আলো থেকে ফের অন্ধকারে আব্দুল আজিজের মহমেডান। শিলং-এ ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ামস বমফিনের জোড়া গোলের ধাক্কায়।
১-০ গোলে পিছিয়ে ১-১ করার পর টোলগে ওজবেদের থেকে পুরো পয়েন্ট কেড়ে নেয় পাহাড়ের দলটি। মূলত উইলিয়ামসের জন্যই। হতাশ মহমেডান কোচ ফোনে বললেন, “খুবই খারাপ ফল। পুরো দল বাজে খেলেছে আজ।” পাশাপাশি লাজংয়ের কাছে হারকে ‘অপ্রত্যাশিত’ বলে আজিজ যোগ করেন, “বুঝলাম না কী করে লাজংয়ের কাছে হারলাম। ওরা খুবই দুর্বল দল। ওদের থেকে সব ক্ষেত্রেই আমরা শক্তিশালী। আমাদের দলে ভাল ফুটবলারের অভাব নেই। এ রকম ম্যাচে তিন পয়েন্ট না পেলে আর কবে পাব?”
জেতার জন্য মরিয়া আজিজ চার বিদেশি নিয়ে প্রথম দল সাজিয়েছিলেন এ দিন। কিন্তু শুরু থেকেই মহমেডানের রক্ষণকে নাজেহাল করে ছাড়েন উইলিয়ামস। প্রথমার্ধের মাঝামাঝি হাতে বল লাগান মহমেডানের এক ডিফেন্ডার। |
শিলংয়ের জোড়া গোলের নায়ক উইলিয়ামস। |
শিলংকে ১-০ এগিয়ে দেন তাদের ব্রাজিলিয়ান স্ট্রাইকারই। কিন্তু কিছুক্ষণ পরেই প্রতি আক্রমণে মহমেডানের ব্রাজিলিয়ান তারকা জোসিমার গোল করে ১-১ করেন। দ্বিতীয়ার্ধেও ম্যাচ মুঠোয় পুরে নিতে ব্যর্থ হয় মহমেডান। অজয় সিংহ, মণীশ মৈথানিদের নামিয়েও গোল পায়নি আজিজের দল। আইএমজির সঙ্গে চুক্তিবদ্ধ ইসফাক আমেদও সাদা-কালো জার্সি পরে নেমে চূড়ান্ত ব্যর্থ।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ফের উইলিয়ামসের দুর্দান্ত শটে ২-১ করে শিলং। আর সমতা ফেরাতে পারেনি মহমেডান। জোসিমার গোল পেলেও টোলগে এ দিন কিছু করতে পারেননি। পেনও ফিরতে পারছেন না নিজের ফর্মে। টোলগে-পেন-লুসিয়ানোদের ব্যর্থতার সুযোগ নিয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচ জেতার স্বাদ পায় লাজং।
আই লিগ টোলগেদের পরের ম্যাচ বুধবার। পুণেতে মহমেডানের প্রতিপক্ষ মুম্বই এফসি। ওই ম্যাচে তাঁর দল ঘুরে দাঁড়াবে, আশাবাদী মহমেডান কোচ। বললেন, “শিলংয়ের হারের কথা ভুলে গিয়ে আবার ঘুরে দাঁড়াতে হবে। জয়-হার খেলারই অঙ্গ। কিন্তু মুম্বই এফসির বিরুদ্ধে এর থেকে অনেক বেশি উন্নতি করতে হবে আমাদের। তবেই আমরা আবার জয়ে ফিরতে পারব।”
মহমেডান: অশোক, রাকেশ, লুসিয়ানো, হেমব্রম, পাইতে (অজয়), পেন, কলিন, সন্দীপ (মণীশ), ইসফাক (ইজরাইল), টোলগে, জোসিমার। |