টুকরো খবর
এমপিএস গ্রিনারির অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ সেবির
সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা টাকা এখনও না-ফেরানোর অভিযোগে এমপিএস গ্রিনারি ডেভেলপার্স লিমিটেডের ৫০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিল সেবি। এই প্রথম বেআইনি ভাবে কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম চালানোর অভিযোগে কোনও সংস্থার অ্যাকাউন্ট সরাসরি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল তারা। নির্দেশিকায় বাজার নিয়ন্ত্রক জানিয়েছে, গত ডিসেম্বরে এমপিএস গ্রিনারি-কে ১,৫২০ কোটি টাকা লগ্নিকারীদের ফিরিয়ে দিতে বলা হয়েছিল। কিন্তু সংস্থা তা করেনি। সেই কারণেই আটটি ব্যাঙ্ককে ওই সংস্থার অন্তত ৫১টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার এই নির্দেশ। এ নিয়ে জিজ্ঞাসা করা হলে এমপিএস গোষ্ঠীর কর্ণধার প্রমথনাথ মান্না বলেন, “সেবির বিরুদ্ধে আমাদের দু’টি মামলা চলছিল। তার মধ্যে একটিতে আমাদের ব্যবসা চালিয়ে যাওয়ার অধিকার বহাল রাখা হয়েছে। অন্যটিতে আদালত নির্দেশ দিয়েছিল এসক্রো অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার। আমরা তার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে আবেদন জানিয়েছি। এখন আদালত বন্ধ। তা খুললে এ বিষয়ে আইনি পদক্ষেপ করব।”

হুমকিতে থমকে প্রিয়ার কারখানা
দুষ্কৃতীদের লাগাতার হুমকিতে তাদের নয়া কারখানা গড়ার কাজ বন্ধ করতে হতে পারে বলে জানিয়ে দিলেন প্রিয়া ফুড প্রোডাক্টসের কর্ণধার জি পি অগ্রবাল। তিনি বলেন, “কারখানার কাজ শেষ করার জন্য আমাদের কাছে দু’কোটি টাকা চেয়েছিল কিছু দুষ্কৃতী। কিন্তু তা না-দেওয়ার পর থেকেই ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। ভয় পাওয়াতে ডানকুনির কারখানায় ছোঁড়া হয়েছে বোমাও। পুলিশকে জানিয়েও সুরাহা হয়নি।” এ রকম চলতে থাকলে কারখানার কাজ বন্ধ করা ছাড়া উপায় থাকবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, “সংবাদ মাধ্যমের কাছে যাওয়ার আগে এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলা উচিত ছিল।”

পুরনো খবর:

বিজয় মাল্যর বিরুদ্ধে এফআইআর দায়ের
প্রাপ্য টাকা না-মেটানোয় কিংফিশার এয়ার ও তার কর্ণধার বিজয় মাল্যর নামে এফআইআর দায়ের করল ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (বি আই এ এল)। অভিযোগ, ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত কিংফিশার যাত্রীদের থেকে ইউজার ডেভেলপমেন্ট ফি ও প্যাসেঞ্জার সার্ভিস ফি সংগ্রহ করলেও, তা বিআইএএল-এর হাতে দেয়নি। বকেয়া প্রায় ২০৮ কোটি টাকা। অবশ্য মাল্যর ইউবি গোষ্ঠীর দাবি, পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত। তবে তারা পুলিশের সঙ্গে সহযোগিতায় তৈরি।

শুরু হল এক্সপো
শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হল পঞ্চম ইস্ট হিমালয়ান এক্সপো। ২০১০ শেষবার শিলিগুড়িতে এই মেলা হয়েছিল। সাতদিন শহরের এয়ারভিউ মোড়ের কাছে রেল মাঠে মেলা চলবে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের মিনাক্ষী সিংহ বলেন, “এই মেলার মাধ্যমে উত্তর পূর্ব ভারতের হস্তশিল্পের কাজ দেশ ও আর্ন্তজাতিক বাজারে পরিচিত হবে।”

জিজ্ঞেস শাহকে জেরা মুম্বই পুলিশের
এনএসইএলে তছরুপ কাণ্ডে প্রোমোটার সংস্থা এফ টি আই এলের কর্ণধার জিজ্ঞেস শাহকে জেরা করল মুম্বই পুলিশ। আগেই গ্রেফতার হওয়া এনএসইএলের প্রাক্তন সিইও অঞ্জনি সিংহের সামনে ওই জেরা চলে। সেখানে দুজনেই পরস্পরের উপর অভিযোগ এনেছেন।

কটেজের উদ্বোধন

ছবিটি তুলেছেন দীপঙ্কর ঘটক।
আজ, শনিবার ডুয়ার্সের মূর্তিতে পর্যটকদের জন্যে তৈরি ২৭ টি কটেজের উদ্বোধন হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিলিগুড়ির সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ওই প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রাজ্য পর্যটন দফতরের উত্তরবঙ্গের জয়েন্ট ডাইরেক্টর সুনীল অগ্রবাল। উল্লেখ্য, রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে দুইবছর ধরে কটেজগুলি তৈরি হয়েছে। প্রত্যেকটি কটেজই শীতাতপ নিয়ন্ত্রিত। কমলা, জলপিপি, টুন এ রকমই ডুয়ার্সের নানা গাছ ও পাখির নামে কটেজগুলির নামকরণ করা হয়েছে। সঙ্গে রেস্তোরাঁ, পানশালা সবই থাকছে। জঙ্গলের বন্য জন্তুদের দেখার জন্য নজরমিনারও করা হয়েছে।

অনলাইন রিটার্ন
যে সব করদাতার রিটার্ন অডিট করাতে হয়, তাঁরা অনলাইন ব্যবস্থায় রিটার্ন জমা দিতে ৩১ অক্টোবর পর্যন্ত সময় পাবেন। উল্লেখ্য, আগেই করদাতাদের ইন্টারনেটের মাধ্যমে ‘ট্যাক্স অডিট রিপোর্ট’জমা দিতে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়তি এক মাস সময় দিয়েছিল কেন্দ্র।

ধনতেরাস উপলক্ষে
ধনতেরাস উপলক্ষে ৫০ হাজার টাকার নগদ কেনাকাটায় বিনামূল্যে সোনা দেওয়ার প্রকল্প আনল ডি কে বসাক জুয়েলার্স। ছাড় মিলবে সোনা, হিরের গয়নার মজুরিতেও। সুযোগ ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।

সেট-টপ বক্স তৈরিতে
ভারতের বাজারের জন্য সেট-টপ বক্স তৈরি করতে ডাচ সংস্থা এক্সসেট বিভি-র সঙ্গে জোট বাঁধল এ দেশের ডোনেক্স ইন্ডাস্ট্রিজ। বছরে ১০ লক্ষ সেট টপ বক্স তৈরি করবে তারা।

লাইসেন্স পেল জিও
দেশের প্রথম সংস্থা হিসেবে ২২ সার্কেলেই সংযুক্ত (ইউনিফায়েড) টেলি লাইসেন্স পেল মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিও ইনফোকম। এ দিন এ কথা জানিয়েছে সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.