টুকরো খবর
তথ্যচিত্রে আদিবাসী লক্ষ্মী
গুয়াহাটির বেলতলায় আদিবাসী মিছিলে নিগৃহীত লক্ষ্মী ওরাং-এর জীবন ও সংগ্রাম নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন কলেজ শিক্ষক এবং পরিচালক পার্থজিত্‌ বরুয়া। ৩০ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের ওই ছবির নাম ‘লক্ষ্মী ওরাং—রাইজিং ফ্রম দ্য গ্রেভ’। সম্প্রতি পার্থজিত্‌, লক্ষ্মী এবং লেখিকা নিরূপমা বরগোঁহাই তথ্যচিত্রটির উদ্বোধন করেন।
২০০৭ সালের ২৪ নভেম্বর তফসিল উপজাতিভুক্ত হওয়ার দাবিতে মিছিল করেছিলেন আদিবাসীরা। আন্দোলনকারীরা কয়েকটি দোকান, গাড়ি ভাঙচুর করলে তাঁদের উপরে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। পুলিশের সামনেই সংঘর্ষ চলে। নিহত হয় কয়েকজন। তখনই বিবস্ত্র করে মিছিলে সামিল হওয়া লক্ষ্মীকে। রাস্তায় দৌড় করানো হয় তাঁকে। সেই মানসিক আঘাত, লজ্জা ভুলে কী ভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছেন সেটাই তুলে ধরা হয়েছে ওই তথ্যচিত্রে।

পুড়ে মৃত চার

স্কুল থেকে পালিয়ে খেতের মাঠে খেলছিল চার বালক। আচমকা সেখানে একটি খড়ের ছাউনিতে আগুন লাগে। পুড়ে মৃত্যু হয় চারজনেরই। ঘটনাটি ঘটেছে নগাঁও জেলায়। পুলিশ জানায়, জুরিয়া এলাকার টাপু চরে নিম্ন প্রাথমিক স্কুল চলাকালীন লুকিয়ে বের হয়ে যায় রেজুয়ানা বেগম, তাজমল হুসেন, জানাতুল ও সরিফুল ইসলাম নামে চারজন। সকলের বয়স ৪ থেকে ৬ বছরের মধ্যে। স্কুলের পাশের খেতে একটি খড়ের ছাউনি দেওয়া ঘরে ঢুকে পড়েছিল তারা। খেলতে খেলতে কোনওভাবে আগুন জ্বালিয়েছিল। শুকনো খড়ে দ্রুত আগুন ছড়িয়ে যায়। গ্রামবাসীরা আগুন জ্বলতে দেখে ছুটে যান। ততক্ষণে চারটি শিশুই গুরুতর অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল। হাসপাতালে চারজনই মারা যায়।

কিশোরীর দেহ উদ্ধার
যুবকের ঘর থেকে উদ্ধার হল তার প্রেমিকার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির জালুকবাড়িতে। পুলিশ জানায়, আজ সকালে খনামুখ এলাকার বাসিন্দা রাতুল মজুমদারের ঘর থেকে দশম শ্রেণির ছাত্রী মরমি কলিতার দেহ মেলে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতুলের সঙ্গে মরমির সম্পর্ক ছিল। কিশোরীর পরিবারের অভিযোগ, মরমিকে খুন করা হয়েছে। রাতুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বাষ্প শুষে বলীয়ান লহর অন্ধ্রের পথেই
আবহবিদদের আশঙ্কাই সত্যি হল। শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারাই নিয়েছে লহর। তবে আর তার শক্তি বৃদ্ধির আশঙ্কা তেমন নেই বলেই আবহবিজ্ঞানীদের পূর্বাভাস। কাল, বৃহস্পতিবার তার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার কথা। দিল্লির মৌসম ভবন মঙ্গলবার জানায়, সোমবার গভীর রাত পর্যন্ত আন্দামান ও মূল ভারতীয় ভূখণ্ডের মাঝামাঝি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছিল লহর। বঙ্গোপসাগরে একই জায়গায় দীর্ঘ ক্ষণ আটকে থেকে জলীয় বাষ্প শুষে নিয়ে খুব দ্রুত শক্তি বাড়িয়েছে সে। তার পরে গা-ঝাড়া দিয়ে এগোতে শুরু করেছে। বিজ্ঞানীদের একাংশ বলছেন, অন্ধ্র উপকূলে পৌঁছতে লহরকে এখনও প্রায় ৭০০ কিলোমিটার পাড়ি দিতে হবে। এই দীর্ঘ পথে বাষ্প শুষে সে সুপার সাইক্লোনে পরিণত হবে না তো? মৌসম ভবনের ঘূর্ণিঝড় বিভাগের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, “লহরের সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে অতি প্রবল ঘূর্ণিঝড়ের দাপটও কিছু কম হবে না।” মৌসম ভবন বলছে, অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সময় ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। আজ, বুধবার বিকেলেই অন্ধ্র উপকূল এবং ওড়িশার একাংশে বৃষ্টি শুরু হবে। লহর আন্দামান পেরিয়ে প্রায় ৪০০ কিলোমিটার সরে আসায় দ্বীপপুঞ্জে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। তবে অনেক জায়গাই এখনও বিপর্যস্ত। যোগাযোগ ব্যবস্থাও পুরো স্বাভাবিক হয়নি।

