|
|
|
|
কাছাড়ে জঙ্গি বিস্ফোরণ |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
কাছাড় জেলার চিরিসেতুতে শক্তিশালী বিস্ফোরণ ঘটালো জঙ্গিরা। সন্ধ্যা ৭টা নাগাদ ওই বিস্ফোরণের জেরে লক্ষ্মীপুর মহকুমায় আতঙ্ক ছড়ায়। হতাহতের খবর না-থাকলেও, একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩৭ নম্বর জাতীয় সড়কে পয়লাপুল ও ফুলেরতলের মধ্যে চিরি নদীর উপর ওই সেতুটি শিলচর ও ইম্ফলের মধ্যে সংযোগ রক্ষা করে।
বর্ডার রোডস্ টাস্ক ফোর্সের কর্মকর্তারা আজ সকালে পরীক্ষার পর সেতুটির উপর দিয়ে ভারী যানবাহনের চলাচল বন্ধ করে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, সেতুর মেরামতিতে মাস ছ’য়েক সময় লেগে যাবে। রাত পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। পুলিশের অনুমান, মণিপুরি জঙ্গিরা এই কাজ করেছে।
কয়েক বছর আগে ডিমাপুর থেকে ইম্ফল যাওয়ার রাস্তা দু’মাসের বেশি সময় অবরুদ্ধ থাকাকালীন এই সড়ক দিয়েই মণিপুরে খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছিল। এখনও সেখান দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবাহী গাড়ি চলাচল করে। জঙ্গি অধ্যুষিত এলাকার রাস্তায় গাড়িগুলিকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যায় বলে জঙ্গিরা সে গুলির চালকদের কাছ থেকে ‘কর’ আদায় করতে পারে না। প্রশাসনের বক্তব্য, সে কারণেই ওই সড়কে নাশকতার ছক কষেছে মণিপুরি জঙ্গিগোষ্ঠী। এর আগেও একাধিক বার এই সড়ক বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল।
পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে জঙ্গিরা চিরিসেতুতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করে। গোয়েন্দা সূত্রে পুলিশ আগে জেনে যাওয়ায় নজরদারি বাড়ানো হয়েছিল।
বিস্ফোরণের পর জেলাশাসক গোকুলমোহন হাজারিকা, দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি বিনোদ কুমার ও বিজেপি সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংসদ পুরকায়স্থ বলেন, “ওই সড়কে যাতায়াত বন্ধ করতে অনেকদিন থেকেই ষড়যন্ত্র চলছে। সরকারের অনেক বেশি সতর্ক থাকা উচিত।” |
|
|
|
|
|