পাহাড় সমস্যা সমাধানে রাজ্য সরকারের সঙ্গে মোর্চার আলোচনার বিষয়টিকে স্বাগত জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার শিলিগুড়িতে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান তিনি। বিমানবাবু বলেন, “আমরা তো আগেই বলেছিলাম যে সমস্ত বিষয় নিয়ে ত্রিপাক্ষিক আলোচনা করা প্রয়োজন। তবে এখন দু’পক্ষের আলোচনা চলছে। পাহাড়ের অর্থনীতির কথা ভেবেই সমস্যার সমাধান করা উচিত।” তবে এই সমাধান কতদিন স্থায়ী হবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বাম আমলে পাহাড় পরিস্থিতি নিয়ে তেমন কোন উদ্যোগ কেন না হয়নি তা নিয়ে তিনি বলেন, “সে সময় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা ছিল। আর এখন আলাদা। সেই সময় তেলঙ্গানা ইস্যু ছিল না।” অন্য দিকে, তৃণমূলের রাজনৈতিক সভার পরে পাহাড়ে সমাবেশ করতে উদ্যোগী হয়েছে সিপিএম। আগামী মাসেই পাহাড়ে জ্যোতি বসুর জন্ম শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা করা হবে বলে জানান তিনি। তা নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। এই সভায় পাহাড়ের অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও আমন্ত্রণ জানান হবে বলে দলীয় সূত্রে খবর। পাহাড়ে পরিচালনার দায়িত্বে জিটিএ সদস্যরা রয়েছে, তাই তাঁদেরও আমন্ত্রণ জানানো হবে। পাহাড়ের তিন মহকুমার সাধারণ মানুষকে নিয়েও একটি প্রকাশ্য সমাবেশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকার পাহাড়ের কর্মীদের বেতন দেওয়ার বিষয়টি নিয়ে বিমানবাবু বলেন, “পাহাড়ে কর্মীদের বেতন দেওয়া হলে সমতলের কর্মীদেরও দেওয়া উচিত। দেখা যাক মুখ্যমন্ত্রী কী করেন।” তবে যে ভাবে পাহাড়ের বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন সদস্যরা তা নিয়ে বিমানবাবু বলেন, “যে দলের কোনও নীতি থাকে না, কর্মসূচি থাকেনা, তার ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করা যায় না। তাই এই যোগদান কতটা স্থায়ী হবে তা দেখতে হবে।”
|
শিলিগুড়ি মহকুমা পরিষদ হাতছাড়া হওয়ার পরে দলকে গোছাতে আসরে নামল দার্জিলিং জেলা সিপিএম। শুক্রবার দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলী ও জেলা কমিটির আয়তন বাড়ানো হয়েছে। দলের রাজ্য সম্পাদক বিমান বসুর উপস্থিতিতেই জেলা সিপিএমের কার্যনিবার্হী সম্পাদক জীবেশ সরকার নতুন সদস্যদের নাম ঘোষণা করেছেন। দলের শ্রমিক সংগঠনের নেতা মেহেবুব আলম এবং চা শ্রমিক নেতা নেতা বাবলু রবিদাসকে জেলা কমিটিতে আনা হয়েছে। সম্পাদকমণ্ডলীর আমন্ত্রিত সদস্য হিসেবে আদিবাসী নেতা ছোটন কিস্কু, ফুলবাড়ি জোনাল কমিটির সভাপতি দিবস চৌবে, শিলিগুড়ি জোনাল কমিটির সভাপতি মুকুল সেনগুপ্ত ডাবগ্রাম জোনাল কমিটির সভাপতি দিলীপ সিংহ, এবং দার্জিলিঙের চা শ্রমিক নেতা সুখবাহাদুর তামাঙ্গকে বেছে নেওয়া হয়েছে। দল সূত্রের খবর, একাধিক নেতাকে গুরুত্বপূর্ণ পদে আনা হচ্ছে না কেন, সেই প্রশ্নে নিচুতলার কর্মীদের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমেছে। তা আঁচ করে সাত জন নেতাকে দলের নানা কমিটিতে নেওয়া হয়েছে বলেও সিপিএমের একাংশ জানিয়েছেন। যদিও জেলা সিপিএমের কার্যনির্বাহী সম্পাদক জীবেশ সরকার বলেন, “সংগঠনের কাজের জন্যই আমরা ৫ জন নতুন আমন্ত্রিত সদস্য নিয়েছি। জেলা কমিটিতেও নতুন দু’জনকে নেওয়া হয়েছে। এর পেছনে অন্য কোনও কারণ নেই।”
|
