টুকরো খবর |
পথ দুর্ঘটনায় মৃত্যু সরকারি আইনজীবীর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার সরকারি আইনজীবী সুবোধকুমার মাইতির (৭০)। গত ৯ অক্টোবর চিকিৎসার জন্য সুবোধবাবু ও তাঁর কয়েকজন আত্মীয় একটি গাড়িতে কলকাতায় যান। চিকিৎসার পর কলকাতা থেকে তমলুকে ফেরার পথে হাওড়ার বীরশিবপুরের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে একটি গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। গুরুতর আহত হন সুবোধবাবু। চিকিৎসার জন্য সুবোধবাবুকে হাওড়া জেলার ফুলেশ্বরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে কলকাতায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শুক্রবার তমলুক জেলা হাসপাতালে ময়না-তদন্ত করা হয়। তমলুক শহরের আবাসবাড়ি এলাকার বাসিন্দা সুবোধবাবু তমলুক মহকুমা আদালত ও জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করার সঙ্গেই ডানপন্থী রাজনীতির সঙ্গে দীর্ঘ দিন যুক্ত ছিলেন। কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করে তমলুক পুরসভার উপ-পুরপ্রধানের দ্বায়িত্বও সামলেছেন তিনি। পরে তিনি তৃণমূলে যোগ দেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর জেলার সরকারি আইনজীবী হিসেবে দ্বায়িত্ব পান। শুক্রবার তাঁর মরদেহে মাল্যদান করেন সাংসদ শুভেন্দু অধিকারী, মন্ত্রী সৌমেন মহাপাত্র-সহ পুরসভার কাউন্সিলর ও আইনজীবীরা।
|
সাহিত্য উৎসব শুরু কাঁথিতে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘলপত্র অ্যাকাডেমির উদ্যোগে শুক্রবার থেকে কাঁথিতে শুরু হল ‘বাংলা সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০১৩’। কাঁথি রাও রিক্রিয়েশন ক্লাব মাঠে শুক্রবার সকালে এর উদ্বোধন করেন সাহিত্যিক তাপস বন্দ্যোপাধ্যায়। দিঘলপত্র আকাডেমির সম্পাদক সুদর্শন খাটুয়া জানান, চার দিন ব্যাপী এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চাশটিরও বেশি লিটল মাগাজিন যোগ দিচ্ছে। পত্রিকার স্টলের পাশাপাশি টেরাকোটা, পট, ঝিনুক, মোম, কাঁথা-সহ অন্য গ্রামীণ শিল্পের দোকান থাকছে। তা ছাড়া থাকছে ফটোগ্রাফি ও স্থিরচিত্র দেখানোর ব্যবস্থা। চলবে প্রতিযোগিতা, সাহিত্য সম্মেলন, বই প্রকাশ ইত্যাদি নানা অনুষ্ঠান।
|
বাইক চুরি চক্রের তিন সদস্য ধৃত
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
মোটর বাইক চুরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ঘাটাল থানার পুলিশ শহরের কোন্নগর থেকে তিনটি বাইক-সহ চক্রের তিন সদস্যকে পাকড়াও করে। শুক্রবার ধৃতদের ঘাটাল আদালতে হাজির করানো হলে বিচারক তিন জনকেই তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃত ধীমান সেনাপতি, অভিষেক চক্রবর্তী ও তুফান দাস ঘাটাল শহরের কুশপাতা ও কোন্নগর এলাকার বাসিন্দা। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, চক্রটি প্রায় বছর খানেক সক্রিয়। এর আগেও তাঁরা ঘাটাল শহর, দাসপুর ও চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় বাইক চুরি করেছে। ইতিমধ্যেই খোওয়া যাওয়া ১০-১৫টি বাইকের সন্ধান পেয়েছে পুলিশ।
|
