|
|
|
|
জামশেদপুরে মাওবাদী নেতা ধৃত |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
চোরাই মোটরসাইকেল ধরতে রাস্তায় ফাঁদ পেতেছিল পুলিশ। সেই জালে ধরা পড়ল পূর্ব সিংভূমের ঘাটশিলা এলাকার মাওবাদী নেতা। সোমবার রাতে জামশেদপুরের গোলমুড়ি এলাকার ঘটনা।
জেলার এসএসপি অমলবেনুকান্ত হোমকর জানিয়েছেন, ধৃতের নাম উজ্জ্বল সরকার। বাড়ি জলপাইগুড়িতে। পুলিশকর্তা জানান, জেরায় জানা গিয়েছে, তিনি কানু মুণ্ডার দলের সদস্য। ঘাটশিলা এলাকার মাওবাদী নেতা কানু মুণ্ডাকে অনেক দিন ধরে খুঁজছে পুলিশ। এসএসপি-র বক্তব্য, উজ্জ্বলের দেওয়া তথ্যের ভিত্তিতে কানুর খোঁজ করার চেষ্টা চলবে। ধৃত মাওবাদী তদন্তকারীদের জানিয়েছেন, তিনি বর্তমানে জঙ্গি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রতিদিনের মতোই রাস্তায় মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছিল। তখনই ওই মাওবাদী নেতা সেখানে যান। নথিপত্র দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। এসএসপি জানান, উজ্জ্বল নিজেকে বর্তমানে মাওবাদী সমর্থক বলে দাবি করলেও, কয়েকটি নাশকতার ঘটনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। জঙ্গি কাজকর্মে জড়িত অভিযোগে আগে জেলও হয়েছে তার।
আজ সকালে গিরিডিতে একটি জঙ্গলে তল্লাশি চালিয়ে প্রচুর বিস্ফোরক তৈরির কাঁচামাল উদ্ধার করেছে যৌথবাহিনী। পুলিশ জানায়, ভেলওয়া ঘাঁটি থানা এলাকায় জঙ্গলে একটি সেতু রয়েছে। সেটির নীচে ওই সব জিনিস রাখা ছিল। জেলার এসডিপিও অবদেশকুমার সিংহ জানান, ওই কাঁচামাল দিয়ে প্রায় হাজারখানেক কৌটোবোমা তৈরি করা যেত। পুলিশের আশঙ্কা, বড় কোনও হামলার জন্যই ওই বিস্ফোরক জড়ো করা হয়েছিল। সে গুলি কী ধরনের রাসায়নিক দিয়ে তৈরি তা পরীক্ষা করে দেখা হচ্ছে। |
|
|
|
|
|