নির্দলীয় অন্তর্বর্তী সরকারের দাবিতে বিএনপি-জামাতের দ্বিতীয় দফার ৭২ ঘণ্টার অবরোধে একের পর এক হিংসাত্মক ঘটনায় রবিবারও বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত হয়েছে। সড়কে আটকে পড়া বহু গাড়ি জ্বালিয়ে দিয়েছে বিএনপি-জামাত কর্মীরা। বরিশাল জেলার ঝালকাঠির রূপাতোলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ৫০০ গ্যাস-সিলিন্ডারবাহী একটি ট্রাকেও। একের পর এক বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। রাজধানী ঢাকায় অন্তত পাঁচটি বাসে আগুন ধরানো হয়েছে। রেল পথে নাশকতাও সমানে চলেছে। কুমিল্লায় লাইনের ফিসপ্লেট খুলে নেওয়ায় একটি যাত্রিবাহী ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি উল্টে যায়। রাজশাহিতেও লাইনচ্যুত হয়েছে একটি দূরপাল্লার ট্রেন। চাল-ডাল, তেল ও সব্জির দাম আকাশ ছুঁয়েছে। |
পুড়িয়ে দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডার-সহ ট্রাক।
বাংলাদেশের ঝালকাঠিতে। রবিবার। ছবি: শৌর্য চক্রবর্তী |
অজ্ঞাত স্থান থেকে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন বিএনপি-র নতুন মুখপাত্র সালাউদ্দিন আহমেদ। দলের মুখপাত্র রুহুল কবির রিজভিকে কাল ভোরে পুলিশ ঢাকায় দলের সদর দফতর থেকে গ্রেফতার করার পরে অন্য নেতাদের সঙ্গে গা-ঢাকা দিয়েছেন নতুন মুখপাত্রও। সেখান থেকেই সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে তিনি ঘোষণা করেছেন, অবরোধে গাড়িতে আগুন দেওয়া বা অন্য নাশকতার কাজ বিএনপি বা জামাতে ইসলামির কর্মীরা করছে না, করছে সরকারের এজেন্টরা। ঢাকা মেডিক্যাল কলেজে বাসের পুড়ে যাওয়া যাত্রীদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিন পাল্টা বলেন, আন্দোলনের নামে গণহত্যায় মেতেছে বিএনপি।
একাত্তরে গণহত্যার নায়ক জামাতকে এ কাজে তারা দোসর হিসেবে বেছে নিয়েছে। উল্লেখ্য, এক মাস ধরে হরতাল-অবরোধে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এঁদের অধিকাংশই সাধারণ মানুষ।
বাংলাদেশের বণিকসভাগুলি আজ বৈঠকের পরে বিরোধী দলের কাছে হরতাল-অবরোধ না-করার আর্জি জানিয়েছে। তাঁদের এক মুখপাত্র বলেন, এক মাস ধরে একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে পণ্য সরবরাহ বন্ধ হয়ে ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে। আমদানি করা পণ্য যেমন আসছে না, তেমনই কলকারখানা বন্ধ থাকায় উৎপাদনও মার খাচ্ছে। বণিকসভার মতে, সব চেয়ে খারাপ অবস্থায় পড়েছে দেশের সর্বাধিক বিদেশি মুদ্রা আয় করা পোশাক শিল্প। কর্মীরা কাজে আসতে না-পারায় বিদেশি ক্রেতাদের কাছে সময়ে পণ্য সরবরাহ অসম্ভব হয়ে উঠেছে। |