অবরোধ বাড়ল ৭২ ঘণ্টা
সংবাদ সংস্থা • ঢাকা |
আরও ৭২ ঘণ্টা অবরোধের মেয়াদ বাড়াল বিএনপি-জামাত। সোমবার বিকেল ৫টা নাগাদ অবরোধ ওঠার কথা ছিল। সোমবার বিএনপি মুখপাত্র সালাহুদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত অবরোধ চলবে। প্রসঙ্গত, সোমবারই ছিল ৫ জানুয়ারির নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে কোনও বিএনপি প্রার্থী এখনও মনোনয়ন জমা দেননি। দলীয় মুখপাত্র জানিয়েছেন, নির্দলীয় অন্তর্বর্তী সরকারের দাবি মেনে নেওয়া না হলে নির্বাচন বয়কট করবে দল। অবরোধের পাশাপাশি সমানতালে চলছে হিংসাও। সোমবার টোঙ্গির কাছে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের গাড়ি লক্ষ্য করে তিন-তিনটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গত দু’সপ্তাহে হিংসার বলি ২৮ জন।
পুরনো খবর: জ্বলছে বাংলাদেশ, আগুন গ্যাস সিলিন্ডারের ট্রাকেও
|
মৃত বেড়ে ৯
সংবাদ সংস্থা • গ্লাসগো |
বারের ছাদে হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়। শুক্রবার রাতে গ্লাসগোয় ক্লাইড নদীর ধারে ক্লুথা ভল্টস বারে জমে উঠেছিল সপ্তাহান্তের মজলিশ। তখনই ছাদ ফুঁড়ে ঢুকে আসে কপ্টারটি। স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের তলায় এখনও দেহ থাকতে পারে। মৃতেরা সবাই ওই বারে এসেছিলেন বলে খবর।
পুরনো খবর: বারের ছাদে ভেঙে পড়ল পুলিশ-কপ্টার, মৃত ৬ |