শক্তি খোয়াল লহর, আশঙ্কা নেই বাংলার
দ্রুত পদোন্নতি হয়েছিল। অবনমনও হল তাড়াতাড়ি!
আন্দামান তছনছ করার পরে বেশ কিছু ক্ষণ ঠায় দাঁড়িয়ে জলীয় বাষ্প শুষে অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছিল লহর। উপকূলের দিকে এগোতে এগোতে সেই বর্ধিত শক্তি ধরে রাখতে পারল না সে। বৃষ্টি হয়ে ঝরে পড়ায় অতি প্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে সে। আরও অবনমন হবে তার। মৌসম ভবনের পূর্বাভাস, আরও বৃষ্টি ঝরিয়ে, শক্তি কমিয়ে আজ, বৃহস্পতিবার দুপুরে লহর সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই অন্ধ্রে আছড়ে পড়বে। তবে পশ্চিমবঙ্গে লহর বিশেষ প্রভাব ফেলবে না। আবহবিদেরা বলছেন, অন্ধ্রে ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় বাংলায় রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে মাত্র।
রবিবার আন্দামান সাগরে (দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর) জন্ম নেওয়ার পরে ধাপে ধাপে শক্তি বাড়িয়ে মঙ্গলবার সকালেই অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছিল লহর। মৌসম ভবন বুধবার জানায়, অন্ধ্রের মছলিপত্তনমের কাছে আছড়ে পড়ার সময় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। গত শুক্রবার ঘূর্ণিঝড় হেলেন-ও আছড়ে পড়েছিল মছলিপত্তনমের কাছেই। এ বার দু’মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে নিচু এলাকায়। বহু এলাকায় চাষের জমি জলের তলায় চলে যেতে পারে। নিচু এলাকাগুলিতে বন্যারও আশঙ্কা করা হচ্ছে। উপকূল জেলাগুলির স্কুল-কলেজে ছুটির নির্দেশ দেওয়া হয়েছে।
এই নিয়ে দু’মাসে তিনটি ঘূর্ণিঝড় (পিলিন, হেলেন ও লহর) আঘাত হানল অন্ধ্রে। উপকূল এলাকার জনজীবন বিপর্যস্ত। অন্ধ্র প্রশাসনের খবর, ওই এলাকা থেকে দু’লক্ষেরও বেশি লোককে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। সাগরে যেতে নিষেধ করা হয়েছে ধীবরদের। জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাহায্য চাওয়া হয়েছে সেনা, উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের। এনডিআরএফের ১৪টি ও সেনাবাহিনীর দু’টি দল পৌঁছে গিয়েছে। আনা হচ্ছে হেলিকপ্টারও।
অপেক্ষাকৃত উঁচু এলাকাগুলিতে ত্রাণশিবির খোলা হয়েছে বলে জানায় অন্ধ্র প্রশাসন। তাতে দুর্গতদের জন্য শুকনো খাবার মজুত করা রয়েছে। প্রতিটি শিবিরে রয়েছে মেডিক্যাল ক্যাম্প। আবহবিদেরা জানান, লহরের জেরে পশ্চিমবঙ্গে তেমন প্রভাব পড়বে না। ঘূর্ণিঝড়ের বিপদ আঁচ করে এ দিন হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হয়েছে বলে জানায় রেল।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.