জল ছাড়ছে কংসাবতী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পরিমাণ ৩০ মিলিমিটার ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, এদিন সকাল আটটা পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলাধার থেকে জল ছাড়ার পরিমাণও বাড়ছে। শুক্রবার সকালে কংসাবতী জলাধার থেকে ৭ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়। এক দিন আগে যেখানে ৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। বৃষ্টি চলতে থাকলে জল ছাড়ার পরিমাণ বেড়ে ১০ হাজার কিউসেক হতে পারে। অতিবৃষ্টি এবং জলাধার থেকে প্রচুর পরিমাণ জল ছাড়ার ফলে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। একের পর এক এলাকায় জল ঢুকে পড়ে। জেলা প্রশাসন জানিয়েছে, এখনই চিন্তার কিছু নেই। টানা বৃষ্টি না- হলে পরিস্থিতির উন্নতিই হবে।
|
স্কুলের জন্মজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • পটাশপুর |
সম্প্রতি চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশনের ৬৭তম জন্মজয়ন্তী পালিত হল ধূমধাম করে। ১৯৪৬ সালে এই স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল। স্কুলের জন্মজয়ন্তীতে প্রাক্তনীদের পুনর্মিলনের বন্দোবস্ত ছিল। ১৩ জন কৃতী প্রাক্তনীকে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনাও জানানো হয়। স্কুলের ৭৫ বছর পূর্তি পালনের জন্য প্রাক্তনীদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সেক্রেটারি পি কে মোহান্তি। সভাপতিত্ব করেন কেদারনাথ দাস।
|
ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রামনগর ১ ব্লকের বাধিয়াতে বন্যার জেরে ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থা-সহ একাধিক দাবিতে ডেপুটেশন দেওয়া হল সিপিএমের কৃষকসভার পক্ষ থেকে। সিপিএমের রামনগর জোনাল সম্পাদক আশিস প্রামাণিক অভিযোগ করেন, “সম্প্রতি সুবর্ণরেখার জল উপচে বাধিয়া পঞ্চায়েতের ৬টি গ্রাম জলমগ্ন হলেও ক্ষতিগ্রস্তদের যথেষ্ট ত্রাণ দেওয়া হয়নি।” তাঁর দাবি, তালগাছাড়ি ২ গ্রাম পঞ্চায়েতে বিজয়ী ৬ সিপিএম সদস্যকে অবিলম্বে শপথ নেওয়ার সুযোগ করে দেওয়ার হবে। মূলত এই দুই দাবিতে রামনগর থানা, রামনগর ১ বিডিও ও পঞ্চায়েত সভাপতির কাছে বৃহস্পতিবার ডেপুটেশন দেয় সিপিএম।
|
আলাদা জেলে ঠাঁই তপন-সুকুরের |
লোকে তাঁদের সম্পর্কে বলে ‘মানিকজোড়’। নন্দীগ্রাম নিখোঁজ মামলায় আত্মসমর্পণের পরে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের দু’নম্বর ওয়ার্ডে এত দিন এক সঙ্গেই ছিলেন সিপিএমের ‘দুই সম্পদ’ তপন ঘোষ ও সুকুর আলি। যা নিয়ে ক্ষোভ ছিল তৃণমূল প্রভাবিত বঙ্গীয় কারারক্ষী সমিতির। তাদের বক্তব্য, একই মামলার দুই অভিযুক্ত এক সঙ্গে জেলে থাকতে পারেন না। এত দিন জেল কর্তৃপক্ষ তাদের দাবিতে আমল না দিলেও শুক্রবার রাতে আচমকাই তপন ঘোষকে ঝাড়গ্রাম ও সুকুর আলিকে তমলুক জেলে স্থানান্তর করা হয়। কারারক্ষী সমিতির দাবি, তাদের রাজ্য সম্পাদক নিরূপম খাঁড়া এ দিন দেখা করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। পার্থবাবুর হস্তক্ষেপেই এই সিদ্ধান্ত। এই নিয়ে মন্তব্য করতে না চাইলেও পার্থবাবুর সঙ্গে দেখা করার কথা মেনে নিয়েছেন নিরূপমবাবু। |
|