তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বের জেরে ভাইস চেয়ারম্যান নির্বাচন করা গেল না ডায়মন্ড হারবার পুরসভায়। একই কারণে আগে বর্ধমানের গুসকরায় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নির্বাচন করা যায়নি। উত্তর ২৪ পরগনার হাবরা এবং বর্ধমান পুরসভার কাউন্সিলরদের শপথগ্রহণের দিনও অশান্তি হয়েছে। ডায়মন্ড হারবার পুরসভার বোর্ড গঠন ছিল শুক্রবার। মহকুমা প্রশাসন ভবনে তা নিয়ে আলোচনায় তৃণমূল পরিচালিত নতুন পুরবোর্ডের প্রধান নির্বাচিত হন মীরা হালদার। তবে ভাইস চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে কাউন্সিলরেরা দু’ভাগ হয়ে যান। তৃণমূল কাউন্সিলরদের মধ্যেই বাক্-বিতণ্ডা বাধে। প্রাক্তন চেয়ারম্যান পান্নালাল হালদারের নাম আলোচনায় থাকলেও তিনি শপথ নিতে পারেননি। ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি আসনের মধ্যে এ বার ১০টি আসন দখল করেছে তৃণমূল। সিপিএম ৩টি, বিজেপি, নির্দল এবং পিডিএস একটি করে আসন পেয়েছে। চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলেও কেন ভাইস চেয়ারম্যান ঠিক হল না, সে প্রসঙ্গে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার বলেন, “ভাইস চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে আমরা প্রস্তুত ছিলাম না। নতুন চেয়ারম্যানই তা ঠিক করবেন।” ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে গোষ্ঠী-দ্বন্দ্ব হয়নি বলে দাবি তৃণমূলের জেলা সভাপতি চৌধুরীমোহন জাটুয়ারও। তাঁর বক্তব্য, “নয়া প্রধান দু’ এক দিনের মধ্যেই উপপ্রধান নির্বাচন করবেন।” দলের নির্দেশ মেনেই ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হবে, জানান মীরাদেবী।
|
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মনিপুরবাঁশতলা গ্রামে বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বছর চারেকের ওই মেয়েটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে তপন সরকার নামে ওই ব্যক্তি চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে ধানখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে মেয়েটি বাড়িতে সব জানালে বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে তপনকে গ্রেফতার করে পুলিশ।
|
আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরবাইক-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে চণ্ডীপুর এলাকার ঘটনা। ধৃত কামরুল শেখের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। আর এক জন সাত্তার শেখ ক্যানিংয়ের জীবনতলার বাসিন্দা।
|
গোপন সূত্রে খবর পেয়ে ৫৯ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করল পুলিশ। শুক্রবার জীবনতলা থানার শ্রীনগর এলাকার ঘটনা। পুলিশ ওই ঘটনায় শুকুর লস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বাড়ি শ্রীনগরেই। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী জানান, শুকুরকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। |