উত্তর দিনাজপুরের রূপাহার থেকে ডালখোলা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়ক মেরামতির দাবিতে আন্দোলনে নামার কথা ঘোষণা করল সিপিএম। শুক্রবার বিকালে ওই ঘোষণা করেন সিপিএমের জেলা সম্পাদক বীরেশ্বর লাহিড়ী ও সিটুর জেলা সম্পাদক সুবীর বিশ্বাস। তাঁরা জানান, আগামী ২৯ অক্টোবর ইটাহারের বাঙার চেকপোস্ট থেকে চোপড়ার সোনাপুর পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার জাতীয় সড়কের বিভিন্ন এলাকার ৩৪টি জায়গায় পথ অবরোধ করা হবে। সকাল ১০ টা থেকে আধঘন্টা ওই অবরোধ চলবে। সুবীরবাবু বলেন, “গত ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসন আমাদের দ্রুত জাতীয় সড়ক মেরামতির আশ্বাস দিয়েছিলেন! কিন্তু কোনও কাজ হয়নি। সেইকারণেই আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বীরেশ্বরবাবুর অভিযোগ, “জাতীয় সড়ক বেহাল থাকলেও রায়গঞ্জ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি সড়ক মেরামতির ব্যাপারে উদ্যোগী হচ্ছেন না।”এই প্রসঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহ বিভাগের প্রকল্প অধিকর্তা মহম্মদ সইফুল্লা জানান, ৩৫ কোটি টাকা বরাদ্দে খুব শীঘ্রই জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু হয়ে যাবে। চারলেন রাস্তা তৈরির কাজে জমি অধিগ্রহণে সমস্যার কারণে সড়ক মেরামতির কাজ শুরু হতে দেরি হচ্ছে। আর রায়গঞ্জের সাংসদ দীপাদেবীর দাবি, “আমি বহুবার নির্দিষ্ট মন্ত্রকে কথা বলেছি। নভেম্বর মাসের মধ্যে সড়ক মেরামতির কাজ শুরু হবে। সিপিএম লোক দেখানো আন্দোলন শুরু করেছে।”বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই যানজট ও দুর্ঘটনা ঘটছে। বাস, ট্রাক ও ট্রেকার সহ বিভিন্ন গাড়ি বিকল হয়ে পড়ায় পরিবহণ মালিকেরা ক্ষতির মুখে পড়ছেন। ব্যবসায়ীরা সময়ে পণ্য আনা নেওয়া করতে পারছেন না।
|
বাংলাদেশে রফতানি করার পথে মালদহ থেকে ১৫ লক্ষাধিক টাকার পেঁয়াজ লুঠের অভিযোগের পরে দেড় সপ্তাহ কেটে গেলেও ঘটনার কিনারা না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ব্যাঙ্গালুরু থেকে ৩৫৩ বস্তা পেঁয়াজ দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের রফতানিকারক রমানাথ সাহা বাংলাদেশে পাঠাচ্ছিলেন। গত ১৪ অক্টোবর মালদহের ইংরেজবাজার থানার ব্যসপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাক চালককে মারধর ট্রাক নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। পরদিন গাজল এলাকা থেকে ট্রাকটি পুলিশ উদ্ধার করলেও পেঁয়াজ পাওয়া যায়নি। মালদহ মার্চেন্ট চেম্বার কর্মাসের সম্পাদক উজ্জ্বল সাহা অভিযোগ করে বলেন, “অভিযোগ জানানোর পাশাপাশি জেলা পুলিশ সুপারকেও বিষয়টি জানানো হয়েছিল। যদিও এখনও পযর্ন্ত পুলিশ এক বস্তা পেঁয়াজও উদ্ধার করতে পারেনি। এমন ঘটনা ঘটল কিন্তু তার কিনারা না হওয়ায় জেলার রফতানিকারকদের পাশাপাশি জেলার ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনায় দুষ্কৃতীরা প্রশ্রয় পাবে বলেই মনে করছি।” জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “লুঠের ঘটনায় কারা যুক্ত তাদের চিহ্নিত করা হচ্ছে।”
|
প্রায় ৫ লক্ষ টাকার জালনোট উদ্ধার করল মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ। জালনোট সহ ৩ যুবককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকদের নাম নূর ইসলাম, ফিরোজ শেখ এবং সহিদুল শেখ বৈষ্ণবনগরের জগদাহিটোলার বাসিন্দা। বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে ৪০০টি জাল এক হাজার টাকার নোট এবং ২০০টি জাল পাঁচশ টাকার নোট উদ্ধার করেছে। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধায় বলেন, “ধৃত তিন যুবক একটি বাইকে চেপে জাল নোট নিয়ে কালিয়াচকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ লক্ষীপুর কাটাবাঁধের কাছে হানা দিয়ে ওই যুবকদের গ্রেফতার করে।”
|
কোচবিহার এবং দিনহাটা দুটি পুরসভার দুটি ওয়ার্ডে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। কোচবিহারের ১৭ নম্বর ওয়ার্ডে দীপক ভট্টাচার্য এবং দিনহাটার ৫ নম্বর ওয়ার্ডে জুলি সাহাকে প্রার্থী করা হয়েছে।
|
বারাণসীতে কোচবিহারের বাসিন্দাদের থাকার ব্যবস্থার বিষয়ে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রের খবর, প্রায় তিন কাঠা জমিতে বাড়ি তৈরি করা হয়েছে। সেখানে থাকার সমস্তরকম প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। বৃহস্পতিবার মহকুমা শাসক বিকাশ সাহা ওই কাজের তদারকি করতে সেখানে যান। মহকুমা শাসক জানান, প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। একসঙ্গে ছয়টি পরিবার যাতে সেখানে থাকতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। কোচবিহারের যাত্রীদের কথা ভেবেই ওই প্রকল্পের কাজ শুরু করা হয়। বারাণসীতে তিন কাঠা জমিতে হাওয়ামহল নামে প্রকল্পের কাজ করছে প্রশাসন। সাড়ে ১৪ লক্ষ টাকায় তীর্থযাত্রীর জন্য ঘর তৈরি করা হয়েছে।
|
ধানখেত থেকে এক সদ্যোজাত কুড়িয়ে হেফাজতে রেখেছিলেন দম্পতি। প্রশাসনের নির্দেশে ৪ দিন পর সদ্যোজাতকে দম্পতির হেফাজত থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করাল পুলিশ। মালদহের চাঁচলের চান্দোয়া দামাইপুরের ঘটনা। গত সোমবার ধানখেতে একটি মাটির হাঁড়ির মধ্যে ফেলে রাখা হয়েছিল ওই সদ্যোজাতকে। চারদিন ধরে শিশুটিকে আগলে রাখা সোনো বিবি বলেন, “আমাদের পাঁচটি মেয়ে। আইন মেনে ওই শিশুটিকে দত্তক দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাব।”
|
দিল্লি থেকে বাড়ি ফেরার পথে বাসস্টান্ড থেকে অচৈতন্য এক যুবককে উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে মালদহের চাঁচল বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। তাঁকে চাঁচল হাসপাতালে ভর্তি করানো হয়। মাদক মেশানো খাবার খাইয়ে তাঁর টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়েছে বলে সন্দেহ পুলিশের। ওই যুবকের নাম আসরাফুল ইসলাম। বছর পঁচিশের ওই যুবক দিল্লিতে শ্রমিকের কাজ করেন। পকেটে সচিত্র পরিচয়পত্র দেখে চাঁচলে তাঁর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়। বাসে না ট্রেনে তাঁকে দুষ্কৃতীরা মাদক খাইয়েছিল তা পুলিশ দেখছে। |