চার দিনেও শ্রীরামপুর-কলকাতা ৩ নম্বর রুটের বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা স্বাভাবিক হল না।
পুজোর বোনাস নিয়ে শ্রমিক-মালিক মতানৈক্যে গত মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যায় শ্রীরামপুর-বাগবাজার এবং শ্রীরামপুর-সল্টলেক ৩ নং রুটের বাস চলাচল। দুর্ভোগ বাড়ে যাত্রীদের। শুক্রবারেও সমস্যা মেটেনি। চার দিন ধরে যাত্রীরা কেউ অটো ধরে, কেউ ট্রেকারে বা রেলপথে যাতায়াত করছেন। নাজেহাল হচ্ছে ছাত্রছাত্রীরাও।
বাস-মালিক সংগঠনের দাবি, তাঁরা চান সমস্যা মেটাতে প্রশাসন হস্তক্ষেপ করুক। এ ব্যাপারে হুগলির জেলাশাসক এবং আঞ্চলিক পরিবহণ অধিকর্তাকে চিঠিও দেওয়া হয়েছে। জেলাশাসক মনমীত নন্দা অবশ্য বলেন, “বাস বন্ধের ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’’ জেলা আঞ্চলিক পরিবহণ অধিকর্তা সৈকত ঘোষ বলেন, “বাস বন্ধের ব্যাপারে আমাদের দফতরে কিছু জানানো হয়নি। তবে, জনসাধারণের স্বার্থে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।”
ওই রুটের বাস মালিক ও কর্মীরা সমস্যার জন্য পরস্পরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। তবে, দু’পক্ষের তরফেই জানানো হয়েছে, প্রতি বছর পূজোর আগে চালক-কন্ডাক্টরদের বোনাস দেওয়া হয় তাঁদের কাজের দিনের হিসাব অনুযায়ী। কিন্তু বাসকর্মীদের অভিযোগ, মালিক পক্ষ সেই বোনাসের টাকা না বাড়িয়ে অন্য বছরের থেকে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই প্রতিবাদ।
মালিক পক্ষের বক্তব্য, আগে এই রুটে ৪৭টি বাস চললেও এখন তা কমে ৪২টিতে দাঁড়িয়েছে। বাসপিছু বাস-সিন্ডিকেটকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। বাস কমে যাওয়ায় সিন্ডিকেটে টাকার পরিমাণ কমেছে। তাই বোনাস বাড়ানো যাচ্ছে না। |