টুকরো খবর
শান্তি চুক্তি স্থগিত
ছয় শতাধিক জঙ্গি রয়েছে যে দলে, যারা অস্ত্রবলে দীর্ঘ এক দশক নামনি অসম, বড়োভূমি, শোণিতপুর, অসম-অরুণাচল সীমানা শাসন করেছে, তাদের হাতে না কি রয়েছে মাত্র ৪০টি আগ্নেয়াস্ত্র! এমন তালিকা অবিশ্বাস্য ঠেকায়, কেন্দ্র ও রাজ্য সরকার এনডিএফবির রঞ্জন দৈমারি শাখার শান্তি চুক্তি সই করার বিষয়টি স্থগিত রেখে নতুন অস্ত্রের তালিকা জমা দিতে বলল। আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (উত্তর-পূর্ব) শম্ভু সিংহ, রাজ্যের এডিজি (এসবি) পল্লব ভট্টাচার্যের সঙ্গে আলোচনায় বসেন রঞ্জন দৈমারি। তাঁরা আগেই কেন্দ্রের কাছে ৬০২ জন ক্যাডারের নাম জমা দিয়েছেন। যে তালিকার সত্যতা এখনও খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্র আগের দফার আলোচনায় বলেছিল, অবিলম্বে সব অস্ত্রের তালিকা দিয়ে ও অস্ত্র জমা রাখা হলে, শান্তি চুক্তি স্বাক্ষর হবে। সেই মতো, রঞ্জন আজ মাত্র ৪০টি অস্ত্রের তালিকা জমা দেন। পরের বৈঠকটি হয় ৯ নভেম্বর। গুয়াহাটিতে হওয়া ওই বৈঠকে রঞ্জনকে নতুন ও প্রকৃত অস্ত্রতালিকা জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্র ও রাজ্য। রঞ্জন যুক্তি দেন, যদি ত্রিশটিরও কম অস্ত্রের হিসাব দেওয়া আলফার সঙ্গে সরকার চুক্তি করতে পারে, তবে, তাদের ক্ষেত্রে আপত্তি উঠছে কেন? স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, যদি ৯ নভেম্বর, অস্ত্র তালিকা, অস্ত্র জমা রাখা, শিবির গঠন বিষয়ে মতানৈক্যগুলি সর্বসম্মতভাবে সমাধান হয়ে যায়, তবে, ওইদিনই বহু প্রতীক্ষিত ত্রিপাক্ষিক চুক্তি সেরে ফেলা হতে পারে।

কিশোরীর দেহ উদ্ধার ত্রিপুরায়
জঙ্গল থেকে উদ্ধার হল অপহৃত এক কিশোরীর মৃতদেহ। অভিযোগ, উপজাতি সম্প্রদায়ের ওই কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাস্থল ত্রিপুরার গোমতী জেলার অম্পি সন্ন্যাসীপাড়ায়। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দিনপাঁচেক আগে সুস্মিতা দেববর্মা (১৭) নামে ওই কিশোরীকে অপহরণ করা হয়। খোঁজাখুজির পর তাকে না-পেয়ে গতকাল থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিজনরা। আজ অম্পির নগরাইপাড়া গ্রামের সন্নাসীপাড়ার জঙ্গল থেকে সুস্মিতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। থানার ওসি সূর্য জামাতিয়া জানান, দেহে পচন ধরে গিয়েছিল। কী ভাবে তার মৃত্যু হল তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনিসুকিয়ায় খুন, ধৃত এক
ধারালো অস্ত্রে ছেলেক কোপালো এক ব্যক্তি। গুরুতর জখম হন তার স্ত্রী, মেয়ে। ঘটনাটি তিনিসুকিয়া জেলার। পুলিশ জানায়, আজ সকালে গুইজান গোয়ালাপট্টির বাসিন্দা পরশুরাম কৈরি ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী, দুই সন্তানের উপর চড়াও হয়। ঘটনাস্থলেই তার ছেলে বীরুর মৃত্যু হয়। পুলিশ পরশুরামকে গ্রেফতার করেছে। পারিবারিক অশান্তির জেরেই ঘটনাটি ঘটে বলে তদন্ত অনুমান।

