টুকরো খবর
দীক্ষার দিন লক্ষ্মী হয়ে ছিল জর্জ: কেট
ছোট্ট রাজার খ্রিস্ট ধর্মে দীক্ষার দিন হুমড়ি খেয়ে পড়েছিল সারা বিশ্বের তাবৎ সংবাদ মাধ্যম। কিন্তু জর্জ সে দিন কেমন কাটাল তার হদিস পায়নি কেউই। এক দিন পর নৈঃশব্দ্যের পর্দা সরালেন খোদ ডাচেস অব কেমব্রিজ।
গত কাল এক স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণে নৈশভোজে গিয়েছিলেন কেট মিডলটন। সেখানেই কথায় কথায় বললেন, অনুষ্ঠানের আগাগোড়া মায়ের কোলে লক্ষ্মীটি হয়ে ছিল জর্জ। “ও কিন্তু সব সময় এতটা শান্ত হয়ে থাকে না। এত লোকের মাঝে অবশ্য বুধবার বেশ লক্ষ্মী ছেলে হয়েই কাটাল। আমরা লাকি” জানিয়েছেন গর্বিত মা।

মায়ের কোলে জর্জ। বুধবার খ্রিস্ট ধর্মে দীক্ষা নেয় এই একরত্তি। তার পরেই শুরু
হয় ছবি তোলার পালা। শুক্রবারই প্রকাশ্যে এসেছে এই ছবি। ছবি: এএফপি।
নৈশভোজে আসবেন বলে ছেলেকে সাততাড়াতাড়ি ঘুম পাড়িয়ে এসেছেন বলেও কবুল করেছেন কেট।
তিনি জানান, সেন্ট জেমস প্যালেসে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পরও কিন্তু কাজ মেটেনি একরত্তির। বাড়ি ফেরার পরই শুরু হয় ফটোশু্যট। রাজপরিবারের পাশাপাশি তাতে হাজির ছিলেন কেটের বাবা-মা-ভাই বোনও।
তবে গ্রুপ ছবি নয়, যেটা নিয়ে এখন সব চেয়ে বেশি চর্চা বিলেতে, তাতে রয়েছেন রানি ও রাজ সিংহাসনের তিন প্রজন্মের দাবিদার। রাজ ইতিহাসে আগে এমন ছবি উঠেছিল সেই ১৮৯৪ সালে। অষ্টম এডওয়ার্ডের ধর্ম গ্রহণ অনুষ্ঠানের পর তাঁকে কোলে নিয়ে বসে এ রকমই ছবি তুলেছিলেন রানি ভিক্টোরিয়া।

পুরনো খবর:
ফের শীর্ষে ভারতীয় বংশোদ্ভূত
নিনা দাভুলুরির পরে আমেরিকার সৌন্দর্য প্রতিযোগিতার শীর্ষস্থানে ফের এক ভারতীয় বংশোদ্ভূত। এডিসনের বাসিন্দা ১৮ বছরের এমিলি শাহ ‘মিস নিউ জার্সি ইউএসএ ২০১৪’ হয়েছেন। এ বছর মিস আমেরিকা হওয়ার পরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিনার বিরুদ্ধে নানা বর্ণবিদ্বেষী মন্তব্য লেখার অভিযোগ ওঠে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.