পুরনো খবর:
ইনটার্নকে বিচারের আশ্বাস সদাশিবমের
সুবিচার মিলবেই, মহিলা ইনটার্নকে আশ্বস্ত করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবম। পাশাপাশি সুপ্রিম কোর্টের চার দেওয়ালের মধ্যে যৌন হেনস্থা সংক্রান্ত যে সব অভিযোগ উঠবে, তা খতিয়ে দেখতে মঙ্গলবার বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি প্যানেল গড়ল সুপ্রিম কোর্ট। সম্প্রতি শীর্ষ আদালতেরই এক প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে যৌন-হেনস্থার অভিযোগ আনেন ওই ইনটার্ন। তাঁকে আশ্বস্ত করতেই মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন, “ঘটনার পরই তিন সদস্যের প্যানেল তৈরি করি। আশ্বাস দিচ্ছি, ন্যায়বিচার হবে।” তবে নয়া প্যানেল নয়, তিন-সদস্যের ওই প্যানেলই তরুণীর অভিযোগ খতিয়ে দেখবে। প্রসঙ্গত, সোমবারই অভিযোগকারিণী প্যানেলের বিচারকদের ভাবভঙ্গি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। জানান, সন্দেহজনক দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়েছিলেন বিচারপতিরা।

পুরনো খবর:
জঙ্গি হামলার ৫ বছর পর মামলা রুজু
পাঁচ বছর কেটে গেল ২৬/১১ মুম্বই হামলার। ব্যস্ত রেল স্টেশন থেকে পাঁচতারা হোটেল, সর্বত্র দাপিয়েছিল জঙ্গিরা। প্রাণ হাতে করে তাজ হোটেল থেকে সে দিন বেঁচে ফিরেছিলেন উইল পাইক নামে এক ব্রিটিশ নাগরিক। তবে সারা জীবনের মতো পঙ্গু হয়ে। মঙ্গলবার তিনি জানান, ২০০৮ সালে টাটা কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তাঁদের কাছে আগে থেকেই জঙ্গি-হামলার সতর্কবার্তা ছিল। উইলের অভিযোগ, তা সত্ত্বেও হোটেল কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ে কড়া ব্যবস্থা নেননি। পাঁচ বছর পর তিনি লন্ডন হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে টাটা গোষ্ঠীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

পুরনো খবর:
গণধর্ষিতা
গণধর্ষণের শিকার বছর ষোলোর এক কিশোরী। বেঙ্গালুরুর ঘটনা। পুলিশ জানিয়েছে, শনিবার পাঁচ জন মিলে ধর্ষণ করে তাকে। এর মধ্যে এক জন কিশোরীর পরিচিত। শনিবার তার সঙ্গেই ছবি দেখতে গিয়েছিল সে। ফেরার পথে নিগৃহীতাকে ফাঁকা জায়গায় নিয়ে যায় ওই অভিযুক্ত। সেখানেই যোগ দেয় আরও চার জন। তার পর কিশোরীকে ধর্ষণ করে ফেলে চলে যায়।

নতুন নিয়ম
শুধু এটিএম কাউন্টারগুলিই নয়, বড় গয়নার দোকান থেকে শুরু করে রাজ্যের অন্যান্য আর্থিক সংস্থার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, তার একটি নিয়মাবলী তৈরি করবে কর্নাটক সরকার। এ জন্য অতিরিক্ত মুখ্য সচিব এস কে পট্টনায়েকের নেতৃত্বে কমিটিও গড়া হয়েছে।

দাম বাড়বেই
বর্তমান দামের থেকে দ্বিগুণ হারে গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, তা থেকে পিছু হটার চিন্তাভাবনা করা হচ্ছে না বলে জানিয়েছেন তেলমন্ত্রী বীরাপ্পা মইলি। মঙ্গলবার তিনি জানালেন, আগামী বছর এপ্রিল মাস থেকে গ্যাসের দাম বাড়বে। এবং তার জন্য সরকার শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে।

কোটিপতি প্রার্থী
আক্ষরিক অর্থেই মহামূল্যবান তাঁরা। অন্তত তেমনই বলছে, নির্বাচনী নজরদারি সংস্থা। ডিসেম্বরে দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে প্রার্থীদের সম্পত্তি সংক্রান্ত হলফনামা খতিয়ে দেখতে গিয়ে নজরে এল ৩৩ শতাংশ প্রার্থীই ‘কোটিপতি’। আর ধনীতম প্রার্থী অকালি দলের মনজিন্দর সিংহ শীর্ষ। ২৩৫ কোটি টাকার সম্পত্তি আছে তাঁর। তার পরেই কংগ্রেসের সুশীল গুপ্ত। তাঁর সম্পত্তির মূল্য ১৬৪ কোটি।

কুড়ানকুলামে বোমা
কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩টি শিশুও রয়েছে। পুলিশের সন্দেহ, দু’টি গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই মজুত করা হয়েছিল এই বোমা।

ফের গণধর্ষণ
খাবার কিনতে গিয়ে সোমবার রাতে গণধর্ষিতা হয় এক নাবালিকা। মেয়েটি উত্তরপ্রদেশের বাসিন্দা। থাকত মুম্বইয়ের বোরিভলির এক বস্তিতে। এই ঘটনায় অভিযুক্ত তিন জনকে মঙ্গলবার ধরেছে পুলিশ। এক জন পলাতক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.