বৃদ্ধা খুন চাবুয়ায়
বৃদ্ধার খুনের জেরে উত্তপ্ত চাবুয়া। পুলিশ জানায়, আজ ডিব্রুগড় জেলার চাবুয়া চা বাগানে ঘটনাটি ঘটে। প্রকাশদীপ নামে এক যুবকের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় জয়া পাত্র নামে ওই বৃদ্ধার। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আর জে ডি নেতার দেহ উদ্ধার বিহারে
পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হল আরজেডি নেতার ক্ষতবিক্ষত দেহ। আজ ওই ঘটনার জেরে উত্তাল হল বিহারের অরওয়াল জেলার কুরপি থানা এলাকা। জনতার মারধরে জখম হন কয়েকজন পুলিশকর্মী। ভিড় হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। শূন্যে গুলিও চালানো হয়। ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন আরজেডি-র একটি শাখার জেলা সভাপতি যোগেশ্বর মাঝি। আজ সকালে কুরপির নাগরা গ্রামের একটি পরিত্যক্ত কুয়ো থেকে ওই নেতার মৃতদেহ উদ্ধার করা হয় হয়। খবর ছড়াতেই থানায় হামলা চালায় জনতা।

বাস উল্টে মৃত ৩
পাহাড়ি পথে বাস উল্টে মারা গেলেন তিন যাত্রী। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া হিল জেলায়। পুলিশ জানায়, গুয়াহাটি থেকে ত্রিপুরা যাচ্ছিল বাসটি। গত রাতে লাড রিম্বাইয়ের কাছে কংকং গ্রামে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে একটি ঝর্ণায় পড়ে। ঘটনাস্থলে তিনজন মারা যান।

জিয়া খান মামলা তদন্ত
অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার তদন্ত করুক সিবিআই, কিছু দিন আগে হাইকোর্টে এই আর্জি জানিয়েছিলেন তাঁর মা। বুধবার সিবিআইয়ের হাত তদন্তভার তুলে না দিলেও এই মামলা আরও খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেন বিচারপতিদের বেঞ্চ। রাবিয়া খানের আইনজীবী অভিযোগ করেছিলেন, ডাক্তারি রিপোর্টের অনেক গুরুত্বপূর্ণ বিষয় পুলিশ পাত্তা দেয়নি। তাঁরা আরও অভিযোগ করেছিলেন, আত্মহত্যা নয়, খুনই হন ‘নিঃশব্দ’-এর নায়িকা। বুধবার আদালতে সরকারি কৌঁসুলি জানান, আগামী সপ্তাহেই এই মামলার চার্জশিট জমা দেবেন তাঁরা। তদন্তের নির্দেশ দিলেও চার্জশিট জমা দিতে বাধা দেননি বিচারপতিরা।

গণপ্রহারে মৃত ২
এক ব্যবসায়ীকে অপহরণ করতে এসে জনতার হাতে পিটুনিতে মৃত্যু হয়েছে সন্দেহভাজন ‘রাভা ভাইপার আর্মি’র দুই জঙ্গির। মঙ্গলবার কোকরাঝাড় জেলার কাজিগাঁও থানার মোলানডুবি গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম হিতেন রাভা (২২)। তার বাড়ি ওদালগুরি জেলার হিরাশিঙা গ্রামে। অপর জনকে শনাক্ত করা যায়নি। রাতে ৩ জঙ্গি এক বাইকে গ্রামে ঢোকে। জলডোবা গ্রামের সার ব্যবসায়ী গিয়াসউদ্দিন মন্ডল নামের এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে। তিনি সেই সময় এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইকে চোলার চেষ্টার সময় বাসিন্দারা ছুটে এসে দুই সন্দেহভাজনকে ধরে ফেলেন।

