বাজার ধরতে চার রাজ্যে নয়া কারখানা প্রিয়ার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পূর্ব ভারতে বাজার দখল বাড়াতে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যে নতুন কারখানা চালু করছে প্রিয়া বিস্কুট। এ রাজ্যের নয়া কারখানাটি হবে ডানকুনিতে। পাশাপাশি বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডে তিন রুগ্ণ কারখানা কিনে সেগুলি পুনরুজ্জীবিত করা হচ্ছে। চারটি কারখানায় লগ্নি প্রায় ১০০ কোটি টাকা। কর্তৃপক্ষের দাবি, এগুলি চালু হলে তাদের মোট আয় ছাড়াবে ২৫০ কোটি টাকা। পশ্চিমবঙ্গের সংস্থা প্রিয়া এই প্রথম রাজ্যের বাইরে পা রাখতে উদ্যোগী হয়েছে। প্রিয়া বিস্কুটের ম্যানেজিং ডিরেক্টর গণেশ প্রসাদ অগ্রবাল বলেন, “ডানকুনির কারখানা গড়তেই খরচ পড়বে ৪৫ কোটি। এটি তৈরির জন্য জার্মান প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বাকি টাকা হাতে নেওয়া পুরোনো কারখানাগুলি পুনরুজ্জীবিত করতে খরচ হবে।”
|
প্রত্যাশিত সাড়া নেই অ্যাপলের সস্তা ফোনে
নিজস্ব প্রতিবেদন |
প্রত্যাশামতো চাহিদা না থাকায় চতুর্থ ত্রৈমাসিকে নিজেদের ৫সি মডেলের আই ফোনের বরাত কমাচ্ছে অ্যাপল। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, ইতিমধ্যেই পেগাট্রন কর্প এবং হোন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রিকে ওই বরাত কমানোর কথা জানিয়েছে তারা। উন্নততর আই ফোন ৫এস-এর সঙ্গেই তুলনায় কম দামের ৫সি বাজারে এনেছিল অ্যাপল। কিন্তু ৫এস ফোনের চাহিদা বাড়লেও, ৫সি-র ক্ষেত্রে তা প্রত্যাশা মাফিক হয়নি। বরং তা ক্রমশ কমেছে। বাড়তি দামই এর কারণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এ দিকে, ১ নভেম্বরই ফোন দু’টি ভারতে আনবে অ্যাপল। দেশে ৫এস-এর দাম পড়বে যথাক্রমে ৫৩,৫০০ টাকা (১৬ জিবি), ৬২,৫০০ টাকা (৩২ জিবি), ৭১,৫০০ টাকা (৬৪ জিবি)। ৫সি-র যথাক্রমে ৪১,৯০০ টাকা (১৬ জিবি) ও ৫৩,৫০০ টাকা (৩২ জিবি)।
|
সঞ্জীব বজাজ এ বার বজাজ ফিনান্সের নন-এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তিনি এখন নন-এগজিকিউটিভ ডিরেক্টর। |