|
|
|
|
রেলের নতুন প্রকল্প ভাগলপুরে |
অমিতাভ বন্দ্যোপাধ্যায় • ভাগলপুর |
অসমের ডিব্রুগড় থেকে ভাগলপুর হয়ে দিল্লি পর্যন্ত নতুন একটি রাজধানী এক্সপ্রেস চালু করবে রেল। পাশাপাশি, ভাগলপুরের সঙ্গে কলকাতার যোগাযোগ বাড়াতে একটি নতুন ইন্টারসিটি এক্সপ্রেসও চালু করার কথা ভাবছে রেলমন্ত্রক।
রাজধানী এক্সপ্রেস তিন মাসের মধ্যে চালু হবে বলে জানালেও, ইন্টারসিটি এক্সপ্রেস চালু করতে কিছুটা সময় লাগবে বলে জানান রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। মঙ্গলবার রাতে ভাগলপুরে স্টেশনে যাত্রী পরিষেবা বাড়াতে রেল প্রতিমন্ত্রী কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। নতুন ওভারব্রিজ-সহ কয়েকটি ট্রেন ওই স্টেশনে দাঁড়াবে বলে তিনি ঘোষণা করেন। ভাগলপুরে আলাদা একটি রেল ডিভিশন গঠন করা যায় কি না, সেই বিষয়টি দেখা হচ্ছে বলে জানান অধীরবাবু।
এলাকার বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ খান অনেক দিন ধরেই ভাগলপুরে যাত্রী সুবিধা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে রেল প্রতিমন্ত্রীকে অনুরোধ করে চলেছিলেন। সে সব প্রকল্পগুলির কাজ শেষ করেছে রেল। মঙ্গলবার তারই উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী। রেলের আর্থিক পরিস্থিতি ভালো নয়, তার উল্লেখ করে অধীর বলেন, “আমার ছোট ভাই শাহনওয়াজ অনেক অনুরোধই করেছে। কিন্তু সব কিছু রূপায়িত করা এখনই সম্ভব নয়। টাকার অভাব। তবে ভাগলপুরের মত গুরুত্বপূর্ণ স্টেশনকে রেলের উন্নত প্রযুক্তির নেটওয়ার্কে জুড়তে ব্যবস্থা নেবে রেল।”
বেশি রাতেও ওই অনুষ্ঠানে ভাগলপুর স্টেশন চত্বরে ঠাসা ভিড় ছিল। ঠাণ্ডার মধ্যেও প্রচুর মানুষ এসেছিলেন। বিহারের মুখ্যমন্ত্রীর তরফে রেলকে শুভেচ্ছা জানাতে এক প্রতিনিধিকে অনুষ্ঠান মঞ্চে পাঠিয়েছিল নীতীশ সরকার। |
|
|
|
|
|