মমতাকে ডাক জগনের
অখণ্ড অন্ধ্রপ্রদেশের দাবিতে ২৬ অক্টোবর হায়দরাবাদে জনসভা করবেন ওয়াইএসআর কংগ্রেস নেতা জগন্মোহন রেড্ডি। ওই সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি টেলিফোন করেছেন। গত মঙ্গলবার মমতা তাঁকে জানান, অখণ্ড অন্ধ্রপ্রদেশের আন্দোলনের সঙ্গে তাঁর হৃদয় রয়েছে। এখন পাহাড়ে ব্যস্ত থাকায় তিনি যেতে পারছেন না।

পুরনো খবর:
গণধর্ষণ, পুড়িয়ে খুন
নাবালিকাকে প্রথমে গণধর্ষণ। তার পরে জীবন্ত পুড়িয়ে হত্যা। উত্তরপ্রদেশের জালাউন জেলার ঘটনা। মঙ্গলবার রাতে অষ্টম শ্রেণির ছাত্রীটি দিদির সঙ্গে খেতের ধারে প্রাকৃতিক প্রয়োজনে গিয়েছিল। ফেরার পথে তাদের ঘিরে ধরে তিন যুবক। কাছাকাছি একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে গিয়ে ধর্ষণ করে তারা। মেয়েটির পরিবারের অভিযোগ, সে দুষ্কৃতীদের হুমকি দেয় সব ফাঁস করে দেবে গ্রামবাসীদের কাছে। তার জেরেই মেয়েটিকে পুড়িয়ে মারে তারা।

সীমান্তে হত সেনা
গত কয়েক সপ্তাহের চেনা ছবি বহাল রইল বুধবারেও। পাক সীমান্ত থেকে উড়ে আসা গুলিতে এ দিন নিহত হন এক ভারতীয় জওয়ান। আহত হয়েছেন আরও ৬ জন। সেনাবাহিনী সূত্রের খবর, ভারতের অন্তত ৫০টি সেনা ছাউনিকে লক্ষ করে লাগাতার হামলা চালাচ্ছে পাক সেনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে জানান, উপযুক্ত জবাব দেবে ভারতও। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও বলেন, ভারতের কোনও নাগরিকই চান না পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হোক। কিন্তু সুসম্পর্ক যে একতরফা ভাবে বজায় রাখা যায় না সেটাও মনে রাখতে হবে।

শর্মিলা অনড়ই
সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনও সমাধানসূত্র মানতে নারাজ ইরম শর্মিলা চানু। আজ তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করতে যাওয়া জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের কাছেও স্পষ্ট এ কথাই জানিয়ে দিয়েছেন তিনি। ওই আইন প্রত্যাহারের দাবিতে ১৩ বছর ধরে অনশন করছেন শর্মিলা। ওই আন্দোলন শুরুর পর, এই প্রথম জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা চানুর সঙ্গে সরাসরি দেখা করলেন। আগামী দু’দিন মণিপুরে মানবাধিকার ভঙ্গের বিভিন্ন অভিযোগও তাঁরা খতিয়ে দেখবেন।

সঞ্জয়ের জন্য
সঞ্জয় দত্তের সাজা কমানোর ব্যাপারে মহারাষ্ট্র সরকারের মতামত জানতে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাষ্ট্রপতির মার্কণ্ডেয় কাটজুর আবেদনের ভিত্তিতেই এই আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ কাণ্ডে সঞ্জয়ের পাঁচ বছরের কারাদণ্ড হয়। শারীরিক অসুস্থতার জন্য ১৪ দিনের জন্য জেল থেকে ছাড়া পেয়েছেন।

ভোট এগোল
এগিয়ে আনা হল মিজোরাম বিধানসভা ভোটের দিন। বুধবার নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ ডিসেম্বরের বদলে ভোট হবে ২৫ নভেম্বর। তবে ৮ ডিসেম্বর থেকে পিছিয়ে গণনা হবে ৯ ডিসেম্বর। রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা এবং ধর্মীয় সংগঠনগুলির অনুরোধে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.