|
|
|
|
মণিপুরে আহত জওয়ানের মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মণিপুরের ইম্ফলে গতকালের বিস্ফোরণে জখম জওয়ানের মৃত্যু হয়েছে। বঙ্গাইগাঁওয়ে গ্রেনেড বিস্ফোরণে জখম শিশুটি অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, বঙ্গাইগাঁওয়ে বিস্ফোরণের পিছনে এনডিএফবি-র সংবিজিত্ গোষ্ঠীর হাত ছিল। ইম্ফল বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইউএনএলএফ।
গতকাল বিকেল চারটে নাগাদ কেইসমপত জন-স্বাস্থ্যকারিগরি বিভাগের সামনে জঙ্গি-বিস্ফোরণে জখম হন আসাম রাইফেল্স জওয়ান রাজীব শর্মা। স্থানীয় একটি দোকানের মালিকেরও আঘাত লাগে। রাতে হাসপাতালে মৃত্যু হয় রাজীব (৩২) নামে ওই জওয়ানের। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি হিমাচল প্রদেশে।
গতকাল বিকেলে উত্তর বঙ্গাইগাঁওয়ে একটি দোকানের সামনে জঙ্গিরা গ্রেনেড ছোঁড়ে। বিস্ফোরণে তিন শিশু-সহ ছ’জন পথচারী জখম হন। বছর তিনেকের একটি শিশু গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। এডিজি এ পি রাউত জানান, ওই ঘটনায় এনডিএফবি-র সংবিজিত্ গোষ্ঠীর হাত রয়েছে। আলফা স্বাধীন ও সংবিজিত্ গোষ্ঠী অসমকে অশান্ত করার চক্রান্ত করছে। উজানি অসম ও নামনি অসমে পরপর বিস্ফোরণ, তোলাবাজি করার ছক কষেছে তারা। জঙ্গি-নাশকতা রুখতে ৯টি জেলাকে সতর্ক করা হয়েছে। জেলার এসপিদের নিয়ে ২৮ নভেম্বর বিশেষ বৈঠক ডাকা হয়েছে।
গতকাল রাতে গোয়ালপাড়ার দুধনৈ স্টেশন থেকে রাভা জঙ্গি সংগঠন আরএনএলএফ-এর সেনাধ্যক্ষ সুনীল রাভাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মেঘালয়ের এক রেশম কর্তাকে অপহরণ করেছিল আরএনএলএফ। তাঁকে উদ্ধার করতে গেলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়। সংঘর্ষে চার জঙ্গির মৃত্যু হয়েছিল। অপহৃতকে উদ্ধার করা হয়।
পুলিশের কাছে খবর পৌঁছেছিল, গতকাল রাতের ট্রেনে সেনাধ্যক্ষ সুনীল গুয়াহাটি যাবে। সেই মতো জাল ফেলে পুলিশ। নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে সুনীল ও তার শাগরেদ গুলি চালায়। গ্রেফতার করা হয় সুনীলকে। |
|
|
|
|
|