দলবিরোধী কাজের অভিযোগে শিলিগুড়ি মহকুমা পরিষদের নতুন সভাধিপতি জ্যোতি তিরকিকে সাময়িক বরখাস্ত করল সিপিএম। শুক্রবার বামফ্রন্টের রাজ্য সম্পাদক বিমান বসুর উপস্থিতিতে একথা জানান দার্জিলিং জেলা সিপিএমের কার্যকরী সম্পাদক জীবেশ সরকার। তিনি বলেন, “মহকুমা পরিষদে আমাদের দলের সভাধিপতির বিরুদ্ধে ভোট দেওয়া এবং বেআইনিভাবে সভাধিপতি নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জেলা কমিটি ও বর্ধিত জেলা কমিটির সভায় বিষয়টি নিয়ে পর সিদ্ধান্ত হয়েছে।
সম্প্রতি মহকুমা পরিষদের বিরোধী কংগ্রেসের তিন সদস্য তৃণমূলে যোগ দিয়ে সিপিএমের সভাধিপতি পাসকেল মিন্জ এর বিরুদ্ধে অনাস্থা আনেন। অনাস্থা প্রস্তাবে সভাধিপতির বিরুদ্ধে ভোট দেন সিপিএমের জ্যোতিদেবী। তিনি সহকারি সভাধিপতিও ছিলেন। দলের হুইপ অমান্য করে অনাস্থা ভোটে যোগ দেওয়া ও সভাধিপতি নির্বাচনে যাওয়ার জন্য দলের তরফে তাঁকে শোকজ করা হয়। জীবেশবাবুর অভিযোগ, নির্দিষ্ট সময় পার হলেও শো-কজের কোন জবাব দেয়নি জ্যোতি দেবী। সাময়িক বরখাস্তের পাশাপাশি আমরা দলবিরোধী আইনে ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছি।”
তবে দলের তরফ থেকে কোন চিঠি পাননি বলে দাবি করেন জ্যোতি তিরকি। তিনি বলেন, “সাময়িক বরখাস্তের কোনও চিঠি পায়নি। আগেও কোন চিঠি আসেনি আমরা কাছে।” উল্লেখ্য, সাত সদস্যের মহকুমা পরিষদের সিপিএমের ৪ জন সদস্য ছিলেন। কংগ্রেসের ৩ জন। সম্প্রতি ৩ জন কংগ্রেসের সদস্য তৃণমূলের যোগ দেন। সিপিএমের চার জনের মধ্যে সহকারি সভাধিপতি জ্যোতিদেবী দলীয় সভাধিপতির বিরুদ্ধে আনা অনাস্থায় তৃণমূলের পক্ষে দাঁড়ান। জীবেশবাবু বলেন, “সবর্ত্র দখলের রাজনীতি করছে তৃণমূল। মহকুমা পরিষদে কোন আসন না পেয়ে যেভাবে দল ভাঙিয়ে বোর্ড দখল করল তা অনৈতিক। পুরসভাতেও ওঁরা একই কাজ করেছে।” এভাবে দল ছেড়ে যাওয়াকে অবক্ষয় বলেই দাবি করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, “সবকিছুরই অবক্ষয় হয় ও পচন হয়, এক্ষেত্রেও তাই হয়েছে।” |