১ উপার্জনের সমস্তটাই খরচ
হয়ে যায় অর্থাত্ কিছুই জমে না।
৫ বলহীন।
৭ রত্নের ব্যবসায়ী।
৮ গরমে এর মাত্রা যত বাড়ে
কষ্টও তত বাড়ে।
১০ বন্ধু, সহচর।
১২ কন্যা।
১৪ তত্ত্বাবধানকারী।
১৬ মনঃকষ্ট, অনুতাপ।
১৮ জনসাধারণের করা
নিন্দা বা অপবাদ।
২০ ঈশ্বরের দূত, পয়গম্বর।
২১ ফাঁদ, জাল।
২৩ বার্ধক্যহেতু চুলের শুভ্র—কেশ।
২৪ ভাঁজহীন।
২৬ কোষ্ঠী, ঠিকুজি।
২৭ গায়ের জোর।
২৯ মৃত্যু, দেহাবসান।
৩১ শব আচ্ছাদন করার কাপড়।
৩৪ ‘কর্মোন্দ্রিয়’-এর পরপদ,
এ আছে পাঁচটি।
৩৫ জীবজন্তু হত্যা করা।
৩৭ গিরিশচন্দ্রের লেখা অন্যতম
সার্থক নাটক।
৩৯ দাসত্ব গ্রহণের দলিল।
৪০ যে কোনও উপায়ে। |
|
১ প্রাণপণে রক্ষিত ধন।
২ সালাম, নমস্কার।
৩ উক্ত নামে পরিচিত কিন্তু ওই
নামের যথার্থতা সন্দেহাতীত নয়।
৪ বিফলতা
৫ শিব যা পান করে নীলকণ্ঠ হয়েছিলেন।
৬ নেকড়ে বাঘ কিন্তু পূর্বপদ
গো-শিশু বা বাছুর।
৯ প্রলয়কারী।
১১ তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত।
১৩ সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।
১৫ লাঙল টানতে এর জোড়া প্রয়োজন।
১৭ দুধ-কলা দিয়ে একে
পুষলেও ছোবল মারে।
১৯ পরচর্চা করা যেমন
অনুচিত এ করাও তেমন।
২১ অধিকারসম্পর্কিত।
২২ আপদবিপদ, মাদুলিতে —দূর হয় না।
২৫ কৈফিয়ত।
২৬ মুসলমানি সম্বোধন।
২৮ সূর্যের পূর্ণগ্রাসে যে আলোকিত
বালা দেখা যায়।
৩০ এক শরত্-উপন্যাস।
৩২ নবগুণ।
৩৩ পৃথিবীতে ঘটে না এমন, অলৌকিক।
৩৬ নিবাস, ঠিকানা।
৩৮ ‘আমার—বনে যখন প্রথম ধরেছে কলি’। |