কর্মী ধর্মঘটের জেরে ইউআইটির পরীক্ষা স্থগিত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
শিক্ষক ও শিক্ষাকর্মীদের টানা ধর্মঘটের জেরে স্থগিত হয়ে গিয়েছে বর্ধমান ইউনির্ভাসিটি ইন্সটিটিউট অব টেকনোলজি বা ইউআইটির সব পরীক্ষা। আজ, মঙ্গলবার থেকে বিই-র চারটি সেমেষ্টারের প্রায় ১৬০০ ছাত্রছাত্রীর পরীক্ষা শুরু হবার কথা ছিল। ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলার কথা ছিল। একই সঙ্গে এই কলেজের এমই-র দ্বিতীয় বর্ষের পরীক্ষাও শুরু হতো একই দিনে। সেই পরীক্ষাও স্থগিত হয়ে গিয়েছে। ২৬ নভেম্বর থেকে এই কলেজের মোট ৮৬ জন শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকেরা পদোন্নতি সহ মোট আট দফা দাবির ভিত্তিতে আন্দোলনে নেমেছেন। তাঁদের তরফে পার্তপ্রতিম সরকার ও কাজি মহম্মদ আলফ্রেড বলেছেন, “উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের স্মারকলিপি পর্যন্ত নিতে চাননি। আমাদের সঙ্গে কেউ আলোচনাও করতে আসেননি। তাই আমাদের আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে।” ইউআইটির অধ্যক্ষ বিভাসকুমার প্রামানিক বলেন, “২৬-২৯ নভেম্বর ছিল পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের দিন। কিন্তু কর্মীদের ধর্মঘটে ফর্ম ফিল আপ না হওয়াতেই পরীক্ষা স্থগিত করতে হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানিয়েছি। এখনও কোনও সদুত্তর পাইনি।”
|
জিতল ভাতার, হারল কেতুগ্রাম
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
কেতুগ্রামের রসুই তরুণ সঙ্ঘের পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভাতার অ্যাথলেটিক ফুটবল একাদশ। কাটোয়ার ন’নগর অম্বুজা স্পোর্টিং ক্লাবকে ৫-৩ গোলে হারায় তারা। সোমবার ফাইনাল খেলায় ভাতারের হয়ে প্রশান্ত দুলে দু’টি গোল করেন, শিবা হেমব্রম দু’টি গোল করেন এবং তরুণ বাগদি একটি গোল করেন। আট দলীয় এই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন ভাতারের শিবা হেমব্রম। বিভিন্ন এলাকার মানুষ ফাইনাল খেলা দেখার জন্য অজয় নদের পাড়ে তরুণ সঙ্ঘের মাঠে হাজির হয়েছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন কেতুগ্রামের আই সি আব্দুর গফ্ফর, কেতুগ্রামের পঞ্চায়েত সমিতির সভাপতি জাহের শেখ প্রমুখ।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
লোকাল ট্রেনের কামরা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারির। তিনি ভূমি সংস্কার দফতরের কর্মী প্রাক্তন কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে মৃতের নাম পরিমলেন্দু শিকদার(৬৩)। তিনি মানকর থেকে তিনি হুগলির উত্তরপাড়া যাচ্ছিলেন রবিবার দুপুরে। খানা জংশন স্টেশনের আগে তিনি ট্রেন থেকে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে বিকেলে তিনি মারা যান।
|
কাটোয়ায় জমি কিনবে এনটিপিসি |
কাটোয়ায় প্রস্তাবিত তাপবিদ্যুৎ প্রকল্পের জমি জট কাটার ব্যাপারে আশাবাদী এনটিপিসি। সোমবার নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে সংস্থার চেয়ারম্যান অরূপ রায়চৌধুরী বলেন, “যা জমি প্রয়োজন, ইচ্ছুক জমি মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তা কিনব। রাজ্যের প্রত্যাশা অনুযায়ীই কাজ করছি, যাতে জমি জোগাড় করা যায়। তাই এটা স্পষ্ট যে, আমরা এই প্রকল্প বাতিল করছি না।” তবে এই জমি কেনার ক্ষেত্রে রাজ্য সহযোগিতা করলে জট দ্রুত কাটবে বলে দাবি সংস্থা কর্তৃপক্ষের। জমি সমস্যার জন্যই ১,৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা কাটছাঁট করে ১,৩২০ মেগাওয়াটে নামিয়েছে এনটিপিসি।
পুরনো খবর: কাটোয়া বিদ্যুতে জমি দিতে সম্মতি প্রায় সব মালিকেরই |