সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরু থেকে রবিবারেও সকাল থেকেই মেট্রো চলবে। এমনটাই পরিকল্পনা করছেন মেট্রো কর্তৃপক্ষ।
রবিবার ছুটির দিন হওয়ায় এত দিন মেট্রো চলত দুপুর ২টো থেকে। সকালে মেট্রো চালানোর জন্য যাত্রীরা বহুদিন ধরেই আর্জি জানিয়ে আসছিলেন। কিন্তু ফল মেলেনি। রেল পরিবহণ খতিয়ে দেখতে সোমবার রেলের সংসদীয় কমিটি এসেছিল কলকাতায়। মেট্রোর সঙ্গে বৈঠকে রবিবার সকালে ট্রেন চালানোর প্রসঙ্গটি ওঠে। এর পরেই নড়েচড়ে বসেন মেট্রোকর্তারা।
রেল বোর্ড সূত্রে খবর, রেল প্রতিমন্ত্রী অনেক দিন ধরেই রবিবার সকাল থেকে মেট্রো চালানোর বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছিলেন। রেলের সংসদীয় কমিটিও বিষয়টি নিয়ে তাঁদের রিপোর্টে সবুজ সঙ্কেত দিলে রবিবার সকালে মেট্রো চালানোর ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না। |
রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীও চান, অন্যান্য দিনের মতো রবিবার সকাল থেকেই মেট্রো চলুক। তিনি এ দিন জানান, সংসদীয় কমিটি তাঁদের রিপোর্টে বিষয়টি রাখলে তা প্রণয়ন করতে সুবিধাই হবে। অধীরবাবু বলেন, “আমিও চাই রবিবার সকালে অন্যান্য দিনের মতোই মেট্রো চলুক। তবে কিছু প্রযুক্তিগত সমস্যা আছে।” তবে ওই সব সমস্যা শীঘ্রই মিটিয়ে দেওয়া যাবে বলেও তিনি জানিয়েছেন।
কেন রবিবার সকালে মেট্রো চালানো হবে না, মেট্রোকর্তাদের কাছে তার কারণ জানতে চেয়েছিলেন সংসদীয় কমিটির সদস্যেরা। মেট্রো কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ ও কর্মী সঙ্কটের কারণ দেখান। কিন্তু কমিটির সদস্যরা তা মানতে চাননি। উল্টে তাঁরা বলেন, ৬ মাস আগেও পরিদর্শনের সময়ে একই কথা বলা হয়েছিল। তার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মেট্রোকর্তাদের কাছে কমিটির প্রশ্ন ছিল, ‘প্রশাসনের তরফে আপনারাই তো পরিষেবা বাড়াতে উদ্যোগী হবেন। আমাদের বলতে হবে কেন?” এই প্রশ্নের উত্তর দেননি মেট্রোকর্তারা। তার পরে মেট্রোকর্তাদের বিষয়টি নিয়ে পরিকল্পনা পাঠাতে বলে কমিটি।
এমনিতেই মেট্রো লোকসানে চলছে। যাত্রী-ভাড়া বাড়িয়েও লোকসান তেমন অনুপাতে কমেনি বলে কর্তাদের বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে রবিবারে ৬ ঘণ্টা ট্রেন পরিষেবা বাড়াতে গেলে খরচ আরও বাড়বে। পাশাপাশি চাহিদা বাড়বে মোটরম্যানেরও। এমনিতেই এখন মেট্রোয় মোটরম্যানের যথেষ্ট অভাব। চাহিদা মেটাতে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল থেকে অতিরিক্ত মোটরম্যান চাওয়া হয়েছে। তবে ওই সব অসুবিধা খুব শীঘ্রই দূর হয়ে যাবে বলে আশা করছেন মেট্রো কর্তৃপক্ষ।
বিদেশে তো বটেই, দিল্লি-সহ অন্য রাজ্যগুলিতেও রবিবার মেট্রো চলে অন্যান্য দিনের মতো সকাল থেকে। সে ক্ষেত্রে কলকাতা শুধু ব্যাতিক্রম। মেট্রোর যাত্রী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার যদি ১৫ মিনিট অন্তরও একটি করে মেট্রো চালানো যায়, তবে যাত্রীরা যথেষ্টই লাভবান হবেন বলে মনে করেন তাঁরা।
মেট্রোর পাশাপাশি সংসদীয় কমিটি পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের শহরতলির ট্রেনে বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বলেছে। ইদানীং ট্রেনে মহিলাদের উপরে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে যাওয়ায় ট্রেনে মহিলাদের নিরাপত্তার বিষয়টিতে বিশেষ করে নজর দিতে বলা হয়েছে। প্রয়োজনে আরও মহিলা আরপিএফ নিয়োগেরও ব্যবস্থা করতে বলা হয়েছে। |