মার্কোস ফালোপার ইস্টবেঙ্গলের কোচিং জীবন সরু সুতোর ওপর ঝুলছে। ক্লাব কর্তারা এখনও তাঁকে সরানোর কোনও ইঙ্গিত না দিলেও আজ গোয়ায় ম্যাচ জিততে না পারলে ব্রাজিলিয়ান কোচকে রাখা নিয়ে জলঘোলা হলেও হতে পারে। কারণ, ওই ম্যাচের পর অনেক দিন সময় পাবেন ক্লাব কর্তারা। আই লিগ বন্ধ থাকবে তখন।
আজ মঙ্গলবার গোয়ায় স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ অন্তত ফালোপার জন্য। মাঠে নামার চব্বিশ ঘন্টা আগে ফালোপার সঙ্গে কথা বলেও মনে হল তিনি বেশ চাপেই আছেন। এতটাই যে, নিজের দলের পারফরম্যান্স নিয়েও যেন আর আত্মবিশ্বাসী হতে পারছেন না মোগাদের কোচ। বলে দিলেন, “মঙ্গলবার ইস্টবেঙ্গল নয়, স্পোর্টিং-ই ফেভারিট।”
কল্যাণীতে সালগাওকর ম্যাচে হারের পর ফালোপাকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন সদস্য- সমর্থকরা। ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য এখনও পর্যন্ত কোচের পাশেই আছেন। লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, “সময় আসলে ভেবে দেখা হবে। এখনও আমরা এই বিষয়ে কিছু ভাবিনি।” কর্তাদের মনোভাবেই পরিষ্কার তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন।
দলের এক নম্বর স্ট্রাইকার চিডিকে বাদ দিয়ে গোয়ায় টিম নিয়ে গিয়েছেন ফালোপা। চিডির বাদ যাওয়ার পিছনে চোট না অন্য কোনও কারণ আছে তা নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই ব্রাজিলীয় কোচ অবশ্য এ দিন গোয়া থেকে ফোনে বলে দিয়েছেন, “চিডির অনেক পরিবর্ত আছে টিমে। আপনারা বার বার ওঁর কথা কেন জিজ্ঞাসা করছেন বুঝতে পারছি না?” |
চিডি না থাকায় স্পোর্টিংয়ের বিরুদ্ধে সম্ভবত জেমস মোগাকে সামনে রেখে এক স্ট্রাইকারে খেলার পরিকল্পনা রয়েছে ব্রাজিলীয় কোচের। জোয়াকিম আব্রাঞ্জেসকে উইথড্রন ফরোয়ার্ড হিসেবে খেলাতে পারেন তিনি। নওবার পরিবর্তে খাবরাকে রাইট ব্যাকে খেলাতে পারেন। কিপার অভিজিৎ মণ্ডলের জ্বর ছিল। মঙ্গলবার অবশ্য দলের সঙ্গে পুরো অনুশীলনই করেছেন তিনি। গোলে তাঁরই খেলার সম্ভাবনা বেশি। তবে আজ সকালে প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানালেন ফালোপা। টিম নিয়ে জিজ্ঞাসা করা হলে বলে দিলেন, “আমি ব্রেকফাস্ট করতে করতে টিম করব।”
আই লিগে চার ম্যাচ খেলে দু’টিতে হেরেছেন মেহতাব-ওপারারা। যে জন্য লিগ টেবিলেও অনেকটাই পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। চার পয়েন্ট নিয়ে রয়েছে এগারো নম্বরে। সেখানে স্পোর্টিং ক্লুব সাত ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। তবু নিজের দলের ধারাবাহিকতার অভাব রয়েছে বলে দাবি করেছেন কোচ অস্কার ব্রুজোন। চিন্তিত স্প্যানিশ কোচ বলে দিয়েছেন, “দু’টি ম্যাচ ভাল খেলার পর একটি ম্যাচে হঠাৎ করেই পারফরম্যান্স খারাপ হয়ে যাচ্ছে আমার টিমের। একেবারে ধারাবাহিকতা নেই। এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়।”
|
মঙ্গলবারে আই লিগ
ইস্টবেঙ্গল : স্পোর্টিং ক্লুব (দুলের, ৩-৩০)
রাংদাজিয়েদ : সালগাওকর (শিলং, ৫-০০)
|