ক’মাস আগের ডোপ বিতর্কের কালো ছায়া তো ছিলই। সঙ্গে দোসর ভাইরাল জ্বর। কিন্তু সব কিছু অতিক্রম করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে স্বমহিমায় ফিরলেন বিজেন্দ্র সিংহ। বিশ্বের প্রাক্তন এক নম্বর ভারতীয় তারকা এ দিন নিজের প্রথম রাউন্ডের ম্যাচে পয়েন্টের বিচারে ৩-০ চুরমার করে দিলেন সুইডিশ বক্সার হামপুস হেনরিকসনকে।
জেতার পর বিজেন্দ্র বলেন, “আমার জ্বর রয়েছে। কাজাখস্তান পৌঁছোনো পর থেকেই সর্দি-কাশিতেও কাবু হয়ে আছি। ওষুধ চলছে। কিন্তু তা সত্ত্বেও মানসিক ভাবে নিজেকে দুর্বল হতে দিইনি। জিততে পেরে দারুণ লাগছে। কিন্তু এটা সবে শুরু। সামনে লম্বা রাস্তা এগোতে হবে।” বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিকের ব্রোঞ্জ জয়ীর পারফরম্যান্সে খুশি জাতীয় কোচ গুরবক্স সিংহ সাঁধুও। বলেছেন, “অসম্ভব আক্রমণাত্মক প্রতিপক্ষকে আজ ও অসাধারণ লড়ে হারিয়েছে। বিশেষ করে ওর আপার কাট আর বাঁ-হাতের হুকটা দারুণ কানেক্ট করছে।” পঁচাত্তর কিলোগ্রাম বিভাগের পরের রাউন্ডে সাতাশ বছরের বিজেন্দ্রের সামনে ইউরোপ চ্যাম্পিয়ন এবং বিশ্বের সাত নম্বর, আয়ারল্যান্ডের বাইশ বছরের তরুণ তুর্কি জেসন কুইগলি। এবং বিজেন্দ্র বলছেন, “আশা করি ম্যাচের আগে অনেকটাই সুস্থ হয়ে উঠতে পারব। দেখা যাক কী হয়!”
|
তাঁর বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ নিয়ে মাঝে যে হইচইটা চলেছিল, তার কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করায় বেশ কয়েক সপ্তাহ দেরি হয়ে যায় বিজেন্দ্রর। কিন্তু হরিয়ানার তারকা বক্সার এখন আর সে সব মনে করতে চান না। বরং ওই কাণ্ডে কলঙ্কের যে ছিটে এসে লেগেছিল তাঁর গায়ে, সেটা পুরোপুরি মুছে ফেলার জন্য তিনি যে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চকেই বেছে নিয়েছেন, সেটা এ দিন বুঝিয়ে দিলেন। বললেন, “বাদবাকি সব কিছু ভুলে গিয়ে শুধু নিজের মানসিকতাটা ঠিক রাখার চেষ্টা করছি। ইতিবাচক থেকেই আজ জিতেছি। আশা করছি এ ভাবে লড়াই করে যেতে পারব।”
এই নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরের প্রথম তিন দিন জেতার ধারা অব্যাহত রাখলেন ভারতীয় বক্সাররা। বিজেন্দ্র দুরন্ত জয় ছাড়াও বাই পেলেন ভারতের পাঁচ বক্সার। ৫৬ কিলোগ্রাম বিভাগের এশীয় চ্যাম্পিয়ন শিব থাপা, থকচম নানাও সিংহ (৪৯ কেজি), সুমিত সাঙ্গওয়ান (৮১ কেজি), টুর্নামেন্টের চতুর্থ বাছাই মনোজ কুমার (৬৪ কেজি) এবং এশিয়ান গেমসের রুপো জয়ী মনপ্রীত সিংহ (৯১ কেজি)। তবে কাল রিং-এ নামবেন মনপ্রীত, সেশেলসের কেডি অ্যাগনেসের বিরুদ্ধে। আর মনোজ লড়বেন তুর্কির ফেথ কেলেসের সঙ্গে। |