টুকরো খবর |
হামলায় হত যুবক, জখম আরও তিন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল এক যুবকের। জখম তৃণমূল যুব নেতা-সহ তিনজন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিহির জানা ওরফে নেপু। আহতরা হলেন, সৌমেন বন্দ্যোপাধ্যায়, অসিত বন্দ্যোপাধ্যায় এবং সুবীর। শুক্রবার রাত ন’টা নাগাদ হাওড়ার ধাড়সা মল্লিকপাড়ায় ঘটনাটি ঘটেছে। আহতরা কলকাতার একটি হাসপাতালে ভর্তি। সৌমেনের গুলি লেগেছে। বাকি তিন জনের গায়ে স্প্লিন্টারের আঘাত রয়েছে। পুলিশ সূত্রের খবর, স্থানীয় তৃণমূল যুব সভাপতি সৌমেন তাঁর সঙ্গীদের নিয়ে মল্লিকপাড়ায় এক আত্মীয়ের কারখানায় বসে ছিলেন। রাত ন’টা নাগাদ স্থানীয় বাসিন্দারা বোমা-গুলির আওয়াজ শুনতে পান। ভিতরে ঢুকে তাঁরা দেখেন, সৌমেন-সহ চার জন মাটিতে পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মদের বোতলের টুকরো। ঘটনাস্থলে যায় বিরাট পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শিবপুর এলাকার তৃণমূল নেতা রবীন রায় বলেন, “বাইরে থেকে ১৫-১৬ জন যুবক মোটরবাইকে এসে হামলা চালায়।” যদিও হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে বলেন, “হামলা ভিতর থেকে না বাইরে থেকে হয়েছে, তা পরিষ্কার নয়।” হাওড়ার তৃণমূল জেলা সভাপতি তথা কৃষি-বিপণন মন্ত্রী অরূপ রায়ের দাবি, “হামলাকারীরা বাইরে থেকেই এসেছিল। এটা নিজেদের মধ্যে গোলমাল নয়।” অরূপবাবুর দাবি, পুর-নির্বাচনে ৫০ নম্বর ওয়ার্ডে সৌমেন যাতে না প্রার্থী হতে পারেন, সে জন্যই বিরোধীরা এই কাজ করেছে। এ দিকে, এ দিন হেস্টিংস থানা এলাকার এইচআরবিসি অফিসের কাছে অজ্ঞাতপরিচয় একটি দেহ উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, গাড়ির ধাক্কাতেই তাঁর মৃত্যু হয়েছে।
|
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুই কর্মীকে শো-কজ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
নানা গরমিলের অভিযোগে আরামবাগের দু’টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুই কর্মীকে শুক্রবার শো-কজ করলেন ব্লকের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক (সিডিপিও)। অভিযুক্ত শ্যামলী রায়চৌধুরী, দীপ্তি পাঁজা অভিযোগ স্বীকার করেননি। শ্যামলীদেবী সালেপুর-২ পঞ্চায়েতের আভাপুরের ২০২ নম্বর কেন্দ্রে এবং দীপ্তিদেবী এবং বসন্তবাটী ২২১ নম্বর কেন্দ্রে কর্মরত। গত বুধবার সকালে আচমকাই সিডিপিওকে সঙ্গে নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিদর্শনে বের হন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, খাদ্য ও স্থানীয় সমিতির কর্মাধ্যক্ষ কমল কুশারী এবং শিশু ও নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ কাকলি ঘোষ। সিডিপিও মৃত্যুঞ্জয় বর্মন বলেন, “নথিতে গরমিল ধরা পড়েছে।”
|
শ্রমিকের মৃত্যু রামনগরের গ্রামে
নিজস্ব সংবাদদাতা • রামনগর |
মেশিনে কাটা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার রামনগরে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্ন্যাসী দলুই (৫০)। তাঁর বাড়ি স্থানীয় শ্যামসুন্দরপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানাটিতে বড় প্লাস্টিক দানা তৈরির কাজ হয়। এ দিন সকালে সাড়ে ১০টা নাগাদ মেশিনের হোল্ডারে ব্লেড লাগানোর সময় আচমকা সেটি চলতে শুরু করলে সন্ন্যাসীবাবুর দেহ টুকরো টুকরো হয়ে যায়। এই ঘটনায় কারাখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ বলেন, “কর্মরত অবস্থায় মৃত্যুর জন্য সন্ন্যাসীবাবুর পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং একজনকে চাকরি দেওয়ার ব্যাপারে মালিকের সঙ্গে আলোচনা হয়েছে।”
|
ইন্দিরা আবাসের চেক আরামবাগে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
শিবির করে শুক্রবার আরামবাগ ব্লকের উপভোক্তাদের মধ্যে ইন্দিরা আবাস যোজনার চেক বিলি হল। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ১৫টি পঞ্চায়েতের ৮৮৩ জন এই প্রকল্পে উপভোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রত্যেকের হাতে প্রথম দফার সাড়ে ১৭ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ঘর বানানোর জন্য ওই প্রকল্পে উপভোক্তাদের মোট ৩০ হাজার টাকা দেওয়া হয়। প্রথম দফার টাকার ঠিকমতো ব্যবহার হলে দ্বিতীয় দফার টাকা পান উপভোক্তারা।
|
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে আরামবাগের প্রতাপনগর বাজারে। পুলিশ জানায়, মৃতের নাম শেখ আসিকুল ইসলাম (৪০)। বাড়ি স্থানীয় মজফ্ফরপুর গ্রামে। তিনি প্রতাপনগর থেকে বাড়ি ফিরছিলেন। লরিটি আটক করা হয়েছে।
|
পাঁচিলে বাসের ধাক্কা, জখম |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস একটি ক্লাবের পাঁচিলে ধাক্কা মারায় জখম হলেন কয়েক জন যাত্রী। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বালিতে। পুলিশ সূত্রের খবর, মিনিবাসটি বালিখাল-খিদিরপুর রুটের। দুর্ঘটনায় বাসের দরজার দিকটি হেলে যায়। আতঙ্কে চেঁচামেচি জুড়ে দেন যাত্রীরা। স্থানীয় লোকেরা এলে বাসের আপৎকালীন দরজা দিয়ে যাত্রীদের উদ্ধার করে। কয়েক জনকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনার জেরে জিটি রোডে কিছু ক্ষণ যানজট হয়। |
|