চিডি এডেকে বাদ দিয়েই আজ রবিবার গোয়া যাচ্ছে ইস্টবেঙ্গল। স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে খেলতে।
কিন্তু দলের এক নম্বর স্ট্রাইকার কেন বাদ? চোট? না পারফরম্যান্সের অভাব? তা নিয়ে তৈরি হয়েছে সামান্য ধোঁয়াশা। এবং সেটা কোচ মার্কোস ফালোপার একটি মন্তব্যের জেরেই। শনিবার তিনি বলে দিয়েছেন, “আমি চিডির চোটের বিষয়ে কিছুই জানি না। চোটের ব্যাপারে ডাক্তার সব জানে।” গলার রীতিমতো বিরক্তি এবং উষ্মা!
চব্বিশ ঘণ্টা আগে সালগাওকর ম্যাচে হারের পর ট্রেভর মর্গ্যানকে জড়িয়ে অনভিপ্রেত কিছু কথা বলে হঠাৎই বিতর্ক তৈরি করেছিলেন লাল-হলুদের ব্রাজিলিয়ান কোচ। এ দিন সেই বিতর্ক থেকে বেরিয়ে আসার জন্য কার্যত ভুল স্বীকার করে নিয়েছেন ফালোপা। “ওটা বলা ঠিক হয়নি। ম্যাচ হারার পরে মর্গ্যানকে নিয়ে খোঁচাটা ভাল লাগেনি।”
কিন্তু চিডি নিয়ে এ দিন তাঁর মন্তব্যের পর ফের তৈরি হয়েছে বিতর্ক। দলের সহ সচিব এবং ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত বললেন, “চিডির ডান হাতের মাসল ছিঁড়ে গিয়েছে। দিন সাতেক লাগবে মাঠে ফিরতে। এটা অনেক দিন আগেই হয়েছে। হাতের ওই চোটটা থাকলে দৌড়তে সমস্যা হয়। পারফরম্যান্সে প্রভাব পড়ে। সেটা উপেক্ষা করেই এতদিন খেলছিল। স্ক্যান করার পরই ধরা পড়ে মাসল ছিঁড়েছে।” কিন্তু প্রশ্ন হল, দলের ডাক্তাররা কি কোচকে চিডির চোটের ব্যাপারে কিছু বলেননি? চিডির জায়গায় সুবোধকুমারকে গোয়া নিয়ে যাওয়ার সিদ্ধান্ত তো নিয়েছেন কোচই। তা হলে কোচ কেন বলছেন, তিনি কিছু জানেন না? গোল না পেয়ে পেয়ে তীব্র চাপে থাকা চিডি অবশ্য ফোন ধরেননি। তাই কাটানো যায়নি ধোঁয়াশাও।
সালগাওকর ম্যাচে হারলেও গোয়া সফরের আগে ফালোপা তা নিয়ে চিন্তিত নন। “হারটা পার্ট অব দ্য গেম। স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে লড়াইটাও কঠিন। কিন্তু আমরা ফিরে আসবই,” গোয়া যাওয়ার আগের দিন বলে দিয়েছেন মোগাদের কোচ। কালীপুজোর দিন ইস্টবেঙ্গলে কোনও অনুশীলন ছিল না। কিন্তু শুক্রবার কল্যাণীতে সমর্থকদের চটি-জুতো হাতে টিম-বাস ঘিরে বিক্ষোভ যে তাঁকে ভাবাচ্ছে, তা গোপন করেননি লাল-হলুদ কোচ। কিছুটা চিন্তিত হয়ে তিনি এ দিন বলছিলেন, “টিম হারলে এটা হয়। আগেও কোচিং করতে গিয়ে এ রকম হয়েছে। তবে শিক্ষিত দর্শকরা এ রকম করে না। তারা খারাপ সময়ে সব সময় দলের পাশে থাকে। আশা করব আমাদের সমর্থকরাও এখন সেটাই করবে।”
কোচের মন্তব্য নিয়ে এখনই অবশ্য আলোচনায় বসার কথা ভাবছেন না ইস্টবেঙ্গল কর্তারা। দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, “এখন টিম গোয়া যাচ্ছে। এটা আলোচনার সময় নয়। গোয়া থেকে টিম ফিরুক। তার পর দেখা যাবে। তবে উনি কী বলেছেন, সেটাই তো সঠিক জানি না।”
চিডি না যাওয়ায় স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে মোগার সঙ্গী হবেন বলজিৎ সিংহ বা জোয়াকিম আব্রাঞ্চেজ। মঙ্গলবার ম্যাচে বাকি দল অপরিবর্তিত থাকবে বলেই টিম সূত্রের খবর। |