন্দি কিরমানি মনোজ ও মহম্মদ সফির এই নেট-বিলাস নজরে এসেছে সোমবার। সিপিএম থেকে বেরিয়ে যাওয়া এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার ঘটনায় অভিযুক্ত ৭ দুষ্কৃতীর অন্যতম তারা।
|
জঙ্গি হানা |
জঙ্গি গুলিতে নিহত পুলিশ। সোমবার বদগাম জেলায়। আহত হন তিন পুলিশকর্তা। তাঁদের মধ্যে এক জন হাসপাতালে মারা যান।
|
পুরীতে জমি |
পশ্চিমবঙ্গের পর্যটকদের সুবিধার জন্য এ রাজ্যের সরকারকে পুরীতে এক একর জমি দিল ওড়িশা। রাজ্যের পর্যটনসচিব অজিতরঞ্জন বর্ধন সোমবার জানান, ওড়িশাকে রাজস্ব দফতর পুরী-কোণার্ক মেরিন ড্রাইভ সংলগ্ন ওই জায়গা বরাদ্দ করার কথা রাজ্যকে জানিয়েছে। বরাদ্দ জমিটি পুরীর প্রাণকেন্দ্র থেকে ছয় কিলোমিটার দূরে। জমির দাম বাবদ দিতে হবে ২৭ লক্ষ টাকা। হোটেলটি সাধারণ পর্যটকদের থাকার উপযোগী করে গড়া হবে।
|
হত জঙ্গি |
পুলিশের গুলিতে এক বড়ো জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে অসমের বাক্সা জেলায়। পুলিশ জানায়, গোরেশ্বর এলাকায় পুলিশের সঙ্গে এনডিএফবি সংবিজিৎ গোষ্ঠীর জঙ্গিদের গুলির লড়াই হয়। সংঘর্ষ শেষ হওয়ার পর কেরকাটিয়া রেললাইনের পাশে এক জঙ্গির গুলিবিদ্ধ মৃতদেহ মেলে। |
|