|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
জীবন্ত ও মৃত গাছের সহাবস্থান |
মৃণাল ঘোষ |
ক্লিক ফোটোগ্রাফি গ্রুপ-এর ১৩ জন আলোকচিত্রীর তৃতীয় সম্মেলক হল অ্যাকাডেমিতে। ভাস্কর দাসের ‘আপরুটেড’ বাস্তব ও কবিতার সম্মিলনের শ্রেষ্ঠ দৃষ্টান্ত। ‘ওড টু লাইফ’ জীবন্ত ও মৃত গাছকে পাশাপাশি রেখেছেন রূপম রায়। সুদীপ চট্টোপাধ্যায়ের ‘অনন্ত প্রতীক্ষা’য় সমুদ্রের বালুকাবেলায় কাকের প্রতীক্ষাকে রূপবদ্ধ করেছেন। অভিষেক পঞ্চাধ্যায় ‘ক্লাউড অব হোপ’ ছবিতে এক শ্রমিককে ক্যামেরাবন্দি করেছেন। অন্যান্য শিল্পীরা ছিলেন চন্দন রায়, দেবাশিস খামারু, মৈনাক মজুমদার, সঞ্জয় দাস, সায়ন্তন চক্রবর্তী, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সৌভিক মৈত্র ও সুনীত আদক। |
|
|
প্রদর্শনী চলছে
অ্যাকাডেমি: পারিজাত দে, ডোনা বসু প্রমুখ ২১ অক্টোবর পর্যন্ত।
স্বপন দেনরা ২১ অক্টোবর পর্যন্ত।
গোবিন্দ সরকার ২৮ অক্টোবর পর্যন্ত।
কেমোল্ড: বিপ্লব দলই ২৪ অক্টোবর পর্যন্ত।
লা মেরে: ‘দুর্গা, ২০১৩’ ২৬ অক্টোবর পর্যন্ত। |
|
|
|
|
|