অবশেষে রবিবার সকাল থেকে মেট্রো চালানোর অনুমতি দিল রেল বোর্ড। ২২ ডিসেম্বর থেকে সকালে মেট্রো চালানো হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। এ বার থেকে প্রতি রবিবার মেট্রো মিলবে সকাল ১০টা থেকে। কাজের দিনে সকাল ৭টা থেকে মেট্রো চললেও, এতদিন রবিবার মেট্রো চলত দুপুর ২টো থেকে। যাত্রীরা অনেক দিন ধরেই রেলের কাছে দরবার করছিলেন, রবিবার সকালেও পরিষেবা চালু করার জন্য। সেই অনুরোধে সাড়া দিয়েই রেল প্রতিমন্ত্রী এই সিদ্ধান্ত নেন। রেল বোর্ডের তরফেও সবুজ সঙ্কেত দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে কতক্ষণ অন্তর ট্রেন চলবে, তা এখনও ঠিক হয়নি।
কিন্তু মেট্রোর যা হাল, তাতে এমনিতেই মাঝেমধ্যেই ভেঙে পড়ছে পরিষেবা। তাই নতুন করে রবিবারের এই অতিরিক্ত বোঝার চাপ মেট্রো নিতে পারবে কি না, প্রশ্ন উঠছে তা নিয়ে। এ বিষয়ে রেল প্রতিমন্ত্রী জানান, মেট্রোর সুষ্ঠু পরিষেবা বজায় রাখতে বেশ কয়েকটি পরিকল্পনা নেওয়া হয়েছে। তাতে কিছুটা সুফলও মিলেছে। ফলে রবিবার সকাল থেকে মেট্রো চললে নতুন কোনও অসুবিধা হওয়ার কথা নয় বলেই মন্তব্য করেন তিনি। সংসদীয় কমিটিও গত সপ্তাহে কলকাতায় এসে রবিবারে মেট্রো চালানো নিয়ে যাত্রীদের দাবিতেই সিলমোহর দিয়ে যায়।
মেট্রোর দাবি, গত ১৯ দিন ধরে মেট্রো পরিষেবা প্রায় ১০০ শতাংশ স্বাভাবিক। কোনও যান্ত্রিক ত্রুটি হয়নি, মেট্রো চলেছে সময় মেনেই। |
কিন্তু রাতারাতি মেট্রো চলাচলে পরিষেবার এই পরিবর্তন হল কী করে? মেট্রো সূত্রে খবর, প্রধানত মেট্রোর টানেলে এখন ‘গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন’ বা জিএসএম প্রযুক্তির মোবাইল ব্যবহার করার নেটওয়ার্ক সিস্টেম চালু হয়েছে। ফলে চালকেরা (মোটরম্যান) রেকের যে কোনও গোলমাল দেখলেই টানেল থেকে সরাসরি কন্ট্রোলে যোগাযোগ করতে পারছেন। ১৫৫ জন মোটরম্যানকেই ওই মোবাইল দেওয়া হয়েছে। যাতে গোলমাল হলে সঙ্গে সঙ্গে কী করতে হবে, তা তাঁরা জেনে নিতে পারেন।
মেট্রোর কর্তারা জানিয়েছেন, গোলমাল হলে চালকদের কী করতে হবে, তা জানানোর জন্য কন্ট্রোলে সারাক্ষণ চার-পাঁচ জন করে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার বসছেন। সঙ্গে সঙ্গে চালকদের প্রশ্নের সরাসরি জবাব দেওয়া যায়। দ্বিতীয়ত নোয়াপাড়া কোচ ইয়ার্ডকেও ঢেলে সাজার ব্যবস্থা হয়েছে। যাতে রক্ষণাবেক্ষণের পরে রেকের কামরাগুলিতে মাঝপথে ত্রুটি না হয়। তৃতীয়ত, মেট্রোর ট্রেন পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ব্যবস্থা হয়েছে। তাই সময় মতো এক দৌড়েই মেট্রো পৌঁছে যাচ্ছে তার গন্তব্যে।
এ ছাড়া, পরিষেবা লাগাতার স্বাভাবিক রাখতে আগামী বছরে আরও কয়েকটি পরিকল্পনা নেওয়া হবে। আগামী বছরের শেষে আরও তিনটি বাতানুকূল রেক চলে আসছে বলে জানিয়েছেন মেট্রো কর্তারা। আরও তিনটি নতুন রেক এলে পুরনো আরও তিনটি রেককে বাতিল করা হবে। পুরনো রেকগুলির কয়েকটির ইতিমধ্যে খোলনলচে বদলে দেওয়া হয়েছে। পাল্টাচ্ছে সিগন্যাল ব্যবস্থাও। সব মিলিয়ে নতুন বছরের শুরু থেকেই পরিষেবা আরও চাঙ্গা করে দেওয়া হবে বলে মেট্রো কর্তাদের আশা।
|