|
|
|
|
দিল্লিতে মুখোমুখি নীতীশ ও মোদী |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দিল্লির ভোটযুদ্ধে এ বার মুখোমুখি নরেন্দ্র মোদী ও নীতীশ কুমার। এ সপ্তাহের শেষে মোদী ও নীতীশ উভয়েই দিল্লির বুকে একাধিক সভা করার জন্য আসছেন। এই দুই প্রতিপক্ষের লড়াই নিয়ে ইতিমধ্যেই রাজধানীর রাজনীতির উত্তাপ বেড়েছে। নীতীশ কুমার এনডিএ-র শরিক থাকার সময়ে বিহারে মোদীকে ঘেঁষতে দেননি। কিন্তু জোট ছাড়ার পর সদ্য মোদী গিয়ে পটনায় হুঙ্কার র্যালি করে এসেছেন। আর সেই সভাতেই একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে শহর। ওই সভায় মোদীর ‘ভুল’ নিয়েও নীতীশ বিস্তর কটাক্ষ করেছেন। এই পরিস্থিতিতে দিল্লি মুখিয়ে রয়েছে রাজধানীতে দুই প্রতিপক্ষের সভা নিয়ে।
বিজেপি নেতারা অবশ্য বলছেন, মোদী গোটা দেশে প্রচার করে বেড়াচ্ছেন। গত সপ্তাহেও দিল্লিতে একটি সভা করেছেন। দিল্লিতে ভোটের আগে আরও চার-পাঁচটি সভা করবেন। ফলে নীতীশ বা অন্য কোনও দলের নেতা প্রচার করলেন কি না, তা নিয়ে মোদীর কোনও মাথাব্যথা নেই। জেডিইউ সূত্রেও দাবি করা হচ্ছে, দিল্লিতে সভা করে নীতীশ মূলত প্রবাসী বিহারিদের উদ্দেশে বার্তা দেওয়া। দিল্লিতে পূর্বাঞ্চলীয়দের সংখ্যা নেহাৎ কম নয়। ২০০৮ সালে ১১টি আসনে দিল্লিতে লড়েছিল জেডিইউ। যদিও একটি আসনেও জয় আসেনি। তখনও বিজেপি জেডিইউকে দিল্লিতে আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে রাজি ছিল না। এ বারে ২৭টি আসনে লড়ছে দল। ফলে নীতীশ কুমারের সভা করাটা প্রাসঙ্গিক।
তবুও সকলের নজর রয়েছে দুই নেতার সভার উপরে। সম্প্রতি দিল্লিতেই সাম্প্রদায়িকতা-বিরোধী মঞ্চে এসেছিলেন নীতীশ। সেই মঞ্চে সামিল দলগুলি মোদীর বিরুদ্ধে একজোট হতে চায়। আবার তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কংগ্রেসের হাতই শক্ত করতে পারে তারা। তাই এ বার নীতীশ কী বলেন, আর মোদীই বা কী জবাব দেন তা জানতে উৎসুক রাজধানী। |
|
|
|
|
|