|
|
|
|
ব্রডগেজ প্রকল্প দ্রুত শেষের দাবি |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের কাজ দ্রুত শেষ করানোর জন্য নতুন করে চাপ তৈরি করতে চাইছে বিজেপি-র কাছাড় জেলা কমিটি। ওই প্রকল্পের কাজ দেখতে ২৬ নভেম্বর ডিমা হাসাও যাচ্ছে দলের একটি প্রতিনিধিদল। তাতে থাকবেন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ, জেলা সভাপতি কৌশিক রাই, দলের রাজ্য মুখপাত্র রাজদীপ রায়-সহ অন্য নেতারা। রাজদীপবাবুর বক্তব্য, ২১৩ কিলোমিটার দীর্ঘ ওই প্রকল্পের কাজ ১৭ বছরে শেষ হল না। কোনও কারণ ছাড়াই দেরি করা হচ্ছে। তাঁর কথায়, “অফিসার-ঠিকাদারদের একাংশ প্রকল্পের কাজে বিলম্ব করছেন। এতে প্রকল্প-ব্যয় বেড়ে যাচ্ছে। অনেকের মুনাফাও বাড়ছে।” সম্প্রতি, রাজ্যপাল জানকীবল্লভ পট্টনায়ক লামডিং-শিলচর ব্রডগেজের কাজকর্মের বিষয়ে জানতে সংশ্লিষ্ট দফতরের অফিসারদের সঙ্গে কথা বলেন। প্রশাসনিক সূত্রের খবর, রেলকর্তারা রাজ্যপালকে জানিয়েছেন, ২০১৫ সালের মার্চ মাসের মধ্যেই ওই ব্রডগেজ লাইনে ট্রেন চলবে। ২৬ নভেম্বর ‘ব্রডগেজ অভিযান’ ছাড়াও কয়েকটি কর্মসূচি নিয়েছে বিজেপি। দলের জেলা সভাপতি কৌশিক রাই জানিয়েছেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরতে জেলার সব ক’টি ব্লকে ধর্না হবে। ২ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ব্লকে একদিনের ওই কর্মসূচি চলবে। কাছাড় জেলা পরিষদ এবং ডিআরডিএ-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেও সরব হয়েছে বিজেপি। ওই সব দুর্নীতির অভিযোগের তদন্তের দায়িত্ব সিবিআই-কে দেওয়ার দাবিতে ১১ ডিসেম্বর জেলা পরিষদ অবরোধেরও ডাক দেওয়া হয়েছে। |
|
|
|
|
|