বাস, অটো বা ট্রেকার দাঁড়ানোর স্থায়ী স্ট্যান্ড নেই। রাস্তার উপরেই সারি দিয়ে দাঁড়িয়ে অটো, বাস ট্রেকার, ট্যাক্সি। আর তার জেরেই ডুয়ার্সের শামুকতলায় দিনভর যানজট চলছে। শুক্রবার সাপ্তাহিক হাটের দিন যানজটের সমস্যা চরমে ওঠে। বাসিন্দাদের যানজটে যেমন নাকাল হতে হয় তেমনিই ছোট-মাঝারি দুর্ঘটনা নিত্য নৈমিত্যিক হয়ে গিয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। |
দীর্ঘ দিন ধরে শামুকতলা স্থায়ী বাস, অটো এবং ট্যাক্সি স্ট্যান্ড স্থাপনের দাবি জানালেও তার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। শামুকতলা এলাকায় চলাচল করা অটোর সংখ্যা দু’শোরও বেশি। পাশাপাশি ছোট গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী ট্রাকতো রয়েইছে। লাগোয়া ১১টি বাগান এবং ৬টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা কাজের সুবাদে শামুকতলা আসেন। ভুটানঘাট, ফাঁসখোয়া, জয়ন্তী, রায়ডাক, ছিপরা, হাতিপোতার মত কয়েকটি পর্যটন কেন্দ্রও শামুকতলা লাগোয়া এলাকায় থাকায়, পর্যটকদের আসা যাওয়াও রয়েছে। যানজটের কারণে সকলকেই ভোগান্তির শিকার হতে হচ্ছে। শামুকতলা স্থায়ী ব্যবসায়ী সমিতি এবং শামুকতলা ক্ষুদ্র হাট ব্যবসায়ী সমিতির তরফে যানজট সমস্যা সমাধানে স্থায়ী স্ট্যান্ড তৈরির দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। আলিপুরদুয়ার ২ বিডিও সজল তামাং বলেন, “শামুকতলায় বাসস্ট্যন্ড স্থাপনের বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলব।” শামুকতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গাব্রিয়েল হাঁসদা বলেন, “শামুকতলায় স্থায়ী বাস স্ট্যান্ড ও ট্যাক্সি স্ট্যান্ড স্থাপন একান্ত জরুরি হলেও জমির অভাবে সে সমস্যা সমাধান করা যাচ্ছে না। জমি খোঁজা হচ্ছে। জমি পেলেই স্থায়ী বাসস্ট্যান্ড ও ট্যাক্সি স্ট্যান্ড স্থাপন করা হবে।” শামুকতলা নাগরিক মঞ্চের সদস্য সঞ্জয় ঝা বলেন, “স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকছে। প্রতিনিয়ত সমস্যা হচ্ছে।” |