• সম্প্রতি জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজে ‘বিশ শতকের বঙ্গদেশের সামাজিক পরিবর্তন এবং উত্তরবঙ্গের বিশেষ গুরুত্ব’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন পটনা বিশ্ববিদ্যালয় অধ্যাপক সুমন্ত নিয়োগী। ওই অনুষ্ঠানে ছিলেন কলেজের অধ্যাপক শান্তি ছেত্রী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুচিব্রত সেন, আনন্দগোপাল ঘোষ। দু’দিনের এই আলোচনা সভায় ৩৪ জন গবেষক, অধ্যাপক-অধ্যাপিকা তাঁদের প্রবন্ধ পাঠ করেন।
• জলপাইগুড়ির দর্পণ নাট্যগোষ্ঠী সম্প্রতি এক একাঙ্ক নাট্যসন্ধ্যার আয়োজন করেছিল। অনুষ্ঠানের শুরু স্মৃতিকণা বন্দ্যোপাধ্যায়ের আগমনী গান দিয়ে। মঞ্চস্থ হল দুটি নাটকরিনা ভারতীর ‘বিষ্ণুপ্রিয়া বৃদ্ধাশ্রম’ ও প্রদীপ ঘোষের ‘পাওনা গণ্ডা’। নাটক দর্শকদের কাছে সামাজিক অবক্ষয় প্রতিরোধ, গ্রাম্য পরিবেশে সামাজিক টানাপোড়েনের বার্তা পৌঁছে দিল। অভিনয়, আবহ, আলোসবেতেই ছিল মুন্সিয়ানার ছাপ। অনুষ্ঠানটির দক্ষ সঞ্চালনাও করলেন শর্বরী দত্ত।
• ওড়িশি নৃত্য কর্মশালার আয়োজন করেছিল জলপাইগুড়ি কল্পদীপ, বানারহাট, মালবাজার, ময়নাগুড়ি ও জলপাইগুড়ির ২১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল কর্মশালায়। কর্মশালার শেষ দিন সংস্থার ভবনে শিক্ষার্থীরা উপহার দিল নৃত্যানুষ্ঠান। ছিল শিবস্তুতি, বসন্ত পল্লবী ও কল্যাণ পল্লবী। শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান করা হয়। কর্মশালার প্রশিক্ষক ছিলেন পৌষালী মুখোপাধ্যায়। |