বিহারে রেলের ওভারব্রিজ ভেঙে জখম ১০ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
রেলের ওভারব্রিজ ভেঙে জখম হলেন ১০ জন। আজ দুপুর দেড়টা নাগাদ মুজফ্ফরপুর স্টেশনে ঘটনা ঘটে। ওই সময় সেতুটির উপরে থাকা দু’টি অটোর যাত্রী নীচে রেল লাইনে পড়ে যান। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন সেখানে পথচারীর সংখ্যা কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি। ভেঙে পড়া ওভারব্রিজে একটি মালগাড়ির কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়েই জেলা প্রশাসন এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। |
|
মুজফ্ফরপুর স্টেশনে ভেঙে পড়ে ওভারব্রিজ। বুধবার কুমার উত্তমের তোলা ছবি। |
রেল জানিয়েছে, দুর্ঘটনার সময় সোনপুর ডিভিশনের ওই স্টেশনটি দিয়ে একটি মালগাড়ি মোতিহারির দিকে যাচ্ছিল। তখনই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মালগাড়ির পাঁচটি বগি ক্ষতি হয়। এর জেরে ওই লাইনে তিনটি ট্রেন বাতিল করা হয়। সাতটি ট্রেন হাজিপুর-শাহপুরপটৌরি লাইনে ঘুরিয়ে দেওয়া হয়। ওভারব্রিজের নীচে ঝুপড়িগুলির কোনও বাসিন্দাই দুর্ঘটনায় হতাহত হননি। সেতুটি মাঝখান থেকে ভাঙায় ঘরগুলির কোনও ক্ষতি হয়নি।
স্থানীয় বিজেপি বিধায়ক সুরেশ শর্মা বলেন, “রেলের ওই সেতুটি ৩০ বছর আগে তৈরি। রক্ষণাবেক্ষণের অভাবে সেটি বিপজ্জনক হয়ে গিয়েছিল। রেলের গাফিলতিতেই এই দুর্ঘটনা হয়েছে।” মুজফ্ফরপুরের মহকুমা শাসক (পূর্ব) সুনীল কুমার বলেন, “কী ভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্তের বিষয়।” পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অমিতাভ প্রভাকর বলেন, “তদন্ত চলছে।” |
|