টুকরো খবর
বিসর্জন পর্ব শেষ হল সুষ্ঠু ভাবেই
বৃহস্পতিবার রাতে মেদিনীপুরে বিসর্জনের শোভাযাত্রা।—নিজস্ব চিত্র।
সুষ্ঠু ভাবেই শেষ হল বিসর্জন পর্ব। মেদিনীপুর- খড়্গপুর শহর থেকে শহরতলি, বিসর্জন ঘিরে কোথাও অনভিপ্রেত ঘটনা ঘটেনি। এ বার সোমবার এবং বৃহস্পতিবার- এই দু’দিনই পুলিশের পক্ষ থেকে বিসর্জনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। মেদিনীপুর- খড়্গপুর শহরে সবমিলিয়ে প্রায় ৩০০টি পুজো হয়। এরমধ্যে যেমন সর্বজনীন পুজো, পারিবারিক পুজো- দুই রয়েছে। সোমবার অর্থাৎ, দশমীতে দুই শহর মিলিয়ে প্রায় ৫০টি প্রতিমা বিসর্জন হয়েছিল। অষ্টমী থেকে বৃষ্টি শুরু হয়। ফলে, সোমবারও বহু দর্শর্নাথী পুজো দেখতে মণ্ডপে মণ্ডপে ভীড় করেন। পরিস্থিতি দেখে পুজো কমিটিগুলোও মণ্ডপে প্রতিমা রেখে দিয়েছিল। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবারই বাকি প্রতিমার বিসর্জন হয়েছে। ওই দিন সন্ধ্যা থেকে দুই শহরে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বেরোয়। রাস্তার মোড়ে মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। সদর শহরের গোলকুঁয়াচকে পুরসভার পক্ষ থেকে ক্যাম্প খোলা হয়। শহরের এই এলাকা দিয়েই অধিকাংশ শোভাযাত্রা যায়। মেদিনীপুর কোতয়ালি এবং খড়্গপুর টাউন, দুই থানার পুলিশই জানিয়েছে, বিসর্জন ঘিরে কোথাও অনভিপ্রেত ঘটনা ঘটেনি। সুষ্ঠু ভাবেই বিসর্জন পর্ব মিটেছে। এদিকে, এ বারও দুই শহরের বেশ কয়েকটি পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। ফলে, এই সব পুকুরের জলে আবর্জনা জমেছে। ভিজে খড় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। শুক্রবার থেকে অবশ্য আবর্জনা সাফাই শুরু হয়েছে। দুই শহরের পুর- কর্তৃপক্ষের আশ্বাস, দ্রুত জমে থাকা আবর্জনা সাফাই করা হবে।

বধূ নির্যতনে গ্রেফতার স্বামী
পণের দাবিতে বধূ নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শেখ ফজলুর বাড়ি সবং থানা এলাকার পেরুয়া গ্রামে। বৃহস্পতিবার পুলিশে স্বামী, শ্বশুর শেখ জনাদ, শাশুড়ি কুলসুম বিবি, ননদ রহিমা খাতুন-সহ ৯ জনের বিরুদ্ধে শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ দায়ের করেন শর্মিলা বিবি। সেই অভিযোগের ভিত্তিতে এ দিন রাতে সবং থানার পুলিশ বাড়ি থেকে ওই মহিলার স্বামীকে গ্রেফতার করে। বাকী অভিযুক্তেরা পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বরে সবং থানা এলাকারই রুইনানের বাসিন্দা শর্মিলা বিবির সঙ্গে বিয়ে হয় ফজলুর। বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য ফজলু স্ত্রীকে চাপ দিতেন বলে অভিযোগ। সেই দাবি পূরণ না হওয়ায় নির্যাতন বাড়তে থাকে। শর্মিলা বিবির অভিযোগ, গত অগস্টে শ্বশুরবাড়ির লোকেরা ৭০ হাজার টাকার দাবিতে মারধর করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর থেকে তিনি বাপের বাড়িতে ছিলেন। বেশ কয়েকবার গ্রামের লোকেদের মাধ্যমে মীমাংসার চেষ্টা হলেও সমস্যা সমাধান হয়নি। তাই এ দিন পুলিশে তিনি শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পথ দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। জখম হয়েছেন আরও দু’জন। মৃতের নাম সুজিত বাদা (৪০)। বাড়ি খড়্গপুরের সালুয়ায়। শুক্রবার সকালে বেলদার শ্যামপুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। অফিসের কাজ সেরে ওড়িশার বালেশ্বর থেকে জাতীয় সড়ক ধরে খড়্গপুর ফিরছিলেন বেসরকারি সংস্থার কর্মী রাজেশ সিংহ ও সনু দুবে। তাঁদেরই গাড়ির চালক সুজিতবাবু। শ্যামপুরে উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজিতবাবুর। গুরুতর জখম বাকি দু’জনকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়।

