আজ ফাইনাল নৈশ ফুটবলের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সোনি সেন্টার নক আউট নাইট নাইট ফুটবলের ফাইনালে উঠল শিলিগুড়ির শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমি ও ওদলাবাড়ির রাইজিং স্টার ফুটবল অ্যাকাডেমি। টানটান উত্তেজনার মধ্যে হওয়া দুটি খেলাই গড়ায় টাইব্রেকারে। প্রথম খেলায় ইস্টবেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে জয়ী হয় শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমি। দ্বিতীয় খেলায় আয়োজন বিবেকানন্দ মর্নিং সকার কোচিং সেন্টারকে হারিয়ে ওদলাবাড়ি রাইজিং স্টার জয়ী হয়েছে। প্রথম খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে ম্যাচটি। ইস্টবেঙ্গলের হয়ে গোল করে সানি টপ্পো। অন্যদিকে শিলিগুড়ি অ্যাকাডেমির হয়ে গোল করে সায়ন সরকার। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী হয় শিলিগুড়ি। দ্বিতীয় খেলাতেও নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে ঠিক হয় কারা ফাইনালে খেলবে। দ্বিতীয় ম্যাচে আয়োজক দলের হয়ে গোল করে করণ রাই, এবং বিজয়ী দলের হয়ে গোল করে বিভাস মণ্ডল বলে জানান বিবেকানন্দ ক্লাবের সচিব নিলয় চক্রবর্তী। আজ, রবিবার সন্ধা সাড়ে ৬ টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।
পুরনো খবর: নৈশ ফুটবল জমে উঠেছে শিলিগুড়িতে
|
এক দিকে ম্যাকাও। অন্য দিকে ফোসান সিটি। চিনের দুই প্রান্তের দুই গল্ফ কোর্সে ঝলমল করছেন দুই ভারতীয়, রাহিল গাঙ্গজি এবং শিব কপূর। কলকাতার রাহিল এ দিন ম্যাকাও ওপেনের তৃতীয় রাউন্ডে নিখুঁত খেলে পাঁচ-আন্ডার ৬৬ স্কোর করে লিডারবোর্ডে উঠে এলেন চতুর্থ স্থানে। শীর্ষে থাকা স্কট হেন্ড-এর থেকে তিনি চার শটে পিছিয়ে। অন্য দিকে, ইউরোপীয় চ্যালেঞ্জ ট্যুর টুর্নামেন্ট ফোসান ওপেনের তৃতীয় রাউন্ডে পাঁচটি বার্ডির সাহায্যে চার আন্ডার ৬৮ স্কোর করে শিব কপূরও চার নম্বরে। পরের বছরের ইউরোপীয় ট্যুর কার্ড অর্জনটা তাঁর লক্ষ্যে আগেই জানিয়েছিলেন শিব। এখানে দ্বিতীয় স্থানে শেষ করলেও সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন তিনি। ম্যাকাও ওপেনে অবশ্য আজ দিনটা বাল গেল অনির্বাণ লাহিড়ী এবং অর্জুন অটওয়ালের। দু’জনেই ৬৮ স্কোর করে আগের দিনের পঁচিশতম স্থান থেকে উঠে যুগ্ম বারো নম্বরে।
|
পারলেন না বিজেন্দ্র সিংহ। ভাইরাল জ্বরে কাহিল শরীরে ইউরোপ চ্যাম্পিয়ন, বাইশ বছরের আইরিশ জেসন কুইগলির সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েও শেষ পর্যন্ত হেরে বিদায় নিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে। তবে ৫৬ কেজি-তে এশীয় চ্যাম্পিয়ন ভারতের শিব থাপা এবং থকচম নানাও সিংহ (৪৯ কেজি) জিতে প্রি-কোয়ার্টারে গেলেন। বিজেন্দ্রর অবশ্য দাবি, হারটা তাঁর প্রাপ্য ছিল না। বলেছেন, “হাড্ডাহাড্ডি ফাইটে সেরাটাই দিয়েছি। হারটা প্রাপ্য ছিল না।”
পুরনো খবর: জ্বর নিয়েও দারুণ শুরু বিজেন্দ্রর
|
বোর্ডে ফিরতে চান না পওয়ার |
জল্পনা উড়িয়ে দিলেন শরদ পওয়ার। মুম্বই ক্রিকেট সংস্থার নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই জল্পনা চলছিল যে, বোর্ডের মসনদে ফিরতে চান তিনি। কিন্তু এমসিএ-র বার্ষিক সভার পর পওয়ার বলে দেন, “বোর্ডের জন্য সময় নেই। হয়তো বৈঠকগুলোয় যোগ দিতে পারব। কিন্তু দায়িত্ব নেওয়ার সময় নেই।” তবে এমসিএ-র নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে ইতিমধ্যেই আদালতে গিয়েছেন গোপীনাথ মুণ্ডে। সোমবার আদালত এই নিয়ে সিদ্ধান্ত জানাবে।
পুরনো খবর: বোর্ড রাজনীতিতে ফিরলেন পওয়ার
|
১৮ মাস নির্বাসিত সাঙ্গোয়ান |
ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে নির্বাসনের কোপে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের প্রদীপ সাঙ্গোয়ান। নিষিদ্ধ ‘অ্যানাবলিক স্টেরয়েড’ নেওয়ার অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় সাঙ্গোয়ানকে ১৮ মাস নির্বাসিত করল বোর্ডের ডোপ বিরোধী ট্রাইবুনাল। আগামী বছর ৫ নভেম্বর পর্যন্ত সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হলেন এই পেসার।
|
শ্রীলঙ্কার নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গ্রেগ চ্যাপেল। শ্রীলঙ্কা ক্রিকেটের একটি সূত্র অনুযায়ী, ভারতের কোচ হিসাবে তাঁকে ঘিরে সাফল্যের থেকে বিতর্ক বেশি হলেও গ্রেগের দিকেই পাল্লা ঝুঁকে আছে। চ্যাপেলের পাশে অবশ্য নাম রয়েছে আরও দুই অস্ট্রেলীয়ের, শেন ডাফ ও মাইকেল ও’সুলিভান। ভারত থেকে বেঙ্কটেশ প্রসাদ, লালচাঁদ রাজপুত এবং মোহিত সোনি দৌড়ে আছেন। |