শুক্রবার দুপুরে আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ উঠেছে। পুরসভার প্রাক্তন সিপিএম চেয়ারম্যান অনুজকান্ত মিত্রের উপর এক রিকশাচালক কাঁচি নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ। হামলার অভিযোগে ধীরেন বিশ্বাস নামে এক রিকশা চালককে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে শহরের ১৮ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, “শহরের সঞ্জয় কলোনি এলাকায় ধৃত ব্যক্তির বাড়ি। হামলায় অনুজবাবুর আঙুলে আঘাত লেগেছে।” পুলিশ জানিয়েছে, প্রাক্তন চেয়ারম্যান অনুজবাবুর বিরুদ্ধে অভিযুক্তর ব্যক্তিগত ক্ষোভ রয়েছে। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা আইনজীবী অনুজবাবু এদিন বলেন, “এদিন দুপুরে বাড়ির পাশে কাউকে গালিগালাজ করতে শুনে বের হই। তার পরেই মদ্যপ অবস্থায় ওই ব্যাক্তি আমার উপর হামলা চালায়। আমার হাতে চোট লেগেছে। ওই ঘটনায় অন্য কারও মদত থাকতে পারে।” ধৃত ধীরেন বিশ্বাস পাল্টা অভিযোগ করে বলেন, “বিবাহবিচ্ছেদ নিয়ে মামলা করতে বলেছিলাম। সেটা না করাতেই অনুজবাবুকে কড়া কথা বলেছি। তবে ওঁকে মারতে চাইনি।” যদিও অনুজবাবু দাবি করেছেন, যে মামলাটির কথা বলা হয়েছে, তা অনেকদিন আগেই মিটে গিয়েছে।
|
মাদারিহাটের টোটোপাড়ার গ্রন্থাগার পুনর্নির্মাণের জন্য প্রায় ১৬ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। পৃথিবীর ক্ষুদ্রতম জনগোষ্ঠী টোটদের বাস টোটোপাড়ায়। ওই এলাকায় গ্রন্থাগার সংস্কারের জন্য রাজ্য সরকারের গ্রন্থাগার দফতর থেকে বরাদ্দ মঞ্জুর করা হয়েছে। শুক্রবার ওই দফতরের অধিকর্তা কল্লোল মুখোপাধ্যায় টোটোপাড়া গ্রন্থাগারের সম্পাদককের হাতে বরাদ্দ টাকার চেক তুলে দেন। টোটোদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে ১৯৮২ সালে ওই গ্রামীন গ্রন্থাগার তৈরি হয়। সম্প্রতি রক্ষণাবেক্ষণের অভাবে ওই গ্রন্থাগারটি বেহাল হয়ে পড়ে বলে অভিযোগ। বই পড়া, আসবাব পত্র রাখার জন্য গ্রন্থাগারের ঘরটি তুলনায় ছোট বলে গ্রন্থাগারের পরিচালন সমিতি সূত্রে জানানো হয়েছে। শুক্রবার টোটোপাড়া হাসপাতাল লাগোয়া এক অনুষ্ঠানে বরাদ্দের চেক তুলে দেওয়া হয়।
|
ট্রেনে চাপিয়ে বাজি নিয়ে যাওয়া রুখতে কড়া ব্যবস্থা নিতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। কালী পুজো এবং দীপাবলির আগে আগে ট্রেনে চাপিয়ে বাজি নিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায় বলে রেল সূত্রে জানানো হয়েছে। সেই প্রবণতা রুখতে এবার কড়া নজরদারি শুরু করেছে রেল। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কর্মাশিয়াল ম্যানেজার অলোকানন্দ সরকার বলেন, “ইতিমধ্যে রেল কর্মীরা বিভিন্ন স্টেশন ও ট্রেনে নজরদারি শুরু করেছেন। সন্দেহভাজনদের ব্যাগ খুলে দেখাতে বলা হচ্ছে। মূলত ট্রেনে বাজি নিয়ে গেলে অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে সে কারণেই এই সর্তকতা।”
|
বাড়ির তালা ভেঙে চুরি হল টাকা এবং সোনা। বৃহস্পতিবার রাতে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির ভক্তিনগর এলাকায় রেল কর্মী ভূষণ চক্রবর্তীর বাড়িতে। পুলিশ জানিয়েছে, সে সময়ে বাড়িতে কেউ ছিলেন না।
|
চোরাই সোনা পাচার করার অভিযোগে গ্রেফতার করা হল তিন জনকে। শুক্রবার শিলিগুড়ি লাগোয়া বিহারের কিষাণগঞ্জ স্টেশনের ঘটনা। এসএসবি, পুলিশ ও শুল্ক দফতরের তরফে এই অভিযান চালানো হয়। |