সব ওয়ার্ডে প্রার্থী দেবে কংগ্রেস
মেদিনীপুর শহরের সবক’টি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। শুক্রবার পুরভোট নিয়ে মেদিনীপুরে দলের এক বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান বলেন, “পুরসভা নির্বাচন নিয়ে কিছু আলোচনা হয়েছে। প্রার্থী তালিকা তৈরির কাজ চলছে। সব ওয়ার্ডেই দলের প্রার্থী থাকবে। বৈঠকে এই সিদ্ধান্তও হয়েছে।’’ আগামী সোমবার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তার আগে প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনা সেরে নেওয়া হবে। পাঁচ বছর আগে, ২০০৮ সালে মেদিনীপুর পুরসভা নির্বাচন হয়েছিল। নির্বাচনে জিতে পুরসভার ক্ষমতা দখল করে কংগ্রেস-তৃণমূল। জোট হয়। ভোটের আগে দু’দলের জোট ছিল না। পুরপ্রধান হন তৃণমূলের প্রণব বসু। উপপুরপ্রধান হন কংগ্রেসের এরশাদ আলি। গত পাঁচ বছর ধরে পুরসভা পরিচালনা করেছে জোটই। এ বারও জোট হওয়ার সম্ভাবনা নেই। দলীয় সূত্রে খবর, প্রার্থী তালিকায় ছাত্র-যুবদের গুরুত্ব দিতে চলেছেন কংগ্রেস নেতৃত্ব।

তৃণমূলের প্রার্থী তালিকা রবিবার
পুজোর আগে পুরভোটের রণকৌশল ঠিক করতে মেদিনীপুরে এসে বৈঠক করেছিলেন দুই সাংসদ মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী। বৈঠক থেকে মেদিনীপুরের জন্য পৃথক একটি কমিটিও তৈরি করা হয়। সিদ্ধান্ত হয়, এই কমিটিই পুরসভা নির্বাচনের কাজকর্ম দেখভাল করবে। সেই মতো শুক্রবার মেদিনীপুরে ৬ সদস্যের এই কমিটি বৈঠকে বসে। ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, বিদায়ী পুরপ্রধান প্রণব বসু, দলের শহর সভাপতি সুকুমার পড়্যা, জেলা সভাপতি দীনেন রায়, দুই কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ এবং নির্মল ঘোষ। কোন ওয়ার্ডে কে প্রার্থী হবেন, তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। মেদিনীপুর পুরসভা কংগ্রেস- তৃণমূল জোটের দখলে ছিল। এ বার এই পুরসভা একক ভাবে দখল করতে তৎপর তৃণমূল। দলীয় সূত্রে খবর, প্রার্থী নিয়ে ঝাড়াই- বাছাইয়ের কাজ শুরু হতেই বেশ কিছু ওয়ার্ডে দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, কোথাও কোন্দল নেই। কয়েকটি ওয়ার্ড থেকে একাধিক প্রস্তাব এসেছে। তবে, পুরনির্বাচনে দল ঐক্যবদ্ধ ভাবে লড়বে। দল সূত্রে খবর, আগামী রবিবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.