|
|
|
|
নীতীশ সরকারের বিরুদ্ধে পাল্টা-রিপোর্ট বিজেপির |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
নীতীশ সরকারের পাল্টা রিপোর্ট কার্ড পেশ করে বিজেপির পক্ষ থেকে সরকারকে ‘পঙ্গু’ এবং ‘অকেজো’ বলে অভিহিত করলেন একদা নীতীশের লেফটেন্যান্ট, সরকারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী সুশীল মোদী। নীতীশের রিপোর্ট কার্ডকে তাঁর ‘ব্যক্তিগত রেশন কার্ড’ বলে উল্লেখ করে গত পাঁচ-ছ’মাসে, জেডিইউ সরকারের আমলে সন্ত্রাসবাদ লাগামছাড়া হয়েছে বলে মোদীর অভিযোগ। তিনি বলেন, “রাজ্যের উন্নয়ন যেভাবে থমকে গিয়েছে তার জন্য দায়ি নীতীশ কুমারই।” বিহারের বিশেষ মর্যাদার নামে নীতীশ কুমার যে মানুষকে ‘মিথ্যে আশ্বাস’ দিচ্ছেন বলে অভিযোগ তুলে সুশীল মোদীর বক্তব্য, “এই সরকারের হাতে জমি নেই। বিনিয়োগের প্রস্তাব ফিরে যাচ্ছে কেবল জমির অভাবে। সুতরাং বিশেষ মর্যাদা পেলেও তার সুবিধা নীতীশ সরকার নিতে পারবে না।” প্রাক্তন অর্থমন্ত্রীর বক্তব্য, “বিশেষ রাজ্যের মর্যাদার বিষয়টি এমন ভাবে প্রচার করা হচ্ছে যেন এটা পেলেই বিহারের সব সমস্যার সমাধান হয়ে যাবে।
আমি অর্থ মন্ত্রী ছিলাম। জানি, রাজ্যে তিন লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব শুধুমাত্র জমির অভাবেই ফিরে গিয়েছে।”
গত কাল রাজ্য সরকারের সাফল্য এবং আগামী দিনের কাজের প্রতিশ্রুতি সম্বলিত রিপোর্ট কার্ডটি পেশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই কাজের খতিয়ান নিয়ে বিজেপি নেতৃত্ব আজ অভিযোগ করেছেন, ১৬ জুন বিজেপি থেকে বিচ্ছিন্ন হওয়ার পর নীতীশ কুমার এই সরকারের যেটুকু যা সাফল্য তার কৃতিত্ব শুধু জেডিইউ-এর বলে প্রচার করছে। মোদী বলেন, “সরকারের হাতে অর্থ নেই। পুরনো প্রকল্প শেষ করতে পারছে না। নতুন ঘোষণা হচ্ছে। কী ভাবে কাজ হবে, কোথা থেকে টাকা আসবে তার কোনও ব্যাখ্যা নীতীশ দিতে পারেননি।” তাঁর অভিযোগ, সন্ত্রাসবাদের জন্য বিদেশি পর্যটকরা রাজ্যে আসতে ভয় পাচ্ছেন।
কেমন চলছে তার ব্যাখ্যা দিতে গিয়ে মোদী বলেন, “সচিবরা মন্ত্রীদের কথা শুনছেন না। মুখ্যমন্ত্রী বিভিন্ন দফতরের দায় নিজের হাতে রাখায় বন্ধ হয়ে গিয়েছে কাজ। সচিবরা তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না। দফতরের কাজকর্ম নিয়ে প্রয়োজনীয় পরামর্শ করতে পারছেন না। কাজ হবে কী করে?” গত সাড়ে পাঁচ মাসে বুদ্ধগয়া এবং পটনার গাঁধী ময়দানে যে বিস্ফোরণ ঘটেছে তাতে সরকারের উদাসীনতা এবং আইন-শৃঙ্খলার প্রতি নরম মনোভাবই প্রকাশ পেয়েছে। সুশীল মোদীর কথায়, “কেন্দ্রীয় গোয়েন্দাদের বার্তা পাওয়ার পরেও সরকার সতর্কতা মূলক ব্যবস্থা নেয়নি।” বিধানসভার বিরোধী দলনেতা, বিজেপি-র নন্দকিশোর যাদব বলেন, “সংগঠিত অপরাধ বেড়ে গিয়েছে। মাওবাদী সন্ত্রাস, জমি মাফিয়া এবং সন্ত্রাসবাদের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। বিহারের সরকার দূর্বল হয়ে গিয়েছে এটা বুঝেই সন্ত্রাসবাদীরা এখানে নিশ্চিন্তে ঘাঁটি গেড়েছে।”
|
|
|